বাজেট ব্যবস্থাপনা কমিটি (BMC) এর সভার কার্যবিবরণী
বাজেট ব্যবস্থাপনা কমিটি (BMC) এর সভার কার্যবিবরণী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
বাজেট ও অডিট শাখা
বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
www.mopme.gov.bd
বিষয়: বাজেট ব্যবস্থাপনা কমিটি (BMC) এর সভার কার্যবিবরণী
সভাপতি: জনাব ফরিদ আহম্মদ
সচিব প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়
তারিখ ১৭ এপ্রিল ২০২৩
সময় সকাল ১১.০০ ঘটিকায়
স্থান মন্ত্রণালয়ের সভাকক্ষ (কক্ষ নং ৬১০- ৬১২)
সভায় উপস্থিত কর্মকর্তাদের তালিকা পরিশিষ্ট 'ক' তে সংযোজিত।
০২। সভাপতি সভায় উপস্থিত কর্মকর্তাদের স্বাগত জানিয়ে সভারর কাজ শুরু করেন। তিনি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বাজেট ও অডিট) কে সভার আলোচ্যসূচি উপস্থাপনের জন্য নির্দেশ প্রদান করেন। অতিরিক্ত সচিব (বাজেট ও অডিট) উল্লেখ করেন যে অদ্যকার বিএমসি সভায় মন্ত্রণালয় এবং এর অধীনস্থ দপ্তর/ সংস্থা সমূহের ২০২৩- ২৪ অর্থবছরের বাজেট প্রাক্কলন এবং ২০২৪-২৫ ও ২০২৫- ২৬ অর্থবছরের প্রক্ষেপণ প্রণয়ন সংক্রান্ত। এ বিষয়ে গত ৮ এপ্রিল ২০২৩ তারিখে অর্থ বিভাগ থেকে বাজেট পরিপত্র-২ জারি করা হয় এবং উক্ত পরিপত্রের গাইডলাইন্স অনুযায়ী বাজেট প্রাক্কলন ও প্রক্ষেপণ চূড়ান্ত করত আগামী ২৭ এপ্রিল ২০২৩ তারিখের মধ্যে iBAS++ এ এন্ট্রি করন ও অর্থ বিভাগের বাজেট অনু বিভাগ, পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগ, সাধারণ অর্থনীতি বিভাগ এবং সংশ্লিষ্ট সেক্টর ডিভিশনে প্রেরণের জন্য অনুশাসন প্রদান করা হয়।
০৩। অতিরিক্ত সচিব (বাজেট ও অডিট) আরো জানান যে, অর্থ বিভাগের সিলিং অনুযায়ী ২০২৩-২০২৪ অর্থবছরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর/ সংস্থা সমূহের অনুকূলে পরিচালন ব্যয় খাতে ১২০১৮.৪১ (বারো হাজার আঠারো কোটি ৪১ লক্ষ টাকা সহ মোট ৩৪৭১৬.৯০ কোটি (চৌত্রিশ হাজার সাতশত ষোল কোটি ৯০ লক্ষ) টাকার বাজেট বরাদ্দ প্রদান করা হয় যা ২০২২ -২৩ অর্থ বছরের তুলনায় ৯.৩১ শতাংশ বেশি। মন্ত্রণালয় এবং এর অধীনস্থ দপ্তর /সংস্থা সমূহের ২০২২ -২৩ অর্থবছরের বাজেট বিভাজন এবং ২০২৪-২৫ ও ২০২৫ -২৬ অর্থবছরের পক্ষেপণের খসড়া প্রণয়ন করা হয়েছে। উক্ত খসড়ার উপর গত ১৩ এপ্রিল ২০২৩ তারিখে এ মন্ত্রণালয়ে বাজেট ওয়ার্কিং গ্রুপ (BWG) এর সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচনার মাধ্যমে বরাদ্দ বিভাজন চূড়ান্ত করার সুপারিশ করা হয়।
০৪। সভাকে জানানো হয় যে ২০২৩ -২৪ অর্থবছরে অর্থবিভাগ কর্তৃক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য পরিচালন বাজেটের সিলিং নির্ধারণ করা হয়েছে ২২৬৯৮.৪৯ কোটি যার মধ্যে বড় অংশ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জন্য ২২৫৪৫.৫৯ কোটি টাকা, মন্ত্রণালয়ের নিজস্ব বাজেট ১২৩.১৬ কোটি (যার মধ্যে নেপের জন্য ৯.৩৪ কোটি ও শিশু কল্যাণ ট্রাস্ট এর জন্য ৪৪.৯৩ কোটি টাকা) এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর জন্য ২৯.৭৪ কোটি টাকা।
০৫। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রতিনিধি জানান যে ২০২৩-২৪ অর্থবছরের পরিচালন বাজেটে প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি কোডে অতিরিক্ত ৫৬৫.৩৩ কোটি টাকা ও সরকারি প্রাথমিক বিদ্যালয় কোডে অতিরিক্ত ১১৮৮ কোটি টাকা সহ মোট ১৭৫৩.৩৩ কোটি টাকার বরাদ্দ বিভাজন প্রয়োজন। সভায় উল্লেখ করা হয় যে প্রয়োজনীয়তার নীরিখে এ দুটি উপখাতে বরাদ্দ প্রদান করা হবে।
০৬। মন্ত্রণালয় এবং এর অধীনস্থ দপ্তর ও সস্থা সমূহের ২০২৩২- ২৪ অর্থবছরের বাজেট প্রাক্কলন এবং ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরের প্রক্ষেপণের চিত্র (উন্নয়ন বরাদ্দসহল সংযোজনী- ১ এ সংযুক্ত করা হয়। অর্থ বিভাগ কর্তৃক প্রদত্ত সিলিং এর আলোকে আগামী ২৭/৪/২০২৩ তারিখের মধ্যে ibas++ এ খাতভিত্তিক যথাযথ অর্থনৈতিক কোড অনুসরণপূর্বক এন্ট্রি দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরামর্শ প্রদান করা হয়। পরবর্তীতে মন্ত্রণালয় এবং অধীনস্থ দপ্তর/ সংস্থা ভিত্তিক রাজস্ব প্রাপ্তি এবং প্রাপ্তির প্রাক্কলন ও প্রক্ষেপণ বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয় এবং অর্থ বিভাগের সিলিং অনুযায়ী রাজস্ব আহরণের উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়। সভায় স্কুল ফিডিং এর জন্য গমের বরাদ্দ প্রদান এবং এ সংক্রান্ত প্রকল্পের ডিপিপি প্রণয়নের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। ডিপিপি অনুমোদন সাপেক্ষে WFP কর্তৃক স্কুল ফিডিং কার্যক্রম চলমান রাখার জন্য পরবর্তীতে অর্থ বিভাগকে অনুরোধ করা হবে।
০৭। সভায় Ministry Budget Framework (MBF) বিষয়ে আলোচনা করা হয়। এ বিষয়ে অর্থ বিভাগের প্রতিনিধি সভাকে অবহিত করেন যে অর্থ বিভাগে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় সভার রেকর্ড নোট অনুযায়ী অর্থবিভাগ কর্তৃক প্রদত্ত সিলিং এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রণয়নকৃত বাজেট যথাযথ হয়েছে। তাছাড়া তিনি ২০২৩৪ অর্থবছরের জন্য Ministry Budget Framework (MBF) এর English Version প্রস্তুতপূর্বক অর্থ বিভাগের প্রেরণের অনুরোধ করেন। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রতিনিধি তাদের কার্যক্রম অব্যাহত রাখার জন্য মোট ১১১ কোটি টাকা বাজেট বরাদ্দের অনুরোধ করেন। সভায় উল্লেখ করা হয় যে, অর্থ বিভাগ কর্তৃক সিলিং চূড়ান্ত হওয়ায় এ পর্যায়ে ২০২৩-২৪ অর্থবছর থেকে বরাদ্দ প্রদানের সুযোগ নেই। আগামী ২০২৪-২৫ অর্থবছরে যৌক্তিকতা সহ প্রস্তাব প্রেরণ করা হলে তা অর্থবিভাগের বিবেচনার জন্য প্রেরণ করা হবে।
০৮। বিস্তারিত আলোচনা পর সবাই নিম্ন বর্ণিত সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়:
ক) ২০২৩- ২৪ অর্থবছরের বাজেট প্রাক্কলন পরিচালন ২২৬৯৮.৪৯ কোটি + উন্নয়ন ১২০১৮.৪১ কোটি) ২০২৪-২৫ অর্থবছরে প্রক্ষেপণ পরিচালন ২৪৯৬৮.৩৪ কোটি + উন্নয়ন ১৩২২০.২৫ কোটি) 2025 26 অর্থবছরের পক্ষে ফোন পরিচালন ২৭৪৬৫. ১৭ কোটি + উন্নয়ন ১৪৫৪২.২৮ কোটি) এ প্রদত্ত বরাদ্দ বিভাজন যুগপৎ ভাবে অর্থ বিভাগ এবং পরিকল্পনা কমিশনে প্রেরণের নিমিত্ত অনুমোদন করা হয়।
খ) দপ্তর/ সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ কর্তৃক ২০২৩-২৪ অর্থবছরের বাজেট প্রাক্কলন এবং ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে পক্ষেপণে প্রদত্ত বরাদ্দ( পরিচালন ও উন্নয়ন) আগামী ২৭/০৪/২০২৩ তারিখের মধ্যে ibas++ এ খাত ভিত্তিক যথাযথ অর্থনৈতিক কোড অনুসরণ পূর্বক এন্ট্রি দিতে হবে।
গ) সরকারের রাজস্ব আহরণে গতিশীলতা আনয়নের লক্ষ্যে এ মন্ত্রণালয় এবং আওতাধীন দপ্তর/ সংস্থা প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে।
০৯। আলোচনা শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।
স্বাক্ষরিত
ফরিদ আহাম্মদ
সচিব
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
ও
সভাপতি
বাজেট ব্যবস্থাপনা কমিটি।
No comments
Your opinion here...