Views
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদানের লক্ষ্যে ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস "নগদ" -এর সাথে চুক্তি পরবর্তী উপবৃত্তি বিতরণ সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম সম্পাদনা প্রসঙ্গে MOPME এর চিঠি (১৪/১২/২০)।
MOPME's letter (14/12/20) regarding editing of necessary activities related to disbursement of post-contract stipends with Digital Financial Service "Nagad" of Postal Department for providing stipends to primary school students.
ডাক বিভাগের ডিজিটাল ফিনান্সিয়াল সার্ভিস "নগদ" এর সাথে চুক্তি পরবর্তী উপবৃত্তি বিতরণ সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম সম্পাদনা প্রসঙ্গে-
১. ২৮/১২/২০ পোর্টাল খুলে দেওয়া হবে।
২. ১০/১/২০২১ তারিখের মধ্যে সকল ছাত্র/ছাত্রী ও অভিভাবকদের (৩য় ও ৪র্থ কিস্তির) তথ্য আপলোড দিতে হবে।
৩. নগদে উপবৃত্তি পেতে হলে অভিভাবকের NID দিয়ে মোবাইল সিম নিবন্ধন থাকতে হবে, তানা হলে উপবৃত্তির টাকা পাবেনা।
জরুরী নির্দেশনা,উপবৃত্তি সংক্রান্ত।
সম্মানিত শিক্ষকমন্ডলী, আশাকরছি আগামী ২৮ ডিসেম্বর ২০২০ খ্রি. তারিখ বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস "নগদ" কর্তৃক প্রস্তুতকৃত একটি অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর "উপবৃত্তি Portal" উন্মুক্ত করা হবে। আপনাদের প্রত্যাশা অনুযায়ী উপবৃত্তির যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য উপবত্তির আওতাধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নিজস্ব User ID & Password প্রদান করাসহ উপবৃত্তির সম্পূর্ণ প্রক্রিয়াটিকে Digitalised করার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন পোর্টাল এর মাধ্যমে কার্যক্রম শুরু হলে ডাটা এন্ট্রির জন্য প্রাথমিকভাবে কিছুটা সময় ব্যয় হলেও এর দীর্ঘমেয়াদী সুফল আপনারা পাবেন। নতুন পদ্ধতিতে উপবৃত্তি তালিকা প্রস্তুত হবে অনলাইনে ও তালিকার অনুমোদনও হবে অনলাইনে। অনুরূপভাবে চাহিদাপত্র সাবমিট হবে অনলাইনে চাহিদাপত্রের অনুমোদনও হবে অনলাইনে। নতুন Portal উন্মুক্ত হলে দ্রুত যেন ডাটাএন্ট্রির কার্যক্রমগুলো সম্পন্ন করতে পারেন সে জন্যে আপনাদের কে কিছু পরামর্শ দেওয়া হলো; সম্মানিত শিক্ষকমন্ডলী আপনারা প্রাথমিকভাবে যেসকল প্রস্তুতিগুলো গ্রহণ করতে পারেন :
# বিদ্যালয়ে ভর্তিকৃত সকল শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদ কিংবা সনদ নম্বর সংগ্রহ করা।
# সকল শিক্ষার্থীর অভিভাবকগণের (মাতা তাঁর অবর্তমানে পিতা কিংবা তাঁদের অবর্তমানে দাদী/ দাদা/ নানী/নানা /চাচা /মামা-ইত্যাদি) জাতীয় পরিচয়পত্রের নম্বর সংগ্রহ করা।
# অভিভাবকদের নিজ NID দিয়ে নিবন্ধনকৃত মোবাইল নাম্বার সংগ্রহ করা (শিক্ষার্থীরা উপবৃত্তি সুবিধাভোগী হিসেবে নির্বাচিত হলে উক্ত মোবাইল নাম্বার দিয়ে তার অভিভাবকের নামে নগদ একাউন্ট খোলা হবে)।
** বার্ষিক পরীক্ষায় সকল বিষয়ে ৪০% নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে।
** সুবিধাভোগী নির্বাচনের ক্ষেত্রে প্রধান শিক্ষক কেবল সহকারী শিক্ষকগণের সহায়তা নিয়েই সভা করে রেজুলেশন গ্রহণ পূর্বক সুবিধাভোগী নির্বাচন করতে পারবেন।
** কোন ধরনের ছবি সংগ্রহ করার প্রয়োজন হবে না।
** শিক্ষার্থীদের মৌলিক কিছু তথ্য (প্রাথমিক শিক্ষা চক্রে একবার) পোর্টালে এন্ট্রি করতে হবে, পরবর্তীতে প্রাথমিক শিক্ষাচক্রে ঐ শিক্ষার্থীর তথ্য আর কখনো পোর্টালে এন্ট্রি করতে হবেনা।
** হাতে লেখা উপবৃত্তি তালিকা প্রস্তুত করতে হবেনা।
** যেহেতু বিশেষ প্রযুক্তির মাধ্যমে 'নগদ' একাউন্ট খোলা হবে সেহেতু একাউন্ট খোলার জন্য অভিভাবকগণের KYC form পূরণ করার প্রয়োজন হবে না।
Portal চূড়ান্ত হলে এবং প্রয়োজন হলে আরও বিস্তারিত জানাতে চেষ্টা করব। পরিশেষে সকলকে ধন্যবাদ।
ধন্যবাদান্তে
মোহাম্মদ সোহেল মোল্লা
মনিটরিং অফিসার
জেলা প্রাথমিক শিক্ষা অফিস, সিলেট।
আপনার সন্তানের এপ্রিল /২০২০ - ডিসেম্বর /২০২০মাসের উপবৃত্তির বকেয়া টাকা প্রাক - প্রাথমিকের ৬৭৫/- ও
১ম - ৫ম শ্রেণি পর্যন্ত ১৩৫০/- ডাক বিভাগের 'নগদ '
সার্ভিসের মাধ্যমে সরকার প্রদান করবে। এ টাকা পেতে
নিম্নরূপ তথ্য শ্রেণি শিক্ষকের নিকট জমা দেওয়া আবশ্যকঃ
১. আপনার সন্তানের জন্ম নিবন্ধনের ফটোকপি
২. আপনার ও আপনার স্ত্রীর NID কার্ডের ফটোকপি
৩. সন্তানের টাকা বাবা - মা গ্রহণ না করলে অভিভাবকের NID কার্ডের ফটোকপি।
৪. আপনার / স্ত্রীর / অভিভাবকের যেকোনো একজনের নামে নিবন্ধনকৃত একটি মোবাইল নম্বর।
মনে রাখবেন এটা না হলে অন্য কোনো নম্বর দিয়ে
উপবৃত্তির টাকা তোলা যাবেনা।
এ তথ্যগুলো তাড়াতাড়ি বিদ্যালয়ের শ্রেণি শিক্ষকের নিকট জমা দিন।
আপনার অলসতায় আপনার সন্তান উপবৃত্তি না পেলে
তার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবেনা। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।
ডাক বিভাগের মাধ্যমে উপবৃত্তির টাকা "নগদ" পাওয়ার ক্ষেত্রে প্রধান শিক্ষকদের জন্য জরুরি কিছু নির্দেশনা =====================================
সুবিধাভোগী অভিভাবকের যে মোবাইল নাম্বারটি পোর্টালে এন্টি করবেন তা অবশ্যই সংশ্লিষ্ট অভিভাবকের নিজের নামে বাংলাদেশে নির্বাচন কমিশনে নিবন্ধিত হতে হবে। না এন্টি থাকে তাহলে কোনক্রমেই টাকা উত্তোলন করতে পারবেন না।সংশ্লিষ্ট অভিভাবকের মোবাইল নাম্বারটি যাচাই পূর্বক এন্ট্রি করতে হবে। এক্ষেত্রে কিভাবে যাচাই করবেন কিভাবে জানবেন সিমটি সংশ্লিষ্ট অভিভাবকের নামে নিবন্ধিত কিনা।
প্রাথমিক বিদ্যালয়ে উপবৃত্তির বিতরনের জন্য যেহেতু সিমটি অভিভাবকের এনআইডি দ্বারা নিবন্ধিত হতে হবে ।তাই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের এটি জানা থাকা দরকার। নিবন্ধিত কিনা তা জানার পদ্ধতি সমূহ
১. ডায়াল করুন *১৬০০১#
একটা ম্যাসেজ আসবে, যেখানে এনআইডির শেষ চারটি ডিজিট টাইপ করে send বা ok করুন।
২ আপনাকে ম্যাসেজ পাঠাবে। মেসেজ অপশনে গিয়ে দেখুন। যদি নম্বরটি এনআইডি দ্বারা নিবন্ধিত হয়, তাহলে সেই মোবাইল নাম্বারের শেষ তিনটি ডিজিট শো করবে।
এভাবে জানতে পারবেন মোবাইল নম্বরটি এনআইডি দ্বারা নিবন্ধিত কিনা।


No comments
Your opinion here...