উপবৃত্তি আপডেট। (১৬/০২/২০২৩)
Views
PEPS MIS Software বিদ্যালয়ের ইউজারসমূহের জন্য খোলা থাকবে ১৫/০২/২৩ থেকে ২০/০২/২৩ তারিখ পর্যন্ত।
উক্ত সময়ের মধ্যে শুধুমাত্র শ্রেণি হালনাগাদের পেন্ডিং কার্যক্রম (শ্রেণি হালনাগাদ, যাচাই-বাছাই ও অনুমোদনের কাজ) করা যাবে।
উক্ত সময়ের মধ্যে শ্রেণি হালনাগাদের নিমিত্ত ট্রান্সফারকরণ ও ট্রান্সফার গ্রহণ কার্যক্রম সম্পন্ন করে হালনাগাদ, যাচাই-বাছাই ও অনুমোদন সম্পন্ন করা যাবে।
শুধুমাত্র ২০২১ সালের শিক্ষার্থী যাদের পূর্বে হালনাগাদ করা হয়নি তাদের হালনাগাদ করতে হবে। ২০২২ সালের যারা নতুন ভর্তি (প্রাক-প্রাথমিক থেকে ৫ম শ্রেণি) তাদের শ্রেণি হালনাগাদের দরকার নেই।
জানুয়ারি-জুন/২০২২ সময়ে যে সকল শিক্ষার্থীর শ্রেণি হালনাগাদের সময় ভুলক্রমে প্রাথমিক চক্রের সমাপ্তি, রিপিটার দিয়েছিলেন যার কারণে তারা সার্ভার থেকে আউট হয়ে গিয়েছিল তাদের তথ্য অধিদপ্তরের উপবৃত্তির (dirpesd.dpe@gmail.com) মেইলে পাঠালে পুনরায় শ্রেণি হালনাগাদের সুযোগ পাওয়া যাবে।
হালনাগাদের পর চাহিদার জন্য পরবর্তীতে সময় দেওয়া হবে (২৭/০২/২৩ থেকে ০৫/০৩/২৩)।
যে সকল শিক্ষার্থী জানুয়ারি-জুন/২০২২ সময়ের টাকা পায়নি আগামী সপ্তাহে তাদের টাকা পুনরায় বিতরণ শুরু হবে।
শিক্ষার্থী ট্রান্সফার গ্রহণের ক্ষেত্রে যে সমস্যা দেখা দিচ্ছে (permition denied) সেটার জন্য আইবাসকে অ্যাড্রেস করা হয়েছে।








No comments
Your opinion here...