শিক্ষার্থীদের প্রোফাইল (ইউনিক আইডি) সংক্রান্ত আপডেট নিউজ।
Views














সমস্যা : প্রধান শিক্ষকের আইডি থেকে আংশিক শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করা হলে অর্থাৎ শিক্ষার্থী নিবন্ধন এর যেকোনো একটি ধাপ নিবন্ধন করা হলে সেই শিক্ষার্থীর ক্ষেত্রে সম্পাদনা অপশনটি পাওয়া যাচ্ছে না।
সমস্যা : নির্বাচন কমিশনের API Connectivity সংক্রান্ত সমস্যার কারনে NID তথ্য ভেরিফাই করা যাচ্ছেনা। অনাকাঙ্ক্ষিত সমস্যাটির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
শিক্ষার্থীদের প্রোফাইল (ইউনিক আইডি) সংক্রান্ত আপডেট নিউজ।















#ডাটা এন্ট্রির ক্ষেত্রে প্রথম ধাপ শিক্ষার্থীর জন্ম নিবন্ধন ভেরিফিকেশন।
#দ্বিতীয় ধাপ পিতা মাতার NID ভেরিফিকেশন।
#আপনাদের ডাটা এন্ট্রি কাজ চলমান রাখার অনুরোধ করছি প্রথম ধাপ শেষ করে সেভ করুন যখন NID সার্ভার ঠিক হবে তখন দ্বিতীয় ধাপের কাজ করবেন।
#প্রথম ধাপের কাজ করার পরে শিক্ষার্থীদের তথ্য অনিবন্ধিত তালিকায় পাওয়া যাবে তখন শুধু সেখানে গিয়ে বাবা-মায়ের NID ভেরিফিকেশন করলেই কাজ এগিয়ে যাবে।
#প্রথম ধাপ শেষ করে পরবর্তী ধাপে গেলে প্রথম ধাপের তথ্য অটো সেভ হয় এবং অনিবন্ধিত তালিকায় চলে যায়।
#CRVS প্রকল্প থেকে সাপোর্ট ইঞ্জিনিয়ারগণ গুগল লাইভ লিংক ওপেন রাখেন। অফিস চলাকালীন যেকোনো সমস্যায় লিংকে প্রবেশ করে কারিগরি সহযোগিতা নিতে পারবেন।
#শিক্ষার্থী_প্রোফাইল :

#সমাধান : এই সমস্যাটি নিয়ে কাজ চলমান আছে, পরবর্তী আপডেটে এর সমাধান হয়ে যাবে। উল্লেখ্য, নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীর তথ্য সকল শিক্ষক তাঁর আইডি থেকে তাঁর শ্রেণির শিক্ষার্থীর তথ্য প্রদান করবেন।

#সমাধান : সমস্যাটি নিয়ে কাজ চলমান আছে, দ্রুত সমাধান হয়ে যাবে আশা রাখছি। সমাধান হয়ে গেলে আপনাদেরকে জানিয়ে দেয়া হবে ।
(সংগৃহীত - সাপোর্ট ইঞ্জিনিয়ার টিম, CRVS.)
No comments
Your opinion here...