ad

পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় অর্থ অবমুক্তির সময়সীমা, জুন মাসে ব্যয় বিল দাখিল সংক্রান্ত অর্থ মন্ত্রণালয়ের নিররেশনা। (১৫/০৫/২০২৩)

Views

 


পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় অর্থ অবমুক্তির সময়সীমা, জুন মাসে ব্যয় বিল দাখিল সংক্রান্ত অর্থ মন্ত্রণালয়ের নিররেশনা। (১৫/০৫/২০২৩)

বিল দাখিলের সময়সীমা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 

অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়

বাজেট অনুবিভাগ-১

বাজেট অধিশাখা-এ 

www.mof.gov.bd


স্মারকঃ ০৭.০০.০০০০.১০২.২০.০০২.২১.৩০১


তারিখঃ ১৫ মে ২০১৩ খ্রিঃ


পরিপত্র




বিষয়: পরিচালন ও উন্নয়ন বাজেটের আওতায় অর্থ অবমুক্তির সময়সীমা, জুন মাসে ব্যয় বিল দাখিল সংক্রান্ত।

অর্থবছরের শেষদিকে বিভিন্ন মন্ত্রণালয়/সিং কর্তৃক দাখিলকৃত নিয়মিত বিল ও ফেরত বিলসমূহের উপর সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিস কর্তৃক পূর্ব-নিরীক্ষার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে অর্থবছরের শেষে বায় বিল দাখিল, বিল নিষ্পত্তি ও চেক ইস্যুর ক্ষেত্রে পা রাখা প্রয়ো উপর চলমান ২০১২-১৩ অর্থবছরের শেষ তিনটি কর্মদিবস ২৮ জুন হতে ৩০ ২০) পলি আমার সময়ের কাছাকাছি হওয়ায় সরকারি অফিসসমূহ বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে। সার্বিক প্রেক্ষাপটে চলমান ২০২২-২৩ অর্থবছরের বায় বিল দাখিল, বিল নিষ্পত্তি ও চেক ইস্যুর ক্ষেত্রে নিম্নরুপ সময়সীমা নির্ধারণ করা হলো।




০২। বিষয়টি গুরুত্বপূর্ণ এবং আর্থিক শৃঙ্খলা ব্যবস্থাপনা সংশ্লিষ্ট বিধায় অবশ্য পালনীয়।


স্বাক্ষরিত


(আৰু দাইয়ান মোহাম্মদ

যুগ্ম সচিব (বাজেট-১)

ফোনঃ ০২-২২৩৩৩৫৬০৪৩



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.