ad

হিজরী ১৪৪৪ (২০২৩) খ্রিস্টাব্দ সালের পবিত্র রমজান মাসের অফিস সময়সূচী নির্ধারণ প্রসঙ্গে সোনালী ব্যাংক এর নির্দেশনা। (১৫/০৩/২০২৩)

Views

 


হিজরী ১৪৪৪ (২০২৩) খ্রিস্টাব্দ সালের পবিত্র রমজান মাসের অফিস সময়সূচী নির্ধারণ প্রসঙ্গে সোনালী ব্যাংক এর নির্দেশনা। (১৫/০৩/২০২৩)


হিজরি ১৪৪৪ (২০২৩ খ্রিস্টাব্দ) সালের পবিত্র রমজান মাসে ব্যাংকের অফিস সময়সূচি।


বাংলাদেশ ব্যাংক
(সেন্ট্রাল ব্যাঙ্ক অফ বাংলাদেশ)
প্রধান কার্যালয়
মতিঝিল, ঢাকা -১০০০
বাংলাদেশ
www.bb.org.bd
ডিপার্টমেন্ট অফ অফসাইড সুপারভেশন



ডিওএস সার্কুলার লেটার নং ০৮ তারিখ ১৫ মার্চ ২০২৩ ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তা বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংক


হিজরী ১৪৪৪ (২০২৩) খ্রিস্টাব্দ সালের পবিত্র রমজান মাসের অফিস সময়সূচী নির্ধারণ প্রসঙ্গে।


প্রিয় মহোদয়,

হিজরী ১৪৪ ২০২৩ খ্রিস্টাব্দে সালের পবিত্র রমজান মাসে বাংলাদেশে কার্যরত সকল ব্যাংক কোম্পানির অফিস ও লেনদেনের সময়সূচি হবে নিম্নরূপ:

কার্যদিবস: রবিবার হতে বৃহস্পতিবার

অফিস সময়সূচী: সকাল ৯: ৩০ ঘটিকা হতে অপরাহ্ন ৪.০০ ঘটিকা পর্যন্ত (দুপুর ১: ১৫ ঘটিকা হতে ১:৩০ ঘটিকা পর্যন্ত জোহরের নামাজের বিরতি সহ)

লেনদেনের সময়সূচী: সকাল ৯: ৩০ ঘটিকা হতে অপরাহ্ন ২:৩০ ঘটিকা পর্যন্ত।

কার্যদিবস: শুক্রবার ও শনিবার অফিস সময়সূচী: সাপ্তাহিক ছুটি

২। জোহরের নামাজের জন্য দুপুর ১: ১৫ ঘটিকা হতে 1:30 ঘটিকা পর্যন্ত বিরতি নির্ধারণ করা হলেও রমজান-পূর্ব সময় ন্যায় নিয়মানুযায়ী অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেনের কাজ অব্যাহত থাকবে। ২। পবিত্র রমজান মাস অতিবাহিত হওয়ার পর ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচী রমজান-পূর্বাবস্থায় ফিরে আসবে।

স্বাক্ষরিত
আরিফ হোসেন খান
পরিচালক (ডিওএস)
ফোন: ৯৫৩০০৯৩

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.