CRVS ব্যবস্থার আলোকে শিক্ষার্থীদের প্রোফাইল ডাটাবেজ তৈরি ও ইউনিক আইডি প্রদান সংক্রান্ত ডাটা এন্ট্রির জন্য পুনঃ নির্ধারিত সময়সীমা সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশিনা।(২৯/০৩/২০২৩)
CRVS ব্যবস্থার আলোকে শিক্ষার্থীদের প্রোফাইল ডাটাবেজ তৈরি ও ইউনিক আইডি প্রদান সংক্রান্ত ডাটা এন্ট্রির জন্য পুনঃ নির্ধারিত সময়সীমা সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশিনা।(২৯/০৩/২০২৩)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
শিক্ষা মন্ত্রণালয়
এস্টাবলিশমেন্ট অফ ইন্টিগ্রেটেড এডুকেশনাল ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (IEIMS) প্রকল্প।
বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো ( ব্যানবেইস)
১ জহির রায়হান সড়ক (পলাশী -নীলক্ষেত) ঢাকা ১২০৫
web: www.banbeis.gov.bd
email: crvs_ieims@banbeis.gov.bd
স্মারক নম্বর: ৩৭.২০.০০০০.০০৫.১৪.০৫৯.২৮(পার্ট-০১)IEIMS-২০৭০
তারিখ: ২৯ মার্চ ২০২৩
বিষয়: CRVS ব্যবস্থার আলোকে শিক্ষার্থীদের প্রোফাইল ডাটাবেজ তৈরি ও ইউনিক আইডি প্রদান সংক্রান্ত ডাটা এন্ট্রির জন্য পুনঃ নির্ধারিত সময়সীমা।
উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয়ধীন ব্যানবেইস কর্তৃক বাস্তবায়নাধীন এস্টাবলিশমেন্ট অফ ইন্টিগ্রেটেড এডুকেশনাল ইনফর্মেশন ম্যানেজমেন্ট সিস্টেম (IEIMS) প্রকল্পের আওতায় CRVS ব্যবস্থার আলোকে মাধ্যমিক পর্যায়ের (ষষ্ঠ ও দ্বাদশ শ্রেণী) শিক্ষার্থীদের শিক্ষার্থী প্রোফাইল ডেটাবেজ প্রণয়ন ও UID প্রদানের লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে হতে student profile database এ software এর মাধ্যমে data entry এর কাজ চলমান রয়েছে।
২। পুনঃ নির্ধারিত সময়ে ২০২৩ সালে ষষ্ঠ শ্রেণীতে অধ্যায়নরত সকল শিক্ষার্থী এবং সপ্তম থেকে ১২শ শ্রেণি পর্যন্ত অধ্যয়নরত অবশিষ্ট শিক্ষার্থীদের বর্তমান শ্রেণি অনুযায়ী ডাটা এন্ট্রি করতে হবে।
৩। ডাটা এন্ট্রির পুনঃনির্ধারিত সময়সীমা ২০ এপ্রিল ২০২৩।
স্বাক্ষরিত প্রফেসর মোঃ শামসুল আলম
প্রকল্প পরিচালক
ফোন: ৪১০৬০৭৪৫
pdieims@banbeis.gov.bd
No comments
Your opinion here...