মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা ও কর্মচারীগণকে সকাল ৯:০০ টা হতে ৯:৪০ পর্যন্ত নিজ নিজ অফিসে অবস্থান সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের পত্র (১৪/২/২৩) Cabinet Division's Letter to All Field Level Officers and Employees Regarding Position in Their respective Offices from 9:00 am to 9:40 am (14/2/23)
মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা ও কর্মচারীগণকে সকাল ৯:০০ টা হতে ৯:৪০ পর্যন্ত নিজ নিজ অফিসে অবস্থান সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের পত্র (১৪/২/২৩) Cabinet Division's Letter to All Field Level Officers and Employees Regarding Position in Their respective Offices from 9:00 am to 9:40 am (14/2/23)
উপর্যুক্ত বিষয় পরিপ্রেক্ষিতে সুত্রোস্থ এক ও দুই নম্বর স্মারকের মাধ্যমে মাঠ পর্যায়ে কর্মকর্তা/কর্মচারীগণকে সকাল ৯ টা থেকে ৯:৪০ পর্যন্ত জরুরি পরিস্থিতি ব্যতিরেকে অফিস কক্ষে অবস্থানের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছিল। মন্ত্রীপরিষদ বিভাগ হতে মাঠ পর্যায়ে দপ্তরসমুহের কার্যক্রম নিয়মিত তদারকি করা হয়। মাঠ পর্যায় কর্মকর্তাদের সাথে যোগাযোগ ক্ষেত্রে অনেক কর্মকর্তাকে সম্প্রতি যথাসময়ে অফিস কক্ষে উপস্থিত পাওয়া যাচ্ছে না। ফলে জনসাধারণ অন্যান্য সংস্থার কর্মকর্তা/কর্মচারীদের প্রয়োজনীয় সংযোগ স্থাপন অসম্ভব হয়ে পড়ে। এতে সাধারণ নাগরিকগণ যেমন ক্ষতি তেমনি সরকারি কাজের গতি শ্লথ হয়।
এমতাবস্থায়, সেবাগ্রহণকারী নাগরিকদের সুবিধা এবং সরকারি কর্মকান্ডে গতিশীলতা ও সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে মাঠ পর্যায়ে কর্মকর্তা-কর্মচারীগণ জনস্বার্থে আবশ্যিকভাবে সকাল ৯ ঘটিকায় অফিসে এসে অত্যাবশকীয়ভাবে ৯:৪০ পর্যন্ত অফিসে অবস্থান করে অফিসের কার্যক্রম পরিচালনা করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
স্বাক্ষরিত
এ এদ এম ফেরদৌস
উপসচিব (অতিরিক্ত দায়িত্ব)
মন্ত্রিপরিষদ বিভাগ।
No comments
Your opinion here...