সিজিএ কার্যালয় কর্তৃক EFT action plan-২০২০ (১৩/১২/২০২০)
Views
সিজিএ কার্যালয় কর্তৃক EFT action plan-২০২০ (১৩/১২/২০২০)
EFT action plan-2020 by CGA office (13/12/2020)
EFT এন্ট্রি করার সময় বাড়লো। সুতরাং,
১/ যাদের পে ফিক্সেসন এ সমস্যা আছে দ্রুত সংশ্লিষ্ট হিসাব রক্ষণ অফিসে যোগাযোগ করে সংশোধন করে নিন।
২/ যাদের সন্তানের জন্ম নিবন্ধন নেই তারা দ্রুত সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে জন্ম নিবন্ধন করে নিন।
৩/ যাদের জিপিএফ হিসাব খোলা নেই তারা দ্রুত আপনার শিক্ষা অফিসের মাধ্যমে সংশ্লিষ্ট হিসাব রক্ষণ অফিসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে জিপিএফ হিসাব খুলে নিন।
৪/ পে-ফিক্সেসন,ই-প্রাইমারি সিষ্টেম,ইএফটি,ব্যাংক একাউন্ট সহ অফিসিয়াল সব স্থানে আপনার নিজস্ব NID দ্বারা রেজিস্ট্রেশন কৃত মোবাইল নাম্বার ব্যবহার করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।
৫/ যারা জিপিএফ হিসাবে পুর্বে প্রদানকৃত নমিনী পরিবর্তন বা একের অধিক সংখ্যক নমিনী নিযুক্ত করতে চান তারা সংশ্লিষ্ট হিসাব রক্ষণ অফিসে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন।
৬/ যাদের ব্যাংক হিসাবের নাম সার্টিফিকেট ও NID এর নামের সাথে মিল নেই তারা সংশ্লিষ্ট ব্যাংকে গিয়ে নাম সংশোধন করে নিন।
৭/যাদের NID কার্ডের নাম কিংবা অন্য কোনো তথ্য ভুল বা সার্টিফিকেট এর সাথে অমিল রয়েছে তারা সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে গিয়ে যথাযথ প্রক্রিয়ায় সংশোধন করে নিন।
এতে আপনার ই উপকার হবে।
ধন্যবাদ।
No comments
Your opinion here...