মাধ্যমিক পর্যায়ে অনুষ্ঠিত নতুন শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণে বাদ পড়া শ্রেণি শিক্ষকগণের তথ্য প্রেরণ প্রসঙ্গে DSHE এর নির্দেশনা। (১২/০৪/২০২৩)
মাধ্যমিক পর্যায়ে অনুষ্ঠিত নতুন শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণে বাদ পড়া শ্রেণি শিক্ষকগণের তথ্য প্রেরণ প্রসঙ্গে DSHE এর নির্দেশনা। (১২/০৪/২০২৩)
মাধ্যমিক পর্যায়ে অনুষ্ঠিত 'নতুন শিক্ষাক্রম বিস্তরণ 'বিষয়ক প্রশিক্ষণে বাদ পড়া শিক্ষকগনের তথ্য প্রেরণ প্রসঙ্গে
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
বাংলাদেশ ঢাকা
বাংলাদেশ ঢাকা ডিসেমিনেশন অফ নিউ কারিকুলাম স্কিম
সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম
স্মারক নং: এসইডিপি/ডিএনসি/যোগাযোগ/০১/২০২৩/৯৬
তারিখ: ১২ এপ্রিল ২০২৩
বিষয়: মাধ্যমিক পর্যায়ে অনুষ্ঠিত নতুন শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রশিক্ষণে বাদ পড়া শ্রেণি শিক্ষকগণের তথ্য প্রেরণ প্রসঙ্গে।
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে । মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে আওতাধীন এসইডিপি প্রোগ্রামের Dissemination of New Curriculum শীর্ষক স্কিমের আওতায় জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেণি শিক্ষকগণের নতুন শিক্ষাক্রম বিস্তরণ বিষয়ক প্রথম ধাপে ৬-৭ জানুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ ও ১৩-১৫ জানুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত মোট ০৫ (পাঁচ) দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণের যে সকল শ্রেণি শিক্ষক অংশগ্রহণ করতে পারেননি তাদের তথ্য আগামী ৩০ এপ্রিল ২০২৩ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে পূর্বের ন্যায় গুগল ফর্ম google form নিম্নোক্ত লিংকে https://forms.gle/KK9xXRrcNAn4bKuW6 প্রবেশ করে ফরম পূরণপূর্বক আপলোডকৃত এক্সেল ফরমেটে তথ্য প্রদান করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো
। উল্লেখ্য মাধ্যমিক পর্যায়ে যে সকল শ্রেণীর শিক্ষক মাওসিও অধিদপ্তরের আওতাধীন তাদের প্রতিষ্ঠান অবশ্যই EMIS এর ইএমআইএস IMS আইএমএস রেজিস্ট্রেশন থাকতে হবে এবং সংশ্লিষ্ট শ্রেণী শিক্ষকের অবশ্যই PDS পিডিএস আইডি থাকতে হবে। যে সকল প্রতিষ্ঠান DME,DTE কিংবা DPE এর অধীন তাদের তথ্য যাচাই করে জেলা শিক্ষা কর্মকর্তা জেলার আওতাধীন উপজেলা ও থানা সহ বাদ পড়া সকল শ্রেণী শিক্ষকের তথ্য তালিকা আকারে ডাকযোগে হার্ডকপি নিম্নস্বাক্ষরকারী ঠিকানায় প্রেরণ করবেন।
স্বাক্ষরিত
প্রফেসর সৈয়দ মাহফুজ আলী
স্কিম পরিচালক
ডিসেমিনেশন অফ নিউ কারিকুলাম
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
বাংলাদেশ, ঢাকা।
No comments
Your opinion here...