প্রাথমিক বিদ্যালয়সমূহে বিতরণকৃত গ্রামীণ সিমটির বৈশিষ্ট্যাবলী
প্রাথমিক বিদ্যালয়সমূহে বিতরণকৃত গ্রামীণ সিমটির বৈশিষ্ট্যাবলী :
👉 এটি অনিবন্ধিত সীম অর্থাৎ কারও নামে নিবন্ধিত
নয়।
👉 এই সিমটি যেদিন একটিভ করা হয়েছে প্রতি
মাসের সেদিনে ২০ জিবি ডাটা অটোমেটিক রিচার্জ
হবে।
.👉 এই সিমটি রিচার্জ করলে ব্যালেন্স যোগ হয় কিন্তু
কোন টকটাইম বা ইন্টারনেট বান্ডিল কেনা যায় না।
👉 যে কোন এন্ড্রয়েড সেটে এই সিমটি ইনসার্ট করে
এই সিমটির ইন্টারনেট ব্যবহার করা যায় কিন্তু এই
সিমটি দিয়ে কথা বলা যায় না অর্থাৎ সিমটির
ইনকামিং এবং আউট গোয়িং প্রসেস ইন-একটিভ
করা আছে।
👉 সিমটির ইন্টারনেট আনলিমিটেড নয়, প্রতি মাসে
২০ জিবি।
একাধিক ডিভাইস দিয়ে একসাথে এই ইন্টারনেট ব্যবহার করে অনবরত ইউটিউব দেখলে বা বড় ভিডিও বা ফাইল ডাউনলোড করে অতি দ্রুতই এ ২০ জিবি শেষ করা যায়। ইতোমধ্যে আনলিমিটেড মনে করে বেহিসাবী ব্যবহারে অনেকেই ২০ জিবি শেষ করে অযথাই সিম বা রাউটারের দোষ দিচ্ছেন।
উপবৃত্তি, IPEMIS, ই-প্রাইমারি স্কুল সিস্টেম ইত্যাদি ব্রাউজারে খুবই নগণ্য পরিমাণ ডাটা ব্যবহার হয়। মাসব্যাপি উপবৃত্তির কাজ করলেও ২ জিবি ডাটা খরচ হবে না। ইউটিউব ভিডিও দেখা এবং কোন ফাইল ডাউনলোডে ডাটা খরচ হয় বেশি।
বিদ্যালয়সমূহে বিতরণকৃত রাউটারটিতে যে কোন সিম ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করা যায়। রাউটারটি (ZTE MF283U) পছন্দ হলে আপনার বাসার জন্যও একটি ক্রয় করে ফেলতে পারেন । দাম মাত্র 4499/- টাকা। যে কোন কাস্টমার কেয়ারে পাবেন।
রাউটারে ব্যবহৃত ইন্টানেটের অধীনে যে কোন ডিভাইসে নিচের স্টিকারে লাগানো আইপি এড্রেস (192.168.0.1) দিয়ে লগ ইন করে এই রাউটারের যে কোন কাজ (যেমন : পাসওয়ার্ড পরিবর্তন, ইন্টারনেট ব্যালেন্স চেক, কতজনে একত্রে ব্যবহার করতে দিবেন ইত্যাদি) নিয়ন্ত্রণ করা যায়।
No comments
Your opinion here...