বিপির জীবনী স্কাউট আন্দোলনের সংক্ষিপ্ত ইতিহাস
বিপির জীবনী স্কাউট আন্দোলনের সংক্ষিপ্ত ইতিহাস
প্রতিষ্ঠাতাঃ রবার্ট স্টিফেনসন স্মিথ লর্ড ব্যাডেন
পাওয়েল অব গিলওয়েল
১৮৫৭ - বিপি ২২ ফেব্রুয়ারি লন্ডন শহরে পেডিংটন নামক স্থানে জন্ম গ্রহণ করেন
১৮৬০ - তাঁর পিতা মারা যান
১৮৭৬ - সৈন্য বিভাগে ভর্তি হয়ে ভারতে আসেন
১৮৯৯ - ১৮৯৯ থেকে ১৯০০ সাল পর্যন্ত ম্যাফেকিং এর যুদ্ধে ২১৭ দিন অবরুদ্ধ থাকেন
১৯০৭ - পোলহারবারে অবস্থিত ব্রাউন্সী দীপে প্রথম স্কাউট ক্যাম্প অনুষ্ঠিত হয় ( স্কাউট আন্দোলনের সূত্রপাত )
১৯০৮ - স্কাউটিং ফর বয়েজ বই ৬টি খন্ডে প্রকাশিত হয়
১৯১০ - মেয়েদের জন্য গার্ল গাইড প্রবর্তিত হয়
১৯১২ - বৃটিশ সরকার স্কাউট আন্দোলনকে স্বীকৃতি দেয়
১৯১৪ - উলফ কাব প্রবর্তিত হয়
১৯১৬ - কাবদের জন্য লেখা বি পি'র উলফ কাব হ্যান্ডবুক প্রকাশিত হয়
১৯১৮ - রোভার স্কাউটিং প্রবর্তিত হয়
১৯১৯ - মিঃ ডব্লিউ ডি বয়েজ গিলওয়েল পার্ক স্কাউট প্রশিক্ষণের জন্য দান করেন
১৯১৯ - গিলওয়েল পার্কে প্রথম উডব্যাজ কোর্স অনুষ্ঠিত হয়
১৯২০ - ইংল্যান্ডের অলিম্পিয়াতে প্রথম বিশ্ব স্কাউট জাম্বুরী অনুষ্ঠিত হয়
১৯২০ - বিশ্ব স্কাউট সংস্থা গঠিত হয়
১৯২১ - বি পি বিশ্বের প্রধান স্কাউট হিসেবে ভারতে আসেন
১৯২২ - রোভার স্কাউটদের জন্য বি পি'র লেখা রোভারিং টু সাকসেস প্রকাশিত হয়
১৯২৪ - ডেনমার্কে দ্বিতীয় বিশ্ব স্কাউট জাম্বুরী অনুষ্ঠিত হয়
১৯২৬ - প্রতিবন্ধীদের জন্য স্কাউটিং শুরু হয়
১৯২৮ - স্কাউট গ্রুপ প্রবর্তিত হয়
১৯২৯ - ইংল্যান্ডের বার্কেন হেড এ্যারো পার্কে তৃতীয় বিশ্ব স্কাউট জাম্বুরী অনুষ্ঠিত হয়
১৯৩১ - সুইজারল্যান্ডে প্রথম বিশ্ব রোভার মুট অনুষ্ঠিত হয়
১৯৩৭ - নয়া দিল্লিতে সর্বভারতীয় স্কাউট জাম্বুরী অনুষ্ঠিত হয়
১৯৪১ - বিপি ৮ জানুয়ারি প্রায় ৮৪ বছর বয়সে কেনিয়ায় মারা যান
১৯৪৬ - সিনিয়র স্কাউট প্রবর্তিত হয়।
১৯৪৮ - ২২ মে পূর্ব পাকিস্তান স্কাউট সমিতি গঠিত হয়। সদর দফতর ছিল ৬৭/ক, পুরানো পল্টন, ঢাকা।
১৯৫৩ - সুইজারল্যান্ডের ক্যান্ডার এস্টেটে পঞ্চম বিশ্ব রোভার মুট অনুষ্ঠিত হয়।
১৯৫৫ - ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত ১০ই মে বিশ্ব স্কাউট জাম্বুরীতে আমাদের দেশের স্কাউটরা যোগদান করে।
১৯৫৭ - যুক্তরাজ্যের বার্মিংহাম নামক স্থানে ৬ষ্ঠ বিশ্ব রোভার মুট অনুষ্ঠিত হয়।
১৯৬১ - অস্ট্রেলিয়ার মেলবোর্নের ডিবেটাস্থ ক্লিপোর্ট পার্কে সপ্তম বিশ্ব রোভার মুট অনুষ্ঠিত হয়।
১৯৬৩ - গ্রীসের ম্যারাথনে অনুষ্ঠিত একাদশ বিশ্ব স্কাউট জাম্বুরীতে ২০ জন বাঙালী স্কাউট যোগদান করে।
১৯৭২ - ০৯ এপ্রিল বাংলাদেশ বয় স্কাউট সমিতি গঠিত হয়।
১৯৭৪ - ২৮ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ যশোরের পুলেরহাটে প্রথম বাংলাদেশ স্কাউট সমাবেশ অনুষ্ঠিত হয়।
১৯৭৪ - ১ জুন বিশ্ব স্কাউট সংস্থা বাংলাদেশ স্কাউটস এসোসিয়েশনকে ১০৫ তম জাতীয় সদস্য সংস্থা হিসেবে স্বীকৃতি প্রদান করে।
১৯৭৫ - ৫থেকে ৮ এপ্রিল কুমিল্লার শালবন বিহারে তৃতীয় বাংলাদেশ আঞ্চলিক রোভার মুট অনুষ্ঠিত হয়।
১৯৭৭ - ৩ থেকে ৭ ফেব্রুয়ারি রংপুর জিলা স্কুল ময়দানে দ্বিতীয় জাতীয় স্কাউট সমাবেশ অনুষ্ঠিত হয়।
১৯৭৭ - ২৭ থেকে ৩০ ডিসেম্বর ঢাকাস্থ খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রথম জাতীয় কাব ক্যাম্পুরী অনুষ্ঠিত হয়।
১৯৭৮ - ১৪ থেকে ১৮ জানুয়ারি গাজীপুর জেলাস্থ মৌচাকে প্রথম জাতীয় রোভার মুট অনুষ্ঠিত হয়।
১৯৭৮ - ২১ থেকে ২৯ জানুয়ারি মৌচাকে প্রথম জাতীয় স্কাউট জাম্বুরী অনুষ্ঠিত হয়।
১৯৭৮ - ২২ থেকে ২৭ অক্টোবর গাজীপুর জেলাস্থ বাহাদুরপুরে দ্বিতীয় জাতীয় রোভার মুট অনুষ্ঠিত হয়।
১৯৮০ থেকে ১৯৮১ - ৩০ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি মৌচাকে দ্বিতীয় বাংলাদেশ জাতীয় স্কাউট জাম্বুরী অনুষ্ঠিত হয়।
১৯৮১ - ৯ থেকে ১৩ এপ্রিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সপ্তম আঞ্চালিক রোভার মুট অনুষ্ঠিত হয়।
১৯৮৮ - মৌচাকে দ্বিতীয় জাতীয় কাব ক্যাম্পুরী অনুষ্ঠিত হয়।
১৯৮৯ থেকে ১৯৯০ - ২৭ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি মৌচাকে চতুর্থ বাংলাদেশ জাতীয় স্কাউট জাম্বুরী অনুষ্ঠিত হয়।
১৯৯০ - ২৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে দ্বাদশ আঞ্চলিক রোভার মুট অনুষ্ঠিত হয়।
১৯৯২ - প্রথম বাংলাদেশ কমডেকা বাহাদুরপুর রোভার পল্লী, গাজীপুরে অনুষ্ঠিত হয়।
১৯৯৪ - ৫ থেকে ১২ জানুয়ারি মৌচাকে পঞ্চম বাংলাদেশ জাতীয়/১৪'শ এপি স্কাউট জাম্বুরী অনুষ্ঠিত হয়।
১৯৯৪ - বাংলাদেশে গার্ল-ইন-স্কাউটিং প্রবর্তিত হয়।
১৯৯৫ - ১৮ থেকে ২২ ডিসেম্বর বরগুনা জেলার তা-মা-তু এলাকায় দ্বিতীয় এশিয়া প্যাসিফিক সমাজ উন্নয়ন ক্যাম্প ( কমডেকা ) অনুষ্ঠিত হয়।
১৯৯৭ - ২৪ থেকে ৩০ অক্টোবর সিলেটের লাক্কাতুরা গলফ ক্লাব অ্যারিনায় ৯ম এশিয়া প্যাসিফিক/৭ম বাংলাদেশ রোভার মুট অনুষ্ঠিত হয়।
২০০১ থেকে ২০০২ - ২৮ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি সিরাজগঞ্জের যমুনা নদীর তীরবর্তী হুন্দাই বাঁধ এলাকায় তৃতীয় জাতীয় কমডেকা ও অষ্টম জাতীয় রোভার মুট অনুষ্ঠিত হয়।
২০০৪ - ৫ থেকে ১২ জানুয়ারি মৌচাকে সপ্তম বাংলাদেশ ও চতুর্থ সার্ক জাম্বুরী অনুষ্ঠিত হয়।
২০০৪ - ৬ থেকে ১০ অক্টোবর মৌচাকে প্রথম জাতীয় সৃজনী ক্যাম্প অনুষ্ঠিত হয়।
২০০৫ - ২১ থেকে ২৫ মে মৌচাকে দ্বিতীয় সৃজনী ক্যাম্প অনুষ্ঠিত হয়।
২০০৭ - ০৭ থেকে ১৪ ডিসেম্বর কক্সবাজারের এপি রিজিয়নের ইন্টারন্যাশনাল সেন্টেনারী কমডেকা অনুষ্ঠিত হয়।
২০০৭ - ২৮ জুন থেকে ২ জুলাই স্কাউটের শতবর্ষ পুর্তি উপলক্ষে জাতীয় সমাবেশ মৌচাকে অনুষ্ঠিত হয়।
২০০৭ - ২৮ জুলাই থেকে ২ আগস্ট স্কাউটসের শতবর্ষ প্রথম জাম্বুরী অন দ্যা ট্রেন ( চট্টগ্রাম - দিনাজপুর ) অনুষ্ঠিত হয়।
২০০৮ - ১২ থেকে ১৮ অক্টোবর মৌচাকে ষষ্ঠ সাফ ফ্রেন্ডশীপ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
২০১০ - ২৭ জুলাই থেকে ৭ আগস্ট কেনিয়ায় ত্রয়োদশ বিশ্ব রোভার মুট অনুষ্ঠিত হয়।
২০১১ - ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি মৌচাকে সপ্তম জাতীয় কাব ক্যাম্পুরী অনুষ্ঠিত হয়।
২০১২ - ২৪ থেকে ২৯ নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশে প্রথম ২৪তম এশিয়া প্যাসিফিক রিজিওনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়।
২০১৩ - ২৯ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত পঞ্চগড় জেলাধীন দেবীগঞ্জ উপজেলার "ময়নামতির চরে" দশম জাতীয় রোভার মুট ও পঞ্চম জাতীয় কমডেকা অনুষ্ঠিত হয়।
২০১৪ - ৯ম বাংলাদেশ ও ১ম সানসো স্কাউট জাম্বুরী, জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মোচাক, গাজীপুরে অনুষ্ঠিত হয়।
২০১৫ - ৮ম জাতীয় কাব ক্যাম্পুরী, জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, মৌচাক, গাজীপুরে অনুষ্ঠিত হয়।
২০১৭ - ২৫ থেকে ৩১ জানুয়ারি ২০১৭ পর্যন্ত ১১'শ জাতীয় রোভার মুট, টুঙ্গীপাড়া, গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়।
২০১৮ - ৩১ মার্চ থেকে ৫ এপ্রিল ২০১৮ পর্যন্ত ৬ষ্ঠ জাতীয় কমডেকা, চাঁদপুরের হাইমচরে অনুষ্ঠিত হয়।
২০১৯ - ০৮ থেকে ১৪ মার্চ ২০১৯, ১০ম জাতীয় জাম্বুরী ও ৩য় সানসো স্কাউট জাম্বুরী, মৌচাক গাজীপুরে অনুষ্ঠিত হয়।
২০২০ - ১৯ থেকে ২৮ জানুয়ারি, ২০২০ জাতীয় কাব ক্যাম্পুরী, মৌচাক গাজীপুরে অনুষ্ঠিত হয়।
২০২২ - ৩২তম এশিয়া প্যাসিফিক রিজিওনাল স্কাউট জাম্বুরী আগামী ১১ থেকে ১৯ ডিসেম্বর ২০২২ খ্রিঃ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব ইন্ডাস্ট্রিয়াল সিটি মিরসরাই চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।
আপনার সন্তান কেনো স্কাউট হবে ?
১) স্কাউটিং নিয়মানুবর্তী, সময়ানুবর্তী ও দেশপ্রেমিক হতে সাহায্য করে।
২) স্কাউটিং চরিত্র গঠনে সহায়ক।
৩) স্কাউটিং শরীর সুস্থ ও সবল রাখতে সাহায্য করে।
৪) স্কাউটিং সৎ ও সত্যবাদী হওয়ার শিক্ষা দেয়।
৫) স্কাউটিং ছেলে - মেয়েকে চৌকষ করে গড়ে তোলে।
৬) স্কাউটিং ছেলে - মেয়েদের নেতৃত্ব দিতে শেখায়।
৭) স্কাউটিং ছেলে - মেয়েদের নেতৃত্ব মেনে নিতে শেখায়।
৮) স্কাউটিং বিশ্বভ্রাতৃত্ব ও বন্ধুত্বের সুযোগ সৃষ্টির মাধ্যমে উদারতা শিক্ষা দেয়।
৯) স্কাউটিং ছেলে - মেয়েকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলে।
১০) স্কাউটিং আত্ম প্রত্যয়ী হওয়ার শিক্ষা দেয়।
১১) স্কাউটিং ছেলে - মেয়েকে কর্মঠ করে হড়ে তোলে।
১২) স্কাউটিং শ্রমের মর্যাদা শেখায়।
১৩) স্কাউটিং সমাজ সচেতন হতে শেখায়।
১৪) স্কাউটিং ছেলে - মেয়েকে পরোপকারী ও জনসেবায় উদ্ধুদ্ধ করে।
১৫) স্কাউটিং ছেলে - মেয়েকে অবসর সময়ে গঠনমূলক কাজে যোগ দিয়ে মূল্যবোধের অবক্ষয় রোধে সাহায্য করে।
কাব স্কাউট প্রতিজ্ঞা
আমি প্রতিজ্ঞা করছি যে,
আল্লাহ ও আমার দেশের প্রতি কর্তব্য পালন করতে
প্রতিদিন কারো না কারো উপকার করতে
কাব স্কাউট আইন মেনে চলতে
আমি আমার যথাসাধ্য চেষ্টা করব।
(নিজ নিজ ধর্মীয় বিশ্বাস অনুসারে সৃষ্টিকর্তার নাম উচ্চারণ করা যাবে)
স্কাউট প্রতিজ্ঞা
আমি আমার আত্মমর্যাদার উপর নির্ভর করে প্রতিজ্ঞা করছি যে,
আল্লাহ ও আমার দেশের প্রতি কর্তব্য পালন করতে
সর্বদা অপরকে সাহায্য করতে
স্কাউট আইন মেনে চলতে
আমি আমার যথাসাধ্য চেষ্টা করব।
(নিজ নিজ ধর্মীয় বিশ্বাস অনুসারে সৃষ্টিকর্তার নাম উচ্চারণ করা যাবে)
কাব আইনঃ ২টি -
১) বড়দের কথা মেনে চলা
২) নিজেদের খেয়ালে কিছু না করা
স্কাউট আইনঃ ৭টি -
১) স্কাউট আত্মমর্যাদায় বিশ্বাসী
২) স্কাউট সকলের বন্ধু
৩) স্কাউট বিনয়ী ও অনুগত
৪) স্কাউট জীবের প্রতি সদয়
৫) স্কাউট সদা প্রফুল্ল
৬) স্কাউট মিতব্যয়ী
৭) স্কাউট চিন্তা, কথা ও কাজে নির্মল
(মনে রাখার সুবিধার্থে, ছড়া আকারে বলা হয় - বিশ্বাসী বন্ধু বিনয়ী সদয় প্রফুল্ল নিতব্যয়ী নির্মল রয়)
কাব মটোঃ
" যথা সাধ্য চেষ্টা করা "
স্কাউট মটোঃ
" সদা প্রস্তুত "
রোভার স্কাউট মটোঃ
" সেবা "
স্কাউট আন্দোলনের জনক বিপির বংশ পরিচয়।
স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অফ গিলওয়েল।
Robert Stephenson Smith Lord Baden Powell of Gilwell
কোমলমতি ভালো করে তার নামের দুটো আধ্যাক্ষর নিয়ে ডাকতো "বিপি" বলে সে থেকে তিনি সারা বিশ্বে স্কাউটদের কাছে "বিপি" নামে পরিচিত।
তার জন্ম হয়েছিল ১৮৫৭ সালের ২২ ফেব্রুয়ারি ৬ নং স্ট্যান্ডহোপ স্ট্রিট পেডিংটন লন্ডন নগরীতে (লন্ডনের হাইড পার্কের পাশের একটি বাড়িতে।
তার পিতার নাম রেফারেন্ড এইচ জি ব্যাডেন পাওয়েল। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জ্যামিতি ও পদার্থ বিজ্ঞানের একজন অধ্যাপক ও বিজ্ঞানী। তার মাতার নাম হেনরিয়েটা গ্রেসা। মাছের ব্রিটিশ নৌবাহিনীর অ্যাডমিরাল উইলিয়াম হেনরি স্মিথির কন্যা। তারা ছিলেন সাত ভাই-বোন (পাঁচ ভাই ও দুই বোন) বিপি সাত ভাই বোনের মধ্যে পঞ্চম ছিলেন। মাত্র তিন বছর বয়সের সময় ১৮৬০ সালে তার পিতা মারা যান।
বি পি'র বাল্যকালঃ
- * বি পি লন্ডন নগরীর চার্টার হাউস স্কুলে ১৮৭০ সালে ভর্তি হন।
* উক্ত স্কুলে শুধুমাত্র বনেদী পরিবারের ছেলেমেয়েরা পড়া-লেখার সুযোগ পেত।
* ছাত্র হিসেবে তিনি মধ্যম মানের ছিলেন।
* উল্লেখ্য যে, ১৮৭২ সালে চার্টার হাউস স্কুলটি গোড়ালমিং নামক স্থানে স্থানান্তর হয়।
*এখানে তিনি স্কুলের পিছনে ঘন ও সবুজ বনানীতে তার কৌতুহল মিটানোর জন্য প্রায়ই সকলের আগোচরে প্রবেশ করতেন এবং পশু, পাখি পর্যবেক্ষণ করে প্রকৃতির সাথে তার এক নিবিড় সম্পর্ক গড়ে তোলেন।
বি পি'র বিবাহিত জীবনঃ
# বি পি'র স্ত্রীর নাম ওলাভ সোয়েমস। ২৯ অক্টোবর ১৯১২ সালে তারা পরিণয় সূত্রে আবদ্ধ হন।
# তাদের এক ছেলে "পিটার" ও দুই মেয়ে "হিতার ও বেটী"
বি পি'র শেষ জীবনঃ
# শেষ জীবনে তিনি কেনিয়ার নিয়েমী নামক স্থানে বাস করতেন। এখানে নিজ বাড়ীতেই ১৯৪১ সালের ৮ জানুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পাক-ভারত ও বাংলাদেশে স্কাউটিং -
# ভারতে বসবাসরত ইংরেজ বালকদের জন্য ১৯১০ সালে প্রথমে কলকাতা, মাদ্রাজ ও জব্বলপুরে স্কাউটিং প্রবর্তিত হয়।
# ভারতবাসীদের উদ্যোগ এবং বিপি'র অনুরোধের প্রেক্ষিতে বৃটিশ সরকার ১৯১৯ সালে ভারতবাসীদের স্কাউটিং করার সুযোগ দেয়।
# ১৯৪৭ সালে ভারতবর্ষ ভারত ও পাকিস্তান নামে দু'টি পৃথক রাষ্ট্র হিসেবে গঠিত হয়। বর্তমানের বাংলাদেশ পাকিস্তানের "পূর্ব পাকিস্তান" প্রদেশ ছিল।
# ১৯৪৭ সালে ০১ ডিসেম্বর করাচীতে পাকিস্তান বয় স্কাউট এসোসিয়েশন গঠিত হয়।
# ১৯৪৮ সালের ২২ মে ঢাকায় ইস্ট বেঙ্গল এসোসিয়েশন গঠিত হয়।
# স্বাধীনতা উত্তরকালে ১৯৭২ সালে ৮ ও ৯ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত এক সভায় মিলিত হয়ে "বাংলাদেশ স্কাউট সমিতি" গঠন করা হয়। ঐ বছর সেপ্টম্বরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির ১১১নং অর্ডিনেন্স বলে "বাংলাদেশ স্কাউট সমিতি" সরকারি স্বীকৃতি লাভ করে।
# ১৯৭৪ সালের ১জুন বিশ্ব স্কাউট সংস্থা বাংলাদেশ স্কাউটস সমিতিকে ১০৫তম সদস্য সংস্থা হিসেবে স্বীকৃতি প্রদান করে।
# পরবর্তীতে ১৯৪৮ সালে এর নাম পরিবর্তন করে রাখা হয় "বাংলাদেশ স্কাউটস"।
বি পি'র সৈনিক জীবনঃ
# বি পি'র ভাইয়েরা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করতেন।
# তাকেও অক্সফোর্ড পাঠানোর চেষ্টা করা হয়, কিন্তু তিনি সবার চিন্তার অবসান ঘটিয়ে ১৮৭৬ সনে সেনাবাহিনীতে ভর্তি হন।
# তিনি ১৩তম হুসার্স সেনাদলে কমিশন পদে "সাব - লেফটেন্যান্ট" হিসেবে সরাসরি যোগদান করেন এবং ১৮৭৬ সালে ৩০ অক্টোবর প্রথম বারের মত ভারতের মাটিতে পা রাখেন।
# তাঁর তীক্ষ্ম বুদ্ধি ও সামরিক দক্ষতার স্বীকৃতি হিসেবে মাত্র ২৬ বছর বয়সে তিনি ক্যাপ্টেন পদ লাভ করেন।
# পরবর্তীতে বিভিন্ন পর্যায় পেরিয়ে মাত্র ৪৩ বছর বয়সে বি পি-ই হলেন ব্রিটিশ সেনাবাহিনীর সর্বকনিষ্ঠ মেজর জেনারেল।
# বি পি সৈনিক জীবনে বিভিন্ন সময়ে একাধিকবার দক্ষিণ আফ্রিকায় বুয়রদের সাথে ব্রিটিশদের যুদ্ধে নেতৃত্ব দেন ও সফলতা লাভ করেন।
# তিনি ১৯০০ সালে ম্যাফেকিং এর যুদ্ধে অবরুদ্ধ থাকার পর জয়লাভ করেন।
# ১৯০৭ সালে বি পি ইন্সপেক্টর জেনারেল পদ ( অশ্বারোহী সৈন্য দলের সর্বোচ্চ পদ ) থেকে চাকুরী জীবনের সমাপ্তি টানেন।
# এই সময় থেকে তিনি বয় স্কাউটসের গোড়াপত্তনের কাজে বিশেষ মনোযোগী হন।
# সে লক্ষ্যে ১৯০৭ সালে পোল হারবারে অবস্থিত ব্রাউন্সি দ্বীপে পরীক্ষামূলক প্রথম ক্যাম্পের আয়োজন করেন।
# এই ক্যাম্পে ২০ জন স্কাউট বয়সী বালক অংশগ্রহণ করে। এই ক্যাম্পই বিশ্বের প্রথম স্কাউট ক্যাম্প বলে পরিচিত।
# ১৯০৮ সালে বালকদের চাহিদার কথা মনে রেখে তিনি "স্কাউটিং ফর বয়েজ " নামে তাদের উপযোগী একটি বই প্রকাশ করেন। বইটি ছয় খন্ডে প্রকাশিত হয়।
No comments
Your opinion here...