৪র্থ গণ বিজ্ঞপ্তি আওতায় বিভিন্ন পদে প্রাথমিকভাবে নির্বাচিত ১ম থেকে ৫ম শিক্ষক নিবন্ধন ধারী প্রার্থীগণ কর্তৃক সনদ দাখিল সংক্রান্ত NTRCA এর নির্দেশনা। (১৬/০৩/২০২৩)
৪র্থ গণ বিজ্ঞপ্তি আওতায় বিভিন্ন পদে প্রাথমিকভাবে নির্বাচিত ১ম থেকে ৫ম শিক্ষক নিবন্ধন ধারী প্রার্থীগণ কর্তৃক সনদ দাখিল সংক্রান্ত NTRCA এর নির্দেশনা। (১৬/০৩/২০২৩)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ
শিক্ষা মন্ত্রণালয়
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ(NTRCA)
রেড ক্রিসেন্ট বোরাক টাওয়ার চতুর্থ তলা
৩৭/৩ /এ, ইস্কাটন গার্ডেন রোড, রমনা ঢাকা ১০০০
www.ntrca.gov.bd
স্মারক নম্বর: ৩৭.০৫.০০০০.০১১.২৭.০০২.২২.৩৮
তারিখ: ১৬ই মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ
বিজ্ঞপ্তি
বিষয়: ৪র্থ গণ বিজ্ঞপ্তি আওতায় বিভিন্ন পদে প্রাথমিকভাবে নির্বাচিত ১ম থেকে ৫ম শিক্ষক নিবন্ধন ধারী প্রার্থীগণ কর্তৃক সনদ দাখিল।
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এনটিআরসিএ কর্তৃক গত ২১ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত চতুর্থ গণ বিজ্ঞপ্তির আওতায় প্রথম থেকে পঞ্চম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ যে সকল প্রার্থী বিভিন্ন পদে প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন তাদের নিবন্ধন পরীক্ষার সনদ এবং নিবন্ধন পরীক্ষায় আবেদনের সময় দাখিলকৃত সকল শিক্ষাগত যোগ্যতার সনদ সমূহ যাচাই করা প্রয়োজন। বর্ণিত অবস্থায় উল্লেখিত সনদের সত্যায়িত অনলিপি আবশ্যিকভাবে আগামী ৩০/৩/২০২৩ খ্রিস্টাব্দ তারিখে মধ্যে নিম্ন বর্ণিত ছক অনুযায়ী প্রয়োজনীয় তথ্য সহ সরাসরি এনটিআরসিএ এর কার্যালয়ে জমা প্রদানের জন্য অনুরোধ করা হলো।
প্রার্থীর রোল ও ব্যাচ।
নির্বাচিত পদের নাম।
প্রার্থীর নাম ও মোবাইল নম্বর।
শিক্ষাগত যোগ্যতার সকল সনদের বিবরণ।
নিবন্ধন সনদের বিবরণ।
NID বিবরণ
২। নির্ধারিত তারিখের মধ্যে শিক্ষক নিবন্ধনের সনদ সহ সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি ও ছকে চাহিদা কৃত তথ্য প্রেরণে ব্যর্থ হলে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না।
স্বাক্ষরিত
কাজী কামরুল আহছান।
পরিচালক (শিক্ষা তত্ত্ব ও শিক্ষামান) এনটিআরসিএ, ঢাকা
ফোন: ০২-৪১০৩০ ১২১
No comments
Your opinion here...