সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ ও কনিষ্ঠ সহকারী শিক্ষকের মধ্যে বেতন সমতাকরণের প্রস্তাব প্রেরণ প্রসঙ্গে DPE এর জরুরী নির্দেশনা।(২৮/০৩/২০২৩)
সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ ও কনিষ্ঠ সহকারী শিক্ষকের মধ্যে বেতন সমতাকরণের প্রস্তাব প্রেরণ প্রসঙ্গে DPE এর জরুরী নির্দেশনা।(২৮/০৩/২০২৩)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
মিরপুর ২, ঢাকা ১২১৬
www.dpe.gov.bd
স্মারক নম্বর: ৩৮.০১.০০০০.১৫২.০২০.০১৯.২০২৩-১২২৯(১১৬৬)
তারিখ: ২৮ মার্চ ২০২৩
বিষয়: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জ্যৈষ্ঠ ও কনিষ্ঠ সহকারী শিক্ষকদের মধ্যে বেতন সমতাকরণের প্রস্তাব প্রেরণ।
উপর্যুক্ত বিষয়ের উপর দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে মাঠ পর্যায়ে কর্মরত সহকারী শিক্ষকগণের সমতাকরণ সংক্রান্ত বকেয়া বেতন ভাতাধীর বাজেট বরাদ্দ প্রস্তাবেরসাথে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় স্মারক নম্বর ৩৮.০০.০০০০.০০৮.১২.০০১.১৭.৩৮০ তারিখ ১৪/১২/২০২২ খ্রি: মূলে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংশ্লিষ্ট জৈষ্ঠ ও কনিষ্ঠ দুজন সহকারী শিক্ষকের সরকারি চাকরিতে যোগদানের তারিখ হতে জাতীয় বেতন স্কেল ২০১৫ জারির পূর্ব পর্যন্ত বেতন বিবরণীর ছক হিসাবরক্ষণ কার্যালয় হতে যাচাই পূর্বক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করতে হবে। এছাড়াও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জৈষ্ঠ ও কনিষ্ঠ সহকারী শিক্ষকদের মধ্যে বেতন সমতাকরণের বকেয়ার আবেদনের সাথে নিম্নে উল্লেখিত কাগজপত্র ও তথ্যাদি সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার/ সুপারিনটেনডেন্ট, পিটি আই এর মতামত সহ সুপারিশ প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো:
ক) বকেয়া প্রাপ্তির ক্ষেত্রে যৌক্তিকতা উল্লেখ করে সংশ্লিষ্ট শিক্ষকের আবেদন পত্র।
খ) বেতন বেতন সমতাকরণের আদেশ।
গ) কনিষ্ঠ শিক্ষকের সাথে জৈষ্ঠ শিক্ষকের বেতন বৈষম্য সৃষ্টি হওয়ার প্রেক্ষাপট চিহ্নিতকরণ। (সুনির্দিষ্টকারণ)
ঘ) চাকুরীতে যোগদান কৃত শিক্ষকের পরিচালন খাত হতে বেতন ভাতা গ্রহণ করেছেন কিনা তা স্পষ্টিকরণ; নিয়োগপত্রের সত্যায়িত কপি।
ঙ) চাকুরীতে যোগদান কৃত শিক্ষক-শিক্ষিকা পিইডিপি৪ (উন্নয়ন খাত) হতে বেতন গ্রহণ করেছেন কিনা তাই স্পষ্টিকরণ।
চ) শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা সহ সি ইন এড/বি এড উত্তীর্ণ হওয়ার তারিখ উল্লেখসহ সনদের সত্যায়িত কপি।
ছ) বিভাগীয় মামলারজনিত কারণে শাস্তি প্রদান করা হয়েছে কিনা এ বিষয়ে তথ্যাদি সংযুক্ত করণ।
জ) শিক্ষক শিক্ষিকা বিনা বেতনে অসাধারণ ছুটি ভোগ করেছেন কিনা এ সংক্রান্ত বিষয় তথ্য সংযুক্ত করুন।
ঝ) কনিষ্ঠ ও জ্যৈষ্ঠ শিক্ষক শিক্ষিকার বেতন বিবরণী (চাকুরীর শুরু থেকে)
ঞ) নির্ধারিত বিল ফর্মে প্রস্তুতকৃত বিলে সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিস থেকে নন ড্রয়্যাল প্রত্যয়ন (বিলের গায়ে)
ট) বিলের বিস্তারিত বিবরণ (মাস উল্লেখপূর্বক বছর ভিত্তিক)
ঠ) শিক্ষক-শিক্ষিকের বকেয়া দাবি সঠিক আছে এবং বকেয়ার বরাদ্দ প্রদানের জন্য সুপারিশ করা হলো মর্মে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার /সুপারিনটেনডেন্ট এর সুপারিশ।
২। এমতাবস্থায় বর্ণিত ক্রমিক ক হতে ঠ এ বর্ণিত চাহিদা সমূহ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দুটি পত্রের কপি সংযুক্ত নির্দেশনা অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জৈষ্ঠ ও কনিষ্ঠ সহকারী শিক্ষকদের বেতন সমতাকরণ সংক্রান্ত বকেয়া প্রস্তাব প্রেরণের জন্য অনুরোধ করা হলো। উপরোল্লিখিত চাহিদাসমুহের ঘাটতি পরিলক্ষিত হলে বিষয়টি নিষ্পত্তিযোগ্য নয় মর্মে বিবেচিত হবে। ইউইও/টিইও/ইউ আর সি/ টি আর সি থেকে সরাসরি প্রেরিত কোন বকেয়া বিল সংক্রান্ত কোনো প্রস্তাব গ্রহণযোগ্য নয়।
৩) বিষয়টি অতীব জরুরী।
স্বাক্ষরিত
মোঃ নুরুল ইসলাম
সহকারী পরিচালক (অর্থ. রাজস্ব)
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
No comments
Please do not enter any spam link in the comment box.