নিজস্ব ব্যবস্থাপনায় HSP-MIS এ শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করন এবং Password গোপনীয়তার সাথে সংরক্ষণ সংক্রান্ত মাননীয় প্রধানমন্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের নির্দেশনা। (১৫/০৩/২০২৩)
নিজস্ব ব্যবস্থাপনায় HSP-MIS এ শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করন এবং Password গোপনীয়তার সাথে সংরক্ষণ সংক্রান্ত মাননীয় প্রধানমন্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের নির্দেশনা। (১৫/০৩/২০২৩)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট
সমন্বিত উপবৃত্তি কর্মসূচি
বাড়ি -৪৪, সড়ক ১২/এ, ধানমণ্ডি, ঢাকা- ১২১৯
www.pmeat.gov.bd
স্মারক নং এইচ এস পি/ মাঠ পর্যায়ে যোগাযোগ/০৪/২০২০/১১৪/১/ (৫৩০)
তারিখ: ১৫/৩/২০২৩
বিষয়ঃ নিজস্ব ব্যবস্থাপনায় HSP-MIS এ শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করন এবং Password গোপনীয়তার সাথে সংরক্ষণ।
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এর আওতায় বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচি আওতায় ২০২৩ সালের ষষ্ঠ শ্রেণীর, নবম শ্রেণীর বিশেষ ক্ষেত্রে এবং ২০২২ ২৩ শিক্ষাবর্ষের ১শ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের তথ্য HSP-MIS এ এন্ট্রি করার প্রক্রিয়াটি স্বল্প সময়ের মধ্যে সুষ্ঠু ও নির্বিঘ্ন করার জন্য সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নিজস্ব ব্যবস্থাপনায় এন্ট্রিসহ উপবৃত্তি সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করবেন। কোনক্রমেই অন্য কোন সূত্র বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের তথ্য এন্ট্রি সহ উপবৃত্তি সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করা যাবে না। শিক্ষা প্রতিষ্ঠানের আইসিটি শিক্ষক অথবা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক মনোনীত একজন শিক্ষকের তত্ত্বাবধানে এন্ট্রি সহ উপবৃত্তি সংক্রান্ত সকল কার্যক্রম নির্ধারিত সময়ে HSP-MIS এ সম্পন্ন করতে হবে।
২। হশপ-মীশ আর্থিক সফটওয়্যার হওয়ায় MIS এর Password সর্বোচ্চ গোপনীয়তার সাথে সংরক্ষণ করতে হবে। কোনক্রমেই MIS এমআইএস এর-Password পাসওয়ার্ড দায়িত্ব প্রাপ্ত শিক্ষক ছাড়া অন্য কারো নিকট হস্তান্ত করা যাবে না।
৩। MIS এর Password পুনরুদ্ধার করার জন্য সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ইউজার প্রোফাইলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের নাম ও মোবাইল নম্বর সহ যাবতীয় তথ্যাবলী সঠিকভাবে হালনাগাদ/ আপডেট করতে হবে। অন্যথায় OTP এর মাধ্যমে Password পাসওয়ার্ড পুনরুদ্ধার করা যাবেনা।
স্বাক্ষরিত
মোহাম্মদ আসাদুল হক
স্কিম পরিচালক (উপসচিব)
সমন্বিত উপবৃত্তি কর্মসূচি
প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট।
No comments
Your opinion here...