সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিপিএড/সিইনএড প্রশিক্ষণ গ্রহণকারী সহকারী শিক্ষকদের বেতন নির্ধারণ প্রসংগে অর্থ মন্ত্রণালয়ের চিঠি। (১২/২/২০২৩)
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিপিএড/সিইনএড প্রশিক্ষণ গ্রহণকারী সহকারী শিক্ষকদের বেতন নির্ধারণ প্রসংগে অর্থ মন্ত্রণালয়ের চিঠি। (১২/২/২০২৩)
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় স্মারক (পত্র সং্যুক্ত) তারিখ ১৬/-১০/ ২০২২ সুত্রোক্ত পত্রের পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিপিএড/ সিইনএড প্রশিক্ষণ গ্রহণকারী সহকারী শিক্ষকদের বেতন নির্ধারণের ক্ষেত্রে অর্থবিভাগ কতৃক জারীকৃত ১২/৮/২০২০ তারিখের ০৭.০০.০০০০.১৬১.৩৮.০০৭.১৩-৯১ নং স্মারক এর (কপি সংযুক্ত) অনুচ্ছেদ ঘ প্রযোজ্য।
DPEd/C-in-Ed পাশের তারিখে মূল বেতন প্রাপ্য স্কেলের নিম্নধাপের চেয়ে বেশি হলে, ধাপে না মিললে উচ্চ ধাপে বেতন নির্ধারণ করতে হবে। অর্থাৎ প্রশিক্ষণজনিত বেতন হ্রাস সংক্রান্ত সমস্যার অবশেষে সমাধান হলো।
No comments
Your opinion here...