অনলাইন বদলির ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেনে জড়িত না থাকা সংক্রান্ত সতর্কতামূলক বিশেষ বিজ্ঞপ্তি (১৬/১০/২২)।
অনলাইন বদলির ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেনে জড়িত না থাকা সংক্রান্ত DPE এর সতর্কতামূলক বিশেষ বিজ্ঞপ্তি (১৬/১০/২২)।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
বিশেষ বিজ্ঞপ্তি
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে ১৫/৯/২০২২ তারিখ হতে সারাদেশে অনলাইনে শিক্ষক বদলি কার্যক্রম (একই উপজেলার মধ্যে) চালু হয়েছে এবং শিক্ষকদের আবেদন গ্রহণ প্রক্রিয়া গত ০৬/১০/২০২২ তারিখে শেষ হয়েছে। বর্তমানে তথ্যাদি হালনাগাদ করাসহ কারিগরী উন্নয়নের জন্য শিক্ষক বদলি সফ্টওয়ার এর কার্যক্রম বন্ধ রয়েছে যা পরবর্তীতে চালু হবে।
বিভিন্ন সূত্রে জানা যায়, বর্তমান অবস্থায় কোন কোন সুযোগ সন্ধানী মহল অনলাইন বদলিকে কেন্দ্র করে ব্যক্তিগত স্বার্থসিদ্ধির হীন অপচেষ্টা চালাচ্ছে। এক্ষেত্রে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনলাইন বদলি কার্যক্রমটি পুরোপুরি সফ্টওয়ার নির্ভর। এ কার্যক্রমে ব্যক্তিগতভাবে কাউকে কোনভাবে বিশেষ সুবিধা প্রদান/ বঞ্চিত করার সুযোগ নেই। এক্ষেত্রে কোন প্রকার আর্থিক লেনদেনের সাথে জড়িত না থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হলো।
স্বাক্ষরিত
পরিচালক (পলিসি ও অপারেশন)
No comments
Your opinion here...