ad

প্রত্যেক শিক্ষার্থীদের স্কাউট প্রশিক্ষণ প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা।(২৮/০৩/২০২৩)

Views

 

প্রত্যেক শিক্ষার্থীদের স্কাউট প্রশিক্ষণ প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা।(২৮/০৩/২০২৩)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
 শিক্ষা মন্ত্রণালয়
 মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ
 সমন্বয় শাখা 
বাংলাদেশ সচিবালয় ঢাকা
www.shed.gov.bd 

স্মারক নম্বর: ৩৭.০০.০০০০.০৬৫.৩২.০০১.১৭.৮৫

তারিখ: ২৭ মার্চ ২০২৩

বিষয়: প্রত্যেক শিক্ষার্থীদের স্কাউট প্রশিক্ষণ প্রসঙ্গে। 


সুত্র: প্রধানমন্ত্রীর কার্যালয়ের পত্র সংখ্যা: ০৩.০৭৪.৩৭.০৫৩.০০.০২১.৩০১৬.৪৮- তারিখ: ১২ ফেব্রুয়ারী ২০২৩

উপর্যুক্ত বিষয় ও সূত্রোস্থ পত্রের পরিপ্রেক্ষিতে গত ২৫ /০১ /২০২৩ তারিখে গাজীপুরের মৌচাকের জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ৩২ তম এশিয়া প্যাসিফিক এবং ১১ তম জাতীয় স্কাউট জাম্বুরী ২০২৩ এর সমাপনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক নিম্ন বর্ণিত প্রতিশ্রুতি /নির্দেশনা প্রদান করা হয়। 

ক) সরকার প্রতিটি উপজেলা ও জেলা স্কাউট ভবন ও প্রশিক্ষণ ভবন ও প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করবে।

খ) দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের দুটি করে স্কাউট দল বা রোভার গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।

গ) ছেলেদের পাশাপাশি গার্ল স্কাউট বা মাদ্রাসা সমূহে স্কাউট যেন গঠন করা হয় সে বিষয়ে কাজ করতে হবে সকলকে। 

ঘ) প্রতিটি শিক্ষার্থী যেন স্কাউট প্রশিক্ষণ পায়। 


০২। এমতাবস্থায়, গাজীপুর মৌচাকের জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ৩২ তম এশিয়া প্যাসিফিক এবং ১১ তম জাতীয় স্কাউট জাম্বুরী ২০২৩ এর সমাপনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উল্লেখিত প্রতিশ্রুতি/ নির্দেশনা সমূহ বাস্তবায়নের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। 

সংযুক্তি: বর্ণনামতে। 

স্বাক্ষরিত 

নাসরিন সুলতানা 
উপসচিব
 ফোন: ২৫৫১০১০৮৫
 email: sas_s4@moedu.gov.bd





No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.