ad

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিপিএড/সিইনএড প্রশিক্ষণ গ্রহণকারী সহকারী শিক্ষকদের বেতন নির্ধারণ প্রসংগে অর্থ মন্ত্রণালয়ের চিঠি। (১২/২/২০২৩)

Views

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিপিএড/সিইনএড প্রশিক্ষণ গ্রহণকারী সহকারী শিক্ষকদের বেতন নির্ধারণ প্রসংগে অর্থ মন্ত্রণালয়ের চিঠি। (১২/২/২০২৩) 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় স্মারক (পত্র সং্যুক্ত) তারিখ ১৬/-১০/ ২০২২ সুত্রোক্ত পত্রের পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিপিএড/ সিইনএড প্রশিক্ষণ গ্রহণকারী সহকারী শিক্ষকদের বেতন নির্ধারণের ক্ষেত্রে অর্থবিভাগ কতৃক জারীকৃত ১২/৮/২০২০  তারিখের ০৭.০০.০০০০.১৬১.৩৮.০০৭.১৩-৯১ নং স্মারক এর (কপি সংযুক্ত) অনুচ্ছেদ ঘ প্রযোজ্য।

DPEd/C-in-Ed পাশের তারিখে মূল বেতন প্রাপ্য স্কেলের নিম্নধাপের চেয়ে বেশি হলে, ধাপে না মিললে উচ্চ ধাপে বেতন নির্ধারণ করতে হবে। অর্থাৎ প্রশিক্ষণজনিত বেতন হ্রাস সংক্রান্ত সমস্যার অবশেষে সমাধান হলো।

ডিপিএড প্রশিক্ষণজনিত ক্ষতিগ্রস্থ একটি ইনক্রিমেন্ট ফিরে পেতে যাচ্ছেন।
জাতীয় বেতন স্কেল-2015 নির্ধারণ পরবর্তী ডিপিএড প্রশিক্ষণজনিত কারনে বেতন নির্ধারণ করতে গিয়ে ডিপিএড পাশের তারিখ বর্তমান মূল বেতন নিরুপনকৃত স্কেলের সর্বনিন্ম ধাপের বেশি হলে এবং উক্ত স্কেলের কোন ধাপের সমান না হলে সেক্ষেত্রে অব্যবহিত উচ্চতর ধাপে বেতন নির্ধারণ করতে হবে। উক্ত স্কেলের কারণে যারা একটি ইনক্রিমেন্ট হারিয়েছেন তাদের জন্য সুখবর।


Lutfor



PDF Download

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.