অনলাইন বদলি সফটওয়্যার এর মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের 'প্রতিস্থাপন সাপেক্ষে' বদলির আদেশ জারি সম্পর্কিত DPE এর নির্দেশনা।(১০/০৪/২০২৩)
অনলাইন বদলি সফটওয়্যার এর মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের 'প্রতিস্থাপন সাপেক্ষে' বদলির আদেশ জারি সম্পর্কিত DPE এর নির্দেশনা।(১০/০৪/২০২৩)
প্রতিস্থাপন সাপেক্ষে বদলির আদেশ জারি সম্পর্কিত চিঠি (১০/০৪/২৩)।
প্রতিস্থাপন সাপেক্ষে যাঁরা বদলীর আদেশ পেয়েছেন তাঁদের অনেকই এবার বদলী হতে পারবেন।
স্মারক নং: ৩৮.০১.০০০০.৪০০.১৯.০০২.২১.৩৩৯
তারিখ: ১০ এপ্রিল ২০২৩
বিষয়: অনলাইন বদলি সফটওয়্যার এর মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের 'প্রতিস্থাপন সাপেক্ষে' বদলির আদেশ জারি সম্পর্কিত।
উপর্যুক্ত বিষয়ে অনলাইন শিক্ষক বদলী কার্যক্রমের মাধ্যমে যে সকল শিক্ষকের অনুকূলে 'প্রতিস্থাপন সাপেক্ষে' জারিকৃত বদলির আদেশ জারি করা হয়, সে ক্ষেত্রে বদলি নির্দেশিকা অনুচ্ছেদ ৩.৪ অনুযায়ী দুই শিফট বিশিষ্ট বিদ্যালয়ের যেকোনো এক শিফটে শিক্ষার্থী যথা প্রথম অথবা দ্বিতীয় অথবা তৃতীয় হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যার মধ্যে যে সংখ্যা বেশি হবে তা ১: ৪০ অনুপাত হিসেবে বিবেচনায় নিয়ে প্রতিস্থাপন সাপেক্ষে বদলির আদেশপ্রাপ্ত শিক্ষকগণকে বদলিকৃত বিদ্যালয় যোগদানের নিমিত্ত অবমুক্ত করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত নাসরিন সুলতানা সহকারী পরিচালক (পলিসি ও অপারেশন)
No comments
Your opinion here...