জেনে নিন জাতীয় বেতন স্কেল ২০১৫ ধাপ অনুযায়ী প্রাপ্য মূল বেতন বিবরণী
Views
জেনে নিন জাতীয় বেতন স্কেল ২০১৫ ধাপ অনুযায়ী প্রাপ্য মূল বেতন বিবরণী
(বাংলাদেশ গ্যাজেটের অতিরিক্ত সংখ্যায় ১৫ ডিসেম্বর ২০১৫ তারিখে প্রকাশিত)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অর্থ মন্ত্রণালয়
অর্থ বিভাগ
বাস্তবায়ন অনু বিভাগ
আদেশ
তারিখ: ০১ পৌষ ১৪২২ বঙ্গাব্দ/ ১৫ ডিসেম্বর 2015 খ্রিস্টাব্দ।
এসআরও নং ৩৬৯-আইন /২০১৫ Services (Reorganization and conditions) Act, 1975 (Act No. XXXII of 1975) এর section 5 এ প্রদত্ত ক্ষমতা বলে সরকার নিম্নরুপ আদেশ জারি করিল যথা:
১। শিরোনাম প্রবর্তন ও প্রয়োগ। -১ এই আদেশ চাকরি বেতন ও ভাতা দিয়ে আদেশ ২০১৫ নামে অভিহিত হইবে।
২) এই আদেশ উপ অনুচ্ছেদ (৩) এর বিধান সাপেক্ষে, ১ জুলাই 2015 তারিখ হইতে কার্যকর হইয়াছে বলিয়া গণ্য হবে।
৩) নিম্ন বর্ণিত শর্তসাপেক্ষে, ১ জুলাই ২০১৫ তারিখে এই আদেশের অনুচ্ছেদ ৩ এ উল্লেখিত জাতীয় বেতন স্কেল ২০১৫ কার্যকর হইবে, যথা:
ক) অনুচ্ছেদ ৫ এর বিধান অনুযায়ী ১ জুলাই ২০১৫ তারিখে বেতন নির্ধারণ হইবে এবং এই রূপ নির্ধারিত বেতন ১ জুলাই ২০১৫ তারিখ হইতে প্রদান করা হইবে;
খ) কর্মচারীগণ ১ জুলাই ২০১৫ তারিখ হইতে এই আদেশ জারির তারিখ পর্যন্ত সময়ের বেতন বকেয়া হিসেবে প্রাপ্য হইবেন;
গ) এই আদেশের অধীন প্রদেয় অন্যান্য সকল ভাতা ৩০ জুন ২০১৫ তারিখে প্রাপ্য অংকে ৩০ জুন ২০১৬ তারিখ পর্যন্ত প্রদান করা হইবে;
ঘ) জাতীয় বেতন স্কেল ২০১৫ কার্যকর হইবার তারিখ হইতে মহার্ঘ ভাতা বিলুপ্ত হইয়াছে বলিয়া গণ্য হইবে এবং ১ জুলাই 2015 তারিখ হইতে ইতোমধ্যে আহরিত মহার্ঘ্য ভাতা দফা (খ) এর অধীন প্রাপ্য বকেয়ার শহীদ সমন্বয় করিতে হইবে;
ঙ) দফা (ঘ) তে ভিন্নতর যা কিছুই থাকুক না কেন, এক জুলাই ২০১৫ তারিখ হইতে যে সকল কর্মচারী অবসরোত্তর পিআরএল ছুটিতে আছেন তারা অবসরোত্তর ছুটিতে থাকিবার সময় 30 জুন ২০১৫ তারিখে আহরিত মহার্ঘ ভাতা পাইতে থাকিবেন।
No comments
Your opinion here...