ad

ToT কোর্সের প্রশিক্ষণে অংশগ্রহণ সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা। (১২/০৪/২০২৩)

Views

  

ToT কোর্সের প্রশিক্ষণে অংশগ্রহণ সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা। (১২/০৪/২০২৩)


ব্যানবেইস এর উপজেলা পর্যায়ের আইসিটি মাস্টার ট্রেইনার হবার সুযোগ
UITRCE-II Master Trainer (শুধুমাত্র মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকগণ আবেদন করবেন)
আবেদন করার লিংকঃ
সংযুক্ত উপজেলা তালিকা
১. ঢাকা বিভাগের ৩১টি উপজেলা
২. চট্টগ্রাম বিভাগের ২৭টি উপজেলা
৩. সিলেট বিভাগের ১২টি উপজেলা
৪. রাজশাহী বিভাগের ১৭টি উপজেলা
৫. বরিশাল বিভাগের ১৫টি উপজেলা
৬. রংপুর বিভাগের ২১টি উপজেলা
৭. খুলনা বিভাগের ২৪টি উপজেলা
৮. ময়মনসিংহ বিভাগের ১৩টি উপজেলা
মোতাবেক ঐ সকল উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক গণ বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) কর্তৃক ২য় পর্যায়ে প্রতিষ্ঠিত উপজেলা আইসিটি এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন(UITRCE) এর উপজেলা পর্যায়ের আইসিটি মাষ্টার ট্রেইনার হবার জন্য আবেদন করুন। আবেদন করতে নিম্নোক্ত নির্দেশনা অনুসারণ করুন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ
বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)
এস্টাবলিশমেন্ট অফ ১৬০ উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআইসিই) ফেজ-II
www.banbeis.gov.bd
নং ৩৭.২০.০০০০.০০৫.১৪.০১৩.২৩ তারিখ: ১২ এপ্রিল ২০২৩ বিষয়: ToT কোর্সের প্রশিক্ষণে অংশগ্রহণ সংক্রান্ত। বাংলাদেশ শিক্ষার তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) এর অধীন কোরিয়া সরকারের আর্থিক সহায়তায় এস্টাবলিশমেন্ট অফ ১৬০ উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার ফর এডুকেশন (UTTRCE) Phase-II প্রকল্পের আওতায় ToT কোর্সের প্রশিক্ষণ আগামী ১৬ মে ২০২৩ তারিখ হতে ব্যানবেইস আইসিটি ল্যাবে আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণের লক্ষ্যে (UTTRCE) Phase-II প্রকল্পের আওতায় নির্বাচিত ১৬০টি উপজেলায় কর্মরত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষকগণের নিকট হতে প্রশিক্ষণার্থে আহ্বান করা যাচ্ছে। প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য ব্যানবেইস এর ওয়েবসাইটের (banbeis.gov.bd) জব কর্নার হতে আবেদন লিংক (http://202.72.235.210/survey-job/public/jobs/show/12) এর মাধ্যমে আগামী ২৬ এপ্রিল ২০২৩ তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশনকৃত শিক্ষকদের অনলাইনে মাধ্যমে Aptitude Test গ্রহণ করে তার নম্বর এবং অন্যান্য যোগ্যতার ভিত্তিতে ৯৬০ জন প্রশিক্ষার্থী চূড়ান্ত করা হবে। Aptitude Test গ্রহণের তারিখ পরবর্তীতে জানানো হবে। প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য দৈনিক ভাতা প্রদান করা হবে। সংযুক্তি ১৬০ টি উপজেলার তালিকা স্বাক্ষরিত মোঃ মহিবুর রহমান মহাপরিচালক ব্যানবেইস ও প্রকল্প পরিচালক (UTTRCE) Phase-II ফোন: ৯৬৬৫৪৫৭ ইমেইল: dg@benbeis.gov.bd







No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.