উপবৃত্তি সংক্রান্ত জরুরি আপডেট (২০/৫/২০২৩)
উপবৃত্তি সংক্রান্ত জরুরি আপডেট
সমস্যা ও সমাধান
উদ্ভুত সমস্যা নিম্নরূপ:
কিছু শিক্ষার্থীর চাহিদা প্রস্তুত করা যাচ্ছে না ০ (শূন্য) মাস অটো সিলেক্ট হয়ে আছে; অথবা- কিছু শিক্ষার্থীর চাহিদা ক্লাস্টারে জমাদার অপশনে মাসের সংখ্যা ০ (শূন্য) অবস্থায় রয়েছে যা- সংশোধন করা যাচ্ছে না এবং ক্লাস্টারে প্রেরণ করাও যাচ্ছে না; অথবা- কিছু শিক্ষার্থীর চাহিদা ক্লাস্টারে যাচাই-বাছাই অপশনে মাসের সংখ্যা ০ (শূন্য) অবস্থায় রয়েছে যা- বিদ্যালয়ে ফেরত বা অনুমোদনের জন্যও প্রেরণ করা যাচ্ছে না।
সমাধান:
উপর্যুক্ত সমস্যাসমূহ অদ্য ২০/০৫/২০২৩খ্রি. তারিখ BACS & iBAS++ কর্তৃক সমাধান করে জুলাই-ডিসেম্বর/২০২২ সময়ের চাহিদা প্রস্তুতের জন্য বিদ্যালয়ের ইউজার আইডিতে ডাটা ফেরত প্রদান করা হয়েছে।
এমতাবস্থায়, এধরনের সমস্যা সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক অদ্য
২০/০৫/২০২৩খ্রি. তারিখের মধ্যে চাহিদা প্রস্তুত, ক্লাস্টারে প্রেরণ, সংশ্লিষ্ট এইউইও/এটিইও কর্তৃক যাচাই-বাছাই এবং ইউইও/টিইও কর্তৃক অনুমোদনের
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
২০/০৫/২০১৩ খ্রি.
উপবৃত্তি বিভাগ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সুত্র:জনাব জিয়াউল কবীর সুমন স্যার
শিক্ষা অফিসার, উপবৃত্তি বিভাগ
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
Helping Pageon e monitoring
No comments
Your opinion here...