বাংলা নববর্ষ ১৪৩০ শিক্ষা প্রতিষ্ঠানে উদযাপন সংক্রান্ত DSHE এর নির্দেশনা। (১১/০৪/২০২৩)
বাংলা নববর্ষ ১৪৩০ শিক্ষা প্রতিষ্ঠানে উদযাপন সংক্রান্ত DSHE এর নির্দেশনা। (১১/০৪/২০২৩)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
বাংলাদেশ, ঢাকা।
www.dshe.gov.bd
স্মারক নং: ৩৭..০২.০০০০.১০১.২৩.০০২.২২(অংশ-২)/৬১০৪/১৫
তারিখ: ১১/০৪/২০২৩
বিষয়: বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন।
সূত্র (ক) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় স্মারক নং: ৪৩.৯০.০০০০.১২৪. ২৩.১৮৯.২৩.২৪৭; তারিখ: ২৮ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ
খ) শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং: ৩৭.০০.০০০০.০৬৫.২৩.০০১.২২.১০২; তারিখ: ০৯ এপ্রিল ২০২৩ খ্রিস্টাব্দ
উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানসমূহে নিম্নোক্ত কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
ক্রমিক নং ০১
তারিখ ও সময়: ০১ বৈশাখ ১৪৩০
কর্মসূচি:
নববর্ষ ১৪৩০ উদযাপন অনুষ্ঠান আবশ্যিকভাবে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে শুরু করতে হবে।
ক্রমিক নং: ০২
তারিখ ও সময়: ০১ বৈশাখ ১৪৩০
সকল শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশ ও যথাযথ আড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপন করবে। ইউনেস্কো কর্তৃক মঙ্গল সভ যাত্রা কে বিশ্বের গুরুত্বপূর্ণ 'Intangible Cultural Heritage' এর তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টিকে গুরুত্ব সহকারে প্রচার করতে হবে। সকালে আবশ্যিকভাবে শিক্ষার্থীদের নিয়ে রেলি করতে হবে।
ক্রমিক নং: ০৩
তারিখ ও সময়: সুবিধা জনক সময়
কর্মসূচি :
নতুন কারিকুলাম এর সাথে সমন্বয় করে ষষ্ঠ- সপ্তম শ্রেণী শিক্ষার্থীরা পাঠ্যপুস্তক ভিত্তিক' বৈচিত্র্যে ভরা বৈশাখ' বিষয়ে সুনির্দিষ্ট কার্যক্রমে অংশগ্রহণ করবে এবং বিষয়ভিত্তিক শিক্ষকগণ এ কার্যক্রম মূল্যায়ন করবেন।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এ পত্র জারি করা হলো।
স্বাক্ষরিত
রূপক রায়
সহকারী পরিচালক (সা.প্র.)
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর
বাংলাদেশ, ঢাকা।
No comments
Your opinion here...