ad

WhatsApp এর মাধ্যমে প্রাথমিক বিদ্যালয় পরিবীক্ষণ সংক্রান্ত DPE এর নির্দেশনা। (১৮/০৫/২০২৩)

Views

 


WhatsApp এর মাধ্যমে প্রাথমিক বিদ্যালয় পরিবীক্ষণ সংক্রান্ত DPE এর নির্দেশনা। (১৮/০৫/২০২৩)

WhatsApp এ প্রাথমিক বিদ্যালয় পরিবীক্ষণ টুলস। 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর 

পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ

 সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬


স্মারক নম্বর: 38.01.0000.801.18.004.17-229/72


তারিখ: ০৪ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ 

১৮ মে 2023 খ্রি:


অফিস আদেশ


প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিগত ২৮ মার্চ ২০২৩ তারিখের মাসিক সমন্বয় সভার কার্যবিবরণীর ১৩ নং ক্রমিকের ১ এর সিদ্ধান্তের আলোকে বিভাগীয় উপপরিচালকগণ প্রতি কর্মদিবসে কমপক্ষে ১টি এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসারগণ প্রতি কর্মদিবসে ১/২টি করে নিয়মিত পরিদর্শনের পাশাপাশি WhatsApp এর মাধ্যমে প্রাথমিক বিদ্যালয় পরিবীক্ষণ করবেন।

২। উল্লেখিত সিদ্ধান্তের আলোকে প্রতিমাসে WhatsApp এর মাধ্যমে প্রাথমিক বিদ্যালয় পরিবীক্ষণ করত: পরবর্তী মাসের ৭ তারিখের মধ্যে প্রতিবেদন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে (ddmonitordpe@gmail.com) ই-মেইলে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


১। কার্যবিবরণীর কপি ১ প্রস্থ।

2। WhatsApp এ পরিদর্শন টুলস ১ প্রস্থ।



স্বাক্ষরিত


রাশেদা বেগম 

উপপরিচালক (পরি: ও মূল্যা: ) 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর





No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.