ad

প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে আবশ্যিকভাবে কাবদল গঠন ও প্রশিক্ষণপ্রাপ্ত কাব শিক্ষক নিশ্চিতকরণ প্রসঙ্গে DPE এর নির্দেশনা। (১৯/০৩/২৩)।

Views

 




প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে আবশ্যিকভাবে কাবদল গঠন ও প্রশিক্ষণপ্রাপ্ত কাব শিক্ষক নিশ্চিতকরণ প্রসঙ্গে DPE এর নির্দেশনা। (১৯/০৩/২৩)।


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬ www.dpe.gov.bd

স্মারক নং: ৩৮.০১.০০০০.১৪০.৯৯.০৫৫.২০২১.(পার্ট-১)-৩০০
তারিখ: ১৯ মার্চ ২০২২


বিষয়: প্রতিটি প্রাথমিক বিদ্যালয় আবশ্যিকভাবে কাবদল গঠন ও প্রশিক্ষণপ্রাপ্ত কাব শিক্ষক নিশ্চিতকরণ। সূত্র এক: মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পত্রে স্মারক নং: ০৩.০৭৪.৩৭.০৫৩.০০.০২১.২০১৬.-৪৮, তারিখ: ১২/২/২০২৩।
২। প্রাথমিকে গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং: ৩৮.০০.০০০০.০১২.৯৯.০০১.১৮.৩৪ তারিখ: ২০/২/২০২৩ উপর্যুক্ত বিষয় ও পত্রের প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি/ নির্দেশনা মোতাবেক প্রতিটি প্রাথমিক বিদ্যালয় দুটি করে কাব/ স্কাউট দল গঠন করতে হবে। ২। বর্ণিত প্রেক্ষিতে প্রতিটি বিদ্যালয় একজন করে কাব/ স্কাউট শিক্ষক নিশ্চিত করা এবং প্রয়োজন অনুযায়ী শিক্ষকগণের কাব/ স্কাউট প্রশিক্ষণের জন্য উপজেলা স্কাউট প্রতিনিধির সাথে আলোচনাপূর্বক কাব/স্কাউট তহবিল ব্যবহার করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত

শামীম আরা বেগম
সহকারী পরিচালক (পলিসি এন্ড অপারেশন)
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।





No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.