ad

অনলাইন বদলি সফটওয়্যারের মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের ‘প্রতিস্থাপন সাপেক্ষে’ বদলির আদেশ জারি সম্পর্কিত DPE এর নির্দেশনা। (২৬/০৪/২৩)।

Views

 



অনলাইন বদলি সফটওয়্যারের মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের ‘প্রতিস্থাপন সাপেক্ষে’ বদলির আদেশ জারি সম্পর্কিত DPE এর নির্দেশনা। (২৬/০৪/২৩)।

৪ জন শিক্ষক বা তার কম শিক্ষক কর্মরত থাকলেও প্রতিস্থাপন সাপেক্ষে বদলির আদেশপ্রাপ্ত শিক্ষক বদলিকৃত স্কুলে জয়েন করতে পারবেন।

তবে সেক্ষেত্রে অন্য স্কুল থেকে শিক্ষক ডেপুটেশন দিয়ে প্রতিস্থাপন করতে হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন -২, মিরপুর, ঢাকা ১২১৬
www.dpe.gov.bd

স্মারক নং : ৩৮.০১.০০০০.৪০০.১৯.০০২২১.৩৬৮ তারিখ : ২৬ এপ্রিল ২০২৩

বিষয়: অনলাইন বদলি সফটওয়্যার এর মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের 'প্রতিস্থাপন সাপেক্ষে' বদলির আদেশ জারি সম্পর্কিত।

উপর্যুক্ত বিষয়ে অনলাইন শিক্ষক বদলী কার্যক্রমের মাধ্যমে যে সকল শিক্ষকের অনুকূলে প্রতিস্থাপন সাপেক্ষে জারিকৃত বদলির আদেশ জারি করা হয় সেক্ষেত্রে বদলি নির্দেশিকার অনুচ্ছেদ ৩.৪ অনুযায়ী দুই শিফট বিশিষ্ট বিদ্যালয়ের যেকোনো এক শিফটের শিক্ষার্থী যথা প্রথম ও দ্বিতীয় অথবা তৃতীয় হতে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যার মধ্যে যে সংখ্যা বেশি হবে তা ১: ৪০ অনুপাত হিসাবে বিবেচনায় নিয়ে প্রতিস্থাপন সাপেক্ষে বদলির আদেশপ্রাপ্ত শিক্ষকগণকে বদলিকৃত বিদ্যালয় যোগদানের নিমিত্ত অবমুক্ত করার বিষয়ে ইত:মধ্যে নির্দেশনা প্রেরণ করা হয়েছে। ২। যে সকল বিদ্যালয় ০৪ চারজন বা তার কম সংখ্যক শিক্ষক কর্মরত আছেন সে সকল বিদ্যালয়ের কোনো শিক্ষক/শিক্ষকগণের প্রতিস্থাপন সাপেক্ষে বদলির আদেশ জারি হয়ে থাকলে উক্ত বিদ্যালয়ে সংযুক্তি প্রদানযোগ্য বিদ্যালয় থেকে শিক্ষক সংযুক্তি প্রদানপূর্বক বদলির আদেশপ্রাপ্ত শিক্ষককে বদলিকৃত বিদ্যালয় যোগদানের নিমিত অবমুক্ত করে অত্র দপ্তরকে অবহিত করতে হবে। ৩। পত্রজারির ৭ (সাত)কার্য দিবসের মধ্যে এ কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে আদিষ্ট হয়ে অনুরোধ করা হলো। স্বাক্ষরিত নাসরিন সুলতানা সহকারী পরিচালক (পলিসি ও অপা:)



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.