ad

উপবৃত্তি সংক্রান্ত কতিপয় জরুরি নির্দেশনা :

Views

 


উপবৃত্তি সংক্রান্ত কতিপয় জরুরি নির্দেশনা :

♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
👉 সন্তানের জন্ম সনদ আছে, বাবা ও মায়ের
এনআইডি আছে এমন তথ্য এন্ট্রি করবেন।
👉 বাবা-মা নেই, বা বাবা নেই, অথবা মা নেই, মা
তালাকপ্রাপ্ত, লিগ্যাল অভিভাবক অন্য কেউ এ
ধরনের তথ্যসমূহ আলাদা পেজে সংরক্ষণ করবেন।
👉 বাবা-মায়ের অনুপস্থিতিতে লিগ্যাল অভিভাবকের
তথ্য আপাতত এ সফটওয়্যারে এন্ট্রি দেবার সুযোগ
নেই।
👉 তাদের জন্য শীঘ্রই আইবাস থেকে আলাদা পেজ
দেয়া হবে। তখন এ ধরনের বেনিফিশিয়ারীদের তথ্য
এন্ট্রি করতে পারবেন।
👉 বাবা-মা থাকলে এন্ট্রি ফরমের নিচে অভিভাবকের
তথ্য এন্ট্রি খুব একটা গুরুত্ব বহন করে না কারণ
পরে আলাদাভাবে দিতে হবে। তবে লিগ্যাল
অভিভাবকের তথ্য সংগ্রহপূর্বক সংরক্ষণে রাখুন।
👉 সর্বোপরি, যেকোনো সমস্যায় আপনার উপজেলার
ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের সাহায্য
নিন।
(সংগৃহীত)

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.