ad

সোনালী ই-ওয়ালেট ও ইন্টারনেট ব্যাংকিং এ লেনদেন সীমা পুনঃনির্ধারণ করা প্রসঙ্গে সোনালী ব্যাংকের নির্দেশনা। (১৫/০৩/২০২৩)

Views

 


সোনালী ই-ওয়ালেট ও ইন্টারনেট ব্যাংকিং এ লেনদেন সীমা পুনঃনির্ধারণ করা প্রসঙ্গে সোনালী ব্যাংকের নির্দেশনা। (১৫/০৩/২০২৩)

সোনালী ই-ওয়ালেট অ্যাপ্স দিয়ে কোন চেক ছাড়াই দৈনিক পাচ লক্ষ টাকা ক্যাশ আউট করা যাবে যে কোন ব্রাঞ্চ থেকে।

এছাড়াও সোনালী ই-ওয়ালেট এর অন্যন্য সার্ভিস গুলোর লেন-দেন সীমা বৃদ্ধি করা হয়েছে।

সোনালী ব্যাংক লিমিটেড

বিজনেস ডেভেলপমেন্ট ডিভিশন

প্রধান কার্যালয়,

 ঢাকা। 

নং :প্রকা/বিডিডি/ই- ওয়ালেট /১৫০

বিষয়: সোনালী ই-ওয়ালেট ও ইন্টারনেট ব্যাংকিং এ লেনদেন সীমা পুনঃনির্ধারণ করা প্রসঙ্গে। 

মহোদয়,

উপর্যুক্ত  বিষয়ে ইনফরমেশন টেকনোলজি ডিভিশন (বিজনেস আইটি) সোনালী ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয় ঢাকা এর ২৭ ১১ ২০২২ তারিখের ২০৪৫ সংখ্যক পত্র এর সূত্র উল্লেখ্য।

২.০০ উল্লিখিত পত্রের একই ব্যাংকের এক হিসাব থেকে অন্য হিসেবে অর্থ স্থানান্তরের বিষয় সহ এতদসংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের সময় সময় জারিকৃত সার্কুলার মোতাবেক দেশে অন্যান্য ব্যাংকের নির্ধারিত লেনদেন সীমার সাথে সামঞ্জস্য রেখে  রেখে সোনালী ই-ওয়ালেট লেনদেন সীমা পুনঃনির্ধারণ করার লক্ষ্যে প্রস্তাবটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সমীপে উপস্থাপন করা হলে কর্তৃপক্ষ সোনালী ই- ওয়ালেট এবং এর লেনদেন সীমা নিম্নোক্তভাবে পুনঃ নির্ধারণ করেন, যা অবিলম্বে কার্যকর হবে। 

লেনদেন সীমা ইমেজ ফাইল থেকে দেখে নিন। 

সোনালী ব্যাংকের সম্মানিত গ্রাহকগণ চেক ছাড়াই সোনালী ব্যাংকের যে কোন শাখা থেকে ক্যাশ উত্তোলন করতে পারবেন।

যে সকল সুবিধা গ্রাহক পাবেনঃ

১. কোন চেক লাগবে না

২. কোন চার্জ নেই

৩. সোনালী ব্যাংকের যে কোন ব্রাঞ্চ থেকে টাকা উত্তোলন করতে পারবেন

৪. ২ মিনিটেই ক্যাশ হাতে

৫. সিগনেচার ভেরিফিকেশন এর ঝামেলা নেই

যা থাকা লাগবেঃ

১. সোনালী ই-ওয়ালেট অ্যাপ্স মোবাইল এ ইন্সটল থাকতে হবে।



কিভাবে টাকা উত্তোলন করবেনঃ

১. সোনালী ব্যাংকের যে কোন শাখায় QR code টানিয়ে রাখা আছে।

২. সোনালী ই-ওয়ালেট অ্যাপ্স এর মাধ্যমে আগে অ্যাড মানি ফিচার ব্যবহার ই-ওয়ালেট এ টাকা নিয়ে আসুন।

৩. এখন QR code স্ক্যান করে ক্যাশ আউট করুন।

৪. ক্যাশ সেকশনে বলুন টাকার পরিমান, মোবাইল নাম্বার।



ক্যাশ সেকশন থেকে আপনার অর্থ গ্রহন করুন।

সোনালী ই-ওয়ালেট অ্যাপ্স দিয়ে কোন চেক ছাড়াই দৈনিক পাচ লক্ষ টাকা ক্যাশ আউট করা যাবে যে কোন ব্রাঞ্চ থেকে।

এছাড়াও সোনালী ই-ওয়ালেট এর অন্যন্য সার্ভিস গুলোর লেন-দেন সীমা বৃদ্ধি করা হয়েছে।





No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.