ad

সমন্বিত উপবৃত্তি কর্মসূচি আওতায় ২০২৩ সালে ভর্তিকৃত ষষ্ঠ শ্রেণি এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের ১১শ শ্রেণীর উপবৃত্তিযোগ্য শিক্ষার্থীর তথ্য HSP-MIS এইচএসসি এম আই এস এ এন্ট্রি ও প্রেরণের সময় বৃদ্ধি সংক্রান্ত প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এর নির্দেশনা। (১৬/০৩/২০২৩)

Views

 


সমন্বিত উপবৃত্তি কর্মসূচি আওতায় ২০২৩ সালে ভর্তিকৃত ষষ্ঠ শ্রেণি এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের ১১শ শ্রেণীর উপবৃত্তিযোগ্য শিক্ষার্থীর তথ্য HSP-MIS এইচএসসি এম আই এস এ এন্ট্রি ও প্রেরণের সময় বৃদ্ধি সংক্রান্ত প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট এর নির্দেশনা। (১৬/০৩/২০২৩)


উপবৃত্তি আবেদনের মেয়াদ বাড়লো ২৭ মার্চ ২০২৩ পর্যন্ত।


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট 

সমন্বিত উপবৃত্তি কর্মসূচি

 বাড়ি-৪৪, সড়ক-১২/এ, ধানমন্ডি, ঢাকা-১২০৯

www.pmeat.gov.bd 


স্মারক নং- এসই ডিপি/এইচএসপি/ মাঠ পর্যায়ে যোগাযোগ/০৪/২০১৯/১২৪/১(৫৩৪)

                                                                                      তারিখ ১৬/৩/২০২৩। 


বিষয় : সমন্বিত উপবৃত্তি কর্মসূচি আওতায় ২০২৩ সালে ভর্তিকৃত ষষ্ঠ শ্রেণি এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের ১১শ শ্রেণীর উপবৃত্তিযোগ্য শিক্ষার্থীর তথ্য HSP-MIS এইচএসসি এম আই এস এ এন্ট্রি ও প্রেরণের সময় বৃদ্ধি। 


সূত্র: এসই ডিপি/এইচএসপি/ মাঠ পর্যায়ে যোগাযোগ/০৪/২০১৯/৭০/১/(৫১৭) তারিখ ২৩/০৩.২০২৩। 


উপর যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত প্রবৃত্তি কর্মসূচি আওতায় ২০২৩ সালে ষষ্ঠ  ৯ম নবম (বিশেষ ক্ষেত্রে) এবং ২০২২ ২৩ শিক্ষাবর্ষের ১১শ শ্রেণীর শিক্ষার্থীদের তথ্য শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক HSP-MIS এ এন্ট্রি ও উপজেলায় প্রেরণের সময়সীমা ও ১৯/০৩ তারিখ পর্যন্ত নির্ধারিত ছিল। বিশেষ বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান পর্যায় থেকে  HSP-MIS এ শিক্ষার্থী তথ্য এন্ট্রি এবং উপজেলায় প্রেরণ করার সময়সীমা আগামী ২৭ ৩ ২০২২ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো। শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক HSP-MIS এ তথ্য এন্ট্রি এবং প্রেরণ অপশন ২৭ ৩ ২০২২তারিখ রাত ১২ঃ০০ টায় স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। সকল উপজেলা/ থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক  HSP-  MIS উপজেলায় প্রেরিত তথ্যাদি যাচাই বাছাই করে চূড়ান্ত অনুমোদনের জন্য  HSP/PMEAT তে প্রেরণ করার সময়সীমা ৩০- ৩ ২০২৩ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো। 

২। সংশ্লিষ্ট উপজেলা /থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তার আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে উক্ত বিষয়টি অবহিত করনসহ মনিটরিং করবেন। উল্লেখ্য যে, নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হলে সৃষ্ট যে কোন সমস্যার জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান এবং উপজেলা/ থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দায়ী থাকবেন। 


৩। শিক্ষা প্রতিষ্ঠান অথবা উপজেলা /থানার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্তৃক ব্যাবহত আইডি পাসওয়ার্ড দিয়ে HSP-MIS এ লগইন করতে না পারলে "পাসওয়ার্ড ভুলে গেছেন" এ ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান অথবা উপজেলা থানা শিক্ষা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মোবাইল নম্বরে ওটিপি প্রেরণ করার মাধ্যমে পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে হবে। সে ক্ষেত্রে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান অথবা উপজেলা/ থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার ইউজার প্রোফাইলে নাম ও মোবাইল নম্বর সহ যাবতীয় তথ্যাদি হালনাগাদ করতে হবে। এছাড়াও উপজেলা থানা মাধ্যমে শিক্ষা কর্মকর্তার মাধ্যমে mls.hsp@pmeat.gov.bd  ইমেইল আবেদন প্রেরণপূর্বক পাসওয়ার্ড সংগ্রহ করা যাবে।

৪।  হেল্প লাইন নম্বর: ০১৩১৬৬ ৫৮২০০, ০১৩১৬৬ ৫৮৫২৯ এ প্রয়োজনে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। 


স্বাক্ষরিত                 


 মোহাম্মদ আসাদুল হক

 স্কিম পরিচালক( উপসচিব)

 সমন্বিত  উপবৃত্তি কর্মসূচি 

প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট। 




No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.