ad

২০২২- ২৩ অর্থবছরের সংশোধিত রাজস্ব বাজেটের আওতায় দপ্তর কোড ১২৪০২০৯০০০০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমূহে চতুর্থ কিস্তির ঘাটতি বাজেট বরাদ্দ ও মঞ্জুরী প্রদান সংক্রান্ত DPE এর নির্দেশনা।(০৬/০৪/২০২৩)

Views

 

২০২২- ২৩ অর্থবছরের সংশোধিত রাজস্ব বাজেটের আওতায় দপ্তর কোড ১২৪০২০৯০০০০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমূহে চতুর্থ কিস্তির ঘাটতি বাজেট বরাদ্দ ও মঞ্জুরী প্রদান সংক্রান্ত DPE এর নির্দেশনা।(০৬/০৪/২০২৩)

সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ঘাটতি বাজেট বরাদ্দ ও মঞ্জুরী প্রদান। (০৬/০৪/২০২৩)

পিডিএফ লিঙ্কঃ

N.B- আপনার উপজেলায় বাজেট ঘাটতি থাকলে দেখে নিতে পারেন।

(একই তারিখ ও সারকে প্রতিস্থাপিত)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন ২ মিরপুর ঢাকা ১২১৬
www.dpe.gov.bd
স্মারক নং : ৩৮.০১.০০০০.৫০০.২০.১৩৩.২২.৪৪
তারিখ: ০৬ এপ্রিল ২০২৩


বিষয়: ২০২২- ২৩ অর্থবছরের সংশোধিত রাজস্ব বাজেটের আওতায় দপ্তর কোড ১২৪০২০৯০০০০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমূহে চতুর্থ কিস্তির ঘাটতি বাজেট বরাদ্দ ও মঞ্জুরী।

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে নির্দেশিত হয়ে ২০২২- ২৩ অর্থবছরের সংশোধিত রাজস্ব বাজেটে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দপ্তর কোড ১২৪০২০৯০০০০০০এর সরকারি প্রাথমিক বিদ্যালয়সমুহ খাতে প্রাপ্ত বরাদ্দ হতে (২৩৭,৩৪,৬৭,৩০০) ২৩৭ কোটি ৩৪ লক্ষ ৬৭ হাজার ৩০০ টাকা ৫১৩ টি উপজেলা/ থানা শিক্ষা অফিসের আওতায় রাজস্ব খাতে নবনিয়োগ প্রাপ্ত কর্মরত শিক্ষকবৃন্দের বেতন ভাতা ও অন্যান্য খাতের ব্যয় নির্বাহের জন্য সংযুক্ত বিভাজন মোতাবেক চতুর্থ কিস্তি ঘাটতি বাজেট বরাদ্দ ও মঞ্জুরি তার নিয়ন্ত্রণাধীন প্রদান করা হলো এবং সংশ্লিষ্ট উপজেলা/ থানা শিক্ষা অফিসার কে বরাদ্দকৃত অর্থ বৃদ্ধি মোতাবেক ব্যয় করা ক্ষমতা প্রদান করা হলো। ★ এই ব্যয় ২০২২- ২৩ অর্থবছরের সংশোধিত রাজস্ব বাজেটের দপ্তর কোড ১২৪০২০৯০০০০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়সমুহ খাতে বরাদ্দকৃত হতে অর্থ হতে মিটানো হবে। ★ এ অর্থ সরকারি বিধি মোতাবেক ব্যয় করতে হবে। যে কোন প্রকার অনিয়মিত ব্যয়ের জন্য সংশ্লিষ্ট আয়ন -ব্যয়ন কর্মকর্তা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন। ★ ২০২২- ২৩ অর্থবছরে পণ্য ও সেবার ব্যবহার সহ অন্যান্য খাতে বরাদ্দকৃত অর্থ মাসিক ভিত্তিতে ব্যয় করতে হবে। ”৩২৫৫১০৫- অন্যান্য মনিহারি" খাতের বরাদ্দকৃত অর্থের ৫০% ছাড় করা হয়েছে। ★ অব্যাহিত অর্থ ১৫ জুন ২০২৩ এর মধ্যে সমর্পণ করতে হবে। চাহিদার চেয়ে বরাদ্দের পরিমাণ অতিরিক্ত হলে অতিরিক্ত অর্থ DPE এর Accounting Information System (AIS) এর মাধ্যমে মাসিক SOE জমাদানের সময় সমর্পণ করতে হবে এবং একই সাথে ঘাটতি চাইতে থাকলে মাসিক SOE জমাদানের সময় ঘাটতি চাহিদা Additional Demand অংশে আবশ্যিকভাবে এন্ট্রি করতে হবে। ★ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের Accounting Information System (AIS) এ মাসিক খরচের বিবরণী ও নিয়মিত এন্ট্রি করতে হবে। ২। এতে মহাপরিচালক মহোদয়ের সদয় অনুমোদন রয়েছে। সংযুক্তি বর্ণনানুগ বাজেট বিভাজন ৩৮ পাতা স্বাক্ষরিত মোঃ নুরুল ইসলাম সহকারী পরিচালক।


No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.