ad

মেহেরপুর জেলার গাংনী, মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতি সংক্রান্ত MOPME এর নির্দেশনা।(১৮/০৪/২০২৩)

Views

 


মেহেরপুর জেলার গাংনী, মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতি সংক্রান্ত MOPME এর নির্দেশনা।(১৮/০৪/২০২৩)

অবশেষে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতির জন্য অনিচ্ছুকদের আবেদন গ্রহণে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মতি। আশা করছি সারাদেশেও এমন আদেশ জারি হবে।


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
বিদ্যালয়-২ শাখা
www.mopme.gov.bd


স্মারক নং ন ৩৮.০০.০০০০.০০৮.১২.০০২.১৭.১৯৫ তারিখ : ১৮ এপ্রিল ২০২৩

বিষয়: মেহেরপুর জেলার গাংনী, মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষক পদে পদোন্নতি সংক্রান্ত MOPME এর নির্দেশনা।(১৮.০৪/২০২৩)

সুত্র: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পত্র নং ৩৮.০১.০০০০.৪০০.১২.০৫০.২০১৯.০৮. তারিখ : ০৯.০২.২০২৩

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণকে প্রধান শিক্ষক পদে পদোন্নতির লক্ষ্যে প্রেরিত প্রস্তাবে মেহেরপুর জেলার তিনটি উপজেলার জ্যেষ্ঠতা তালিকার নিম্মে বর্ণিত ক্রমিকের শিক্ষকগণ প্রধান শিক্ষক পদে পদোন্নতি গ্রহণে অনিচ্ছুক মর্মে জানানো হয়েছে। ক) গাংনী উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তালিকার ১,২,৩,৪,৫,৬,৭,৮,৯,১১,১৩,১৫,১৭,১৯,২৭,৩৫, ৪৯,৫৩,৫৬,৫৮,৬২,৬৬,৭০,৭১,৭৯, এবং ৮০ নং ক্রমিক সহ মোট ২৫ জন। খ) মেহেরপুর সদর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত জেষ্ঠতা তালিকার ৪,৫,৬,৭,৮,৯,১০,১১,১৬,১৭,১৯,২৪,২৮,৩০,৩১,৩৩,৪৯,৪৭,৪৮,৪৯ এবং ৫০ নং ক্রমিকসহ মোট ২১ জন। গ) মুজিবনগর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত জেষ্ঠতা তালিকার ৭, ১৫, ১৮, ১৯, ২০, ২৪ এবং ২৫ নং ক্রমিকসহ মোট সাতজন। ২) কিন্তু প্রেরিত প্রস্তাবের সাথে উক্ত শিক্ষকদের সহস্তে লিখিত পদোন্নতি গ্রহণে অনিচ্ছুক এবং ভবিষ্যতে আর কখনো পদোন্নতির জন্য আবেদন করবেন না মর্মে অঙ্গীকার প্রদানপূর্বক আবেদন এবং সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসার/ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের এ সংক্রান্ত প্রত্যয়ন প্রেরণ করা হয়নি। ৩) এমতাবস্থায়, মেহেরপুর জেলার গাংনি, মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলা সহকারী শিক্ষক হতে প্রধান শিক্ষক পদে পদোন্নতি সুপারিশ প্রদানের লক্ষ্যে পদোন্নতি গ্রহণে অনিচ্ছুক ও ভবিষ্যতে আর পদোন্নতির জন্য আবেদন করবেন না মর্মে অঙ্গীকারসহ-শিক্ষক গণের সহস্তে লিখিত আবেদন এবং সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসারের/ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের প্রত্যয়ন তার মতামত সহ প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। স্বাক্ষরিত মোহাম্মদ কবির উদ্দিন উপসচিব ফোন: ০২২২৩৩৫৭২৫৫ ফ্যাক্স: +৮৮-০২৯৫৭৬৬৯০ ইমেইল: sassch2@mopme.gov.bd



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.