ad

উপবৃত্তি আপডেট। (১৬/০২/২০২৩)

Views

 




উপবৃত্তি আপডেট

👉 PEPS MIS Software বিদ্যালয়ের ইউজারসমূহের জন্য খোলা থাকবে ১৫/০২/২৩ থেকে ২০/০২/২৩ তারিখ পর্যন্ত।
👉 উপজেলা শিক্ষা অফিসের ইউজারগণের জন্য সফটওয়্যার ২২/০২/২৩ থেকে ২৬/০২/২৩ তারিখ পর্যন্ত খোলা থাকবে, পূর্বের এমন নির্দেশনা থাকলেও ১৯/০২/২৩ তারিখ থেকে উপজেলা শিক্ষা অফিসের ইউজারগণের জন্য সফটওয়্যার ওপেন থাকবে।
👉 উক্ত সময়ের মধ্যে শুধুমাত্র শ্রেণি হালনাগাদের পেন্ডিং কার্যক্রম (শ্রেণি হালনাগাদ, যাচাই-বাছাই ও অনুমোদনের কাজ) করা যাবে।
👉 উক্ত সময়ের মধ্যে শ্রেণি হালনাগাদের নিমিত্ত ট্রান্সফারকরণ ও ট্রান্সফার গ্রহণ কার্যক্রম সম্পন্ন করে হালনাগাদ, যাচাই-বাছাই ও অনুমোদন সম্পন্ন করা যাবে।
👉 শুধুমাত্র ২০২১ সালের শিক্ষার্থী যাদের পূর্বে হালনাগাদ করা হয়নি তাদের হালনাগাদ করতে হবে। ২০২২ সালের যারা নতুন ভর্তি (প্রাক-প্রাথমিক থেকে ৫ম শ্রেণি) তাদের শ্রেণি হালনাগাদের দরকার নেই।
👉 জানুয়ারি-জুন/২০২২ সময়ে যে সকল শিক্ষার্থীর শ্রেণি হালনাগাদের সময় ভুলক্রমে প্রাথমিক চক্রের সমাপ্তি, রিপিটার দিয়েছিলেন যার কারণে তারা সার্ভার থেকে আউট হয়ে গিয়েছিল তাদের তথ্য অধিদপ্তরের উপবৃত্তির (dirpesd.dpe@gmail.com) মেইলে পাঠালে পুনরায় শ্রেণি হালনাগাদের সুযোগ পাওয়া যাবে।
👉 হালনাগাদের পর চাহিদার জন্য পরবর্তীতে সময় দেওয়া হবে (২৭/০২/২৩ থেকে ০৫/০৩/২৩)।
👉 যে সকল শিক্ষার্থী জানুয়ারি-জুন/২০২২ সময়ের টাকা পায়নি আগামী সপ্তাহে তাদের টাকা পুনরায় বিতরণ শুরু হবে।
👉 শিক্ষার্থী ট্রান্সফার গ্রহণের ক্ষেত্রে যে সমস্যা দেখা দিচ্ছে (permition denied) সেটার জন্য আইবাসকে অ্যাড্রেস করা হয়েছে।
সূত্র : জনাব, জিয়াউল কবির সুমন স্যার।
শিক্ষা অফিসার, উপবৃত্তি বিভাগ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।





No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.