মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত বিভিন্ন শ্রেণীতে মেধাবৃত্তির তফশীল সম্প্রদায়/পেশামূলক উপবৃত্তি প্রাপ্তির জন্য MIS Software এ তথ্য এন্ট্রি /ভুল সংশোধনের সময় বর্ধিতকরণ সংক্রান্ত নির্দেশনা। (১১/০৪/২০২৩)
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত বিভিন্ন শ্রেণীতে মেধাবৃত্তির তফশীল সম্প্রদায়/পেশামূলক উপবৃত্তি প্রাপ্তির জন্য MIS Software এ তথ্য এন্ট্রি /ভুল সংশোধনের সময় বর্ধিতকরণ সংক্রান্ত নির্দেশনা। (১১/০৪/২০২৩)
প্রাথমিকের বৃত্তি সহ উপবৃত্তির কাগজ পত্র জমা দেওয়ার সময় সীমা বৃদ্ধি করা হয়েছে আগামী ২০ এপ্রিল ২০২৩ পর্যন্ত
স্মারক নং : ৩৭.০২.০০০০.১১৭.২০.০০১.২০.১৫৬১/২৪
তারিখ : ১১ এপ্রিল ২০২৩
বিষয়: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত বিভিন্ন শ্রেণীতে মেধাবৃত্তির তফশীল সম্প্রদায়/পেশামূলক উপবৃত্তি প্রাপ্তির জন্য MIS Software এ তথ্য এন্ট্রি /ভুল সংশোধনের সময় বর্ধিতকরণ।
সূত্র: i) মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক জারিকৃতপত্রের স্মারক নং: ৩৭.০২.০০০০.১১৭.২০.০০১.২০.১৪৮৬/২২
তারিখ: ২৮/০৩/২০২৩ খ্রিস্টাব্দ
i) মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্ত কর্তৃক জারি কৃতপত্রের স্মারক নং: ৩৭.০২.০০০০.১১৭.২০.০০১.২০.১৫০৮/১৫
তারিখ: ২৮/০৩/২০২৩ খ্রিস্টাব্দ
উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে বিভিন্ন অর্থবছরের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের MIS Software এ এ তথ্য এন্ট্রি/ সংশোধন/ একাধিক এন্ট্রি নিষ্ক্রিয়করণের জন্য ১০ এপ্রিল ২০২৩পর্যন্ত সময়সীবার নির্ধারণ করে পত্র জারি করা হয়। কিন্তু শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি সংক্রান্ত কাজ সম্পাদনের জন্য MIS Software এ Login এর ক্ষেত্রে কিছু-কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের Password ভুল্রে যাওয়া, নতুন User তৈরি, বিভিন্ন ব্যাংকের শাখা MIS Software এমআইএস সফটওয়্যার এ অন্তর্ভুক্ত কারণে সমস্যা হচ্ছে মর্মে প্রতিষ্ঠান থেকে জানানো হয়। ২। প্রতিষ্ঠানসমূহের এ সংক্রান্ত সমস্যার বিস্তারিত বিবরণ (User Id/EIIN No সহ) প্রতিষ্ঠান এর প্যাডে প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর ও সিলসহ স্ক্যান্ড কপি প্রতিষ্ঠানের ইমেইল হতে misproblem23@gmail com মিলে প্রেরণের জন্য অনুরোধ করা হলো। ৩। বর্ণিতবস্থায়, MIS Software এ তথ্য এন্ট্রি /সংশোধন; একাধিক এন্ট্রি নিষ্ক্রিয়করণের জন্য আগামী ২০ এপ্রিল ২০২৩ পর্যন্ত সময় বর্ধিত করা হলো। ৪। উল্লেখ্য পিইসি ২০২২ সালে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি ক্ষেত্রে যাদের তথ্য Save হচ্ছে না তাদের বৃত্তি ফলাফলের স্থলে GPA 0/5.00 যেকোনো একটি পূরণ করা যাবে। যাদের তথ্য Save সেভ হয়েছে তাদের পুনরায় এন্ট্রি দিতে হবে না। এক্ষেত্রে পুনরায় এন্ট্রি দিলে শিক্ষার্থী বৃত্তির অর্থ পাবে না। স্বাক্ষরিত প্রফেসর মোঃ সাইদুল খবির চৌধুরী পরিচালক (কলেজে প্রশাসন)
No comments
Your opinion here...