ad

প্রতারক চক্র থেকে সতর্কতা অবলম্বন প্রসঙ্গে DPE এর নির্দেশনা। (২৬/০২/২৩)।

Views

 



প্রতারক চক্র থেকে সতর্কতা অবলম্বন প্রসঙ্গে DPE এর নির্দেশনা। (২৬/০২/২৩)।

Instructions to DPE regarding taking precautions from fraudsters. (26/02/23).


উপর্যুক্ত বিষয় ও সূত্রে প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে এক/একাধিক প্রতারক চক্র পরিচালক (প্রশাসন) উপ-পরিচালক (প্রশাসন) ও সহকারী পরিচালক (প্রশাসন) এর নাম ও পদবী ব্যবহার করে বদলি/ পদায়নের নিমিত্ত বিভিন্ন মোবাইল নম্বর থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীগণের নিকট অর্থ দাবী করছে এবং কিছু কিছু ক্ষেত্রে অর্থনৈতিক চাপ/ তদবির করছে। ইতোপূর্বে বিষয়টি সম্পর্কে সচেতন থাকার জন্য সুত্রোক্ত পত্রসমূহ প্রদান করা হয়েছিল। বিভিন্ন কর্মকর্তার নাম ও পদবী ব্যবহার করে মোবাইল নম্বর ০১৯৭৩৫১১৮৫৬, ০১৭৮৭০৪১৬৮৬, ০১৭৫৮৮৩৮১৩৭, ০১৭৫৬৬৭১০৭৩, ও ০১৭৮৭০৪১৬৮১ বিকাশ নম্বর ০১৭৫৮৮৩৭৮৮২ কিংবা অন্য কোন ফোনের মাধ্যমে বদলি প্রদানের জন্য অর্থ দাবি করছে। ২। এমতাবস্থায়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কোন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম ও পদবী ব্যবহার করে কোন ধরনের অর্থনৈতিক তদবির বা দাবি করা হলে বিষয়টি যাচাই করে আইনানুগ কার্যক্রম গ্রহণ করা সহ সংশ্লিষ্ট সকলকে অসাধু/প্রতারক চক্র হতে সতর্ক/সাবধান থাকার জন্য পুনরায় নির্দেশক্রমে অনুরোধ করা হলো। স্বাক্ষরিত মো: আব্দুল আলিম সহকারী পরিচালক (প্রশাসন ১) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।





No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.