ad

৪+ শ্রেণিতে পাঠদানকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের বিশেষায়িত প্ৰশিক্ষণ আয়োজন সংক্রান্ত DPE এর নির্দেশনা। (২২/০৫/২০২৩)

Views

 


৪+ শ্রেণিতে পাঠদানকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের বিশেষায়িত প্ৰশিক্ষণ আয়োজন সংক্রান্ত DPE এর নির্দেশনা। (২২/০৫/২০২৩)


সংশ্লিস্ট পিটিআইতে শুরু হতে যাচ্ছে ৪+ শিশুদের পাঠদানকারী শিক্ষকদের প্রশিক্ষণ


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

 সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬


স্মারক নংঃ ৩৮.০১.০০০০.৩৪৬.৯১.০০২.১৭(১)-৬৯


তারিখঃ ৮ জৈষ্ঠ ১৪৩০

২২ মে ২০২৩


বিষয়: ৪+ শ্রেণিতে পাঠদানকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের বিশেষায়িত প্ৰশিক্ষণ আয়োজন।


সুত্রঃ 38.100.180.025.00,02.00.119.2019-815 তারিখ: ২১/০৫/২০২৩


উপর্যুক্ত বিষয় ও সূত্র মোতাবেক জানানো যাচ্ছে যে, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপ৪) এর আওতায় ৪ বয়সী শিশুদের পাঠদানকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের বিশেষায়িত প্রশিক্ষণের আমাজনের জন্য অর্থবিভাগ থেকে ইতোমধ্যে বাজেট বিভাজন অনুযায়ী সংশ্লিষ্ট পিটিআই সুপারিনটেনডেন্ট অনুকূলে প্রয়োজনীয় অর্থ ছাড় করা হয়েছে।

২। ৪+ শ্রেণিতে পাঠদানকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের উক্ত বিশেষায়িত প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নের নিমিত্তে নিম্নবর্ণিত নির্দেশনাবলি অনুসরণপূর্বক যথাযথভাবে প্রশিক্ষণ পরিচালনার ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।


ক) বর্ণিত প্রশিক্ষণটি আগামী 26/09/2013 থেকে শুরু করতে হবে। কোনো বিশেষ কারণে প্রশিক্ষণের সময় পরিবর্তন করতে হলে সেক্ষেত্রে পরিচালক (পলিসি এন্ড অপারেশন) বিভাগের পূর্বানুমতি গ্রহণ করতে হবে। সাপ্তাহিক ছুটির দিন (শুক্র ও শনিবার) প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে। শুধুমাত্র সরকার কর্তৃক নির্ধারিত ছুটির দিন সমূহে প্রশিক্ষণ বন্ধ থাকবে।


খ) ইতোমধ্যে প্রাক-প্রাথমিক স্তরের বিশেষায়িত প্রশিক্ষণ প্রাপ্ত মাস্টার ট্রেনারগণ প্রশিক্ষকের দায়িত্ব পালন করবেন (প্রশিক্ষকের তালিকা সংযুক্ত)। কোনো অবস্থাতেই প্রশিক্ষক প্রশিক্ষণবিহীন কর্মকর্তাকে প্রশিক্ষকের দায়িত্ব প্রদান করা যাবে না।


গ. কোনো জেলায় প্রশিক্ষণ প্রায় প্রশিক্ষক (কর্মকর্তা) বদলী হয়ে গেলে সেক্ষেত্রে পার্শ্ববর্তী জেলার প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষক (কর্মকর্তা) কে মনোনয়ন দিতে হবে।


ঘ. জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ডিপিই)/উপজেলা/থানা শিক্ষা অফিসার প্রতিটি উপজেলা/থানার নির্বাচিত ৪+ বয়সী শিশুদের জন্য পাঠদানকারী শিক্ষকগণকে সংশ্লিষ্ট পিটিআিইতে প্রশিক্ষণের জন্য ডেপুটেশন প্রদান করবেন এবং শিক্ষকদের প্রশিক্ষণ এর তথ্য PEMIS সফটওয়্যারে এন্ট্রি করবেন।


ঙ) প্রশিক্ষক প্রশিক্ষণার্থী মনোনয়নে কোনো অনিয়ম পরিলক্ষিত হলে মনোনয়নকারী কর্মকর্তা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।


চ). প্রশিক্ষণসূচি, বাজেট বিভাজন যথাযভাবে অনুসরণপূর্বক প্রশিক্ষণ পরিচালনা করতে হবে। কোন অবস্থাতেই এক খাতের অর্থ অন্য খাতে কয় করা যাবে না।।


ছ) সারাদেশে ৩২১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪ বয়সী শিশুদের পাঠদানকারী শিক্ষকগণের এ প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণের জন্য প্রস্তুতকৃত বাজেটে জেলার শিক্ষকদের সংখ্যা উল্লেখ করা হয়েছে। উক্ত বাজেটে উল্লেখিত সমসংখ্যক শিক্ষককে প্রশিক্ষণ প্রদান করতে হবে। অতিরিক্ত শিক্ষক সংশ্লিষ্ট উপজেলা/থানার বিদ্যালয় থেকে নির্বাচন করতে হবে।


ঝ) প্রশিক্ষণের সমাপনী দিনে সুপারিনটেনডেন্ট, পিটিমাই অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণে অংশগ্রহণ সম্পর্কিত সনদপ্রদান করবেন।

Lutfor

ঞ. প্রশিক্ষণ সমাপ্তির ৩ (তিন) দিনের মধ্যে dpepreprimary@gmail.com ই-মেইলে, প্রশিক্ষণ সংক্রান্ত প্রতিবেদন নিম্নবর্ণিত ছকে (Ms Excel) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিকট প্রেরণ করবেন এবং অর্থবিভাগের জিও-তে উল্লেখিত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করবেন।


ট). প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা/ বিভাগীয় উপপরিচালক/জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং সভাপতি হিসেবে সংশ্লিষ্ট পিটিআই এর সুপারিনটেনডেন্ট অংশগ্রহণ করবেন।


৩। এ প্রশিক্ষণ কার্যক্রমটি পিইডিপি৪ এর একটি ডিএলআই অন্তভুক্ত কার্যক্রম বিধায় জরুরি ভিত্তিতে এবং সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে এ কার্যক্রম পরিচালনা করতে হবে।


৪। প্রশিক্ষণ কার্যক্রমের বিল ভাউচার জুন মাসের নির্দিষ্ট সময়ের মধ্যে দাখিল করার সুবিধার্থে প্রয়োজন হলে একসাথে একাধিক ব্যাচ পরিচালনা করতে পারবেন।

৫। প্রশিক্ষণের জন্য সংযুক্ত বাজেট বিভাজন অনুযায়ী প্রশিক্ষণের যাবতীয় ব্যয় নির্বাহ করতে হবে। যে কোনো আর্থিক অনিয়মের জন্য সংশ্লিষ্ট পিটিআই সুপারিনটেনডেন্ট ব্যক্তিগতভাবে দায়ী থাকবে।


স্বাক্ষরিত


মনীষ চাকমা


পরিচালক (পলিসি এন্ড অপারেশন) 

dirpolicydpe@gmail.com




পিডিপি-৪ এর আওয়তায় ৪+ প্রাক প্রাথমিকের প্রশিক্ষণের জন্য মাস্টার ট্রেইনার প্রশিক্ষকের তালিকা।















No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.