ad

ডিপিএড কোর্স ও সিইনএড কোর্সের সমমান প্রসঙ্গে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (NAPE) এর নির্দেশনা। (০২/০৩/২০২৩)

Views

 


ডিপিএড কোর্স ও সিইনএড কোর্সের সমমান প্রসঙ্গে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (NAPE) এর নির্দেশনা। (০২/০৩/২০২৩)

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী
ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) বোর্ড ময়মনসিংহ
www.nape.gov.bd
ক্ষারক নং ৩৮.৪১৮.০০.০০.০০৪.২০১০-১৭ তারিখ: ২ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ
বিষয় ডিপিএড কোর্স ও সিইনএড কোর্সের সমমান প্রসঙ্গে।
সূত্র ঠাকুরগাঁও পিটিআইয়ের স্মারক নং পিটিআই/ঠাক/২০২৩/৩৮, তারিখ: ০১/০৩/২০২৩
উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) কোর্সটি পূর্বে প্রচলিত সার্টিফিকেট ইন এডুকেশন (সি ইনএড) কোর্সের পরিবর্তে বর্তমানে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের ইন সার্ভিস প্রশিক্ষণের রিভাইসড ও এডভান্সড একটি কোর্স। সি ইন এড কোর্স সম্পন্ন করার জন্য প্রাক-যোগ্যতা ছিল নূন্যতম এসএসসি পাস, ডিপিএড কোর্স সম্পন্ন করার জন্য প্রাক-যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস। সি ইন এড কোর্সের প্রশিক্ষণকাল ১২ মাস এবং ডিপি এড কোর্সের প্রশিক্ষণ কাল ১৮ মাস। সি ইন এড কোর্সে সর্বমোট ১০০০ নম্বরে মূল্যায়ন হতো এবং ডিপিএড কোর্সে সর্বমোট ১২০০ নম্বরের মূল্যায়ন করা হয়। ডিপিএড কো স্ত্রীকৃত ক্রেডিট আওয়ার ৯৬ প্রতি (ক্রেডিট আওয়ার ১৫ ঘন্টা)। সি ইনএড কোর্সে কোন ক্রেডিট আওয়ার ছিল না।
সার্বিকভাবে বলা যায় ডিপিএড কোর্সটি সি ইন এড কোর্সের সমমান এবং এডভান্স একটি কোর্স।
স্বাক্ষরিত
এ কে এম মনিরুল হাসান উপপরিচালক (মূল্যায়ন) ফোন : ০২৯৯৬৬-৬৫৭৯৫



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.