ad

মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরির কলা-কৌশল

Views

মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরির কলা-কৌশল

একটি শ্রেণি উপযোগী মাল্টিমিডিয়া কনটেন্ট কিভাবে প্রস্তুত করা যায় তার বিভিন্ন কলা-কৌশল এবং বিবেচ্য বিষয় নিয়ে এই পাঠে আলোচনা করা হয়েছে। আইসিটি-র সাথে কিভাবে পেডাগজি সমন্বয় করা যায় সে বিষয়ে বিভিন্ন উদাহারণ দেখিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়েছে।

1)কম্পিউটার পরিচিতি

*** 

2) মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরির কলা-কৌশল

video tutorials



3) নতুন ফোল্ডার ও ফাইল খোলা, রিনেম করা

কম্পিউটারের বেশিরভাগ কাজই কোন না কোন ফাইল এ করা হয়ে থাকে। এই ফাইলগুলো আবার সাজিয়ে রাখা হয় বিভিন্ন ফোল্ডারের ভেতর। তাই কম্পিউটারে কাজ করার প্রাথমিক দক্ষতা হিসেবে ফোল্ডার এবং ফাইল খোলার নিয়ম জানা থাকা প্রয়োজন। এর সাথে ফোল্ডার এবং ফাইলের নাম পরিবর্তন করাও মাঝেমাঝে প্রয়োজন হতে পারে। এই টিউটোরিয়ালে এ বিষয়গুলোই আলোচনা করা হয়েছে। আসুন আমরা এ বিষয়গুলো সম্পর্কিত নিচের ভিডিওটি দেখে নেই।



4) ইউনিকোড সফটওয়্যার (অভ্র) ব্যবহার করে বাংলা লেখা
মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরিসহ অন্যান্য অনেক কাজেই বাংলায় লেখার প্রয়োজন হয়। বর্তমানে কম্পিউটারে ইউনিকোড সফটওয়্যার ব্যবহার করে সহজেই বাংলায় লেখা যায়। এই টিউটোরিয়ালে কম্পিউটারে ইউনিকোড ব্যবহার করে বাংলায় টাইপ করার কৌশলটি আলোচনা করা হয়েছে। আসুন আমরা এ সম্পর্কিত নিচের ভিডিওটি দেখে নেই।



5) বাংলা লেখা এডিটিং
কম্পিউটারে বাংলা লেখার ক্ষেত্রে অনেক সময়ই এডিটিং এর প্রয়োজন হয়। যেমন ফন্ট নির্বাচন, লেখা ছোট বড় করা, কালার করা, বোল্ড করা, ইটালিক করা ইত্যাদি। এই টিউটোরিয়ালে এসকল বিষয়গুলোই আলোচনা করা হয়েছে। আসুন আমরা বাংলা লেখা এডিটিং সম্পর্কিত নিম্নের ভিডিওটি দেখে নেই।



6) পাওয়ার পয়েন্ট ফাইল ওপেন করা, নতুন স্লাইড আনা, সেভ করা ও বন্ধ করা

মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরিতে পাওয়ারপয়েন্ট-এর দক্ষতা অর্জনকরা গুরুত্বপূর্ণ। এই পর্বে আমরা পাওয়ার পয়েন্ট ফাইল ওপেন করা, নতুন স্লাইড আনা, সেভ করা ও বন্ধ করা সম্পর্কে জানব

*


7) ইন্টারনেটে ছবি অনুসন্ধান ও ডাউনলোড করা
মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরিতে ইন্টারনেট থেকে ছবি সংগ্রহ করে স্লাইডে যুক্ত করার কাজটি একটি অন্যতম সাধারণ দক্ষতা। এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে ইন্টারনেটে কোন ছবি খুঁজতে হয় এবং কিভাবে তা কম্পিউটারে ডাউনলোড করতে হয়। আসুন আমরা এ বিষয়ক ভিডিওটি দেখি।




8)  ইন্টারনেটে ভিডিও অনুসন্ধান করা ও ডাউনলোড করা ও নির্দিষ্ট ফোল্ডারে সংরক্ষণ করা
মাল্টিমিডিয়া কনটেন্টে প্রাসঙ্গিক ভিডিও সংযোজন করলে কনটেন্টটি আরও আকর্ষণীয় ও অর্থবহ হয়। এই টিউটোরিয়ালে ইন্টারনেট হতে ভিডিও অনুসন্ধান করা, ডাউনলোড করা এবং ডাউনলোডকৃত ভিডিও কোন একটি নির্দিষ্ট ফোল্ডারে সেভ করার কৌশলগুলো আলোচনা করা হয়েছে। আসুন আমরা এ বিষয়ক ভিডিওটি দেখি।

*

9) পাওয়ার পয়েন্ট উইন্ডো পরিচিতি
পাওয়ারপয়েন্ট-এর বিভিন্ন প্রয়োজনীয় টুল, রিবন এবং উইন্ডো সম্পর্কে আমরা জানব এই পাঠ থেকে।

**


10)  একাধিক স্লাইড সংযোজন, স্লাইড ডিজাইন ও লেআউট পরিবর্তন করা
পাওয়ারপয়েন্ট-এ কিভাবে একাধিক স্লাইড নেয়া যায়, কিভাবে স্লাইডের ডিজাইন করা যায় এবং তার লেআউট পরিবর্তন করা যায় সেবিষয়ে এই পাঠে আলোচনা করা হয়েছে। আসুন আমরা ভিডিওটি দেখি।

*


11)  স্লাইডে শেপ (Shape) সংযোজন ও সম্পাদন করা




১। শেপ ইনসার্ট ও এডিট করা

**

২। শেপ ফরম্যাট করা 
***

৩। শেপ কপি, কাট ও পেস্ট করা

*


12)  ছবি ইনসার্ট ও এডিটিং
পাওয়ারপয়েন্ট স্লাইডে কিভাবে ছবি ইনসার্ট করা যায় এবং কিভাবে ছবিটি প্রয়োজনমতো পরিবর্তন/সম্পাদন করা যায় সেবিষয়ে বিভিন্ন দক্ষতা এই পাঠে আলোচনা করা হয়েছে। আসুন আমরা এই ভিডিওগুলো দেখি এবং দক্ষতাগুলো নিজে নিজে অনুশীলন করি।
আরও জানতে দেখুন...............
***



১। ছবি ইনসার্ট করা

***

২। ছবি কাটা এবং স্টাইল পরিবর্তন করা 

***

13)  টেবিল ইনসার্ট করা
শ্রেণিতে পাঠদানের সময় বিভিন্ন উপাত্ত উপাস্থপন করতে আমরা প্রায়ই টেবিল/ছক ব্যবহার করি। মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি করতে আমরা কিভাব টেবিল ব্যবহার করতে পারি সেবিষয়ে এই পাঠে আলোচনা করা হয়েছে। আসুন আমরা এই ভিডিওটি দেখি এবং নিজে নিজে অনুশীলন করি।
আরও জানতে দেখুন...............

****

14) স্মার্ট আর্ট ইনসার্ট, এডিটিং ও এনিমেশন প্রয়োগ
স্মার্ট আর্ট (SmartArt) এর সাহায্যে পাওয়ারপয়েন্ট-এ কোন তথ্যকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায়। এই পাঠে আমরা পাওয়ারপয়েন্ট স্লাইডে স্মার্ট আর্ট ইনসার্ট করা, এডিট করা এবং তাতে এনিমেশন প্রয়োগ করা বিষয়ে জানব। আসুন আমরা ভিডিওটি দেখি এবং নিজে নিজে অনুশীলন করি
আরও জানতে দেখুন...............

***

15)  স্লাইডে ভিডিও ফাইল যুক্ত করা
পাঠদানের প্রয়োজনে আমরা শিক্ষার্থীদের বিভিন্ ধরণের শিক্ষামূলক ও প্রাসঙ্গিক ভিডিও ক্লিপ দেখাই। এই ধরণের ভিডিও ক্লিপ কিভাবে পাওয়ারপয়েন্ট স্লাইডে যুক্ত করা যায় সেবিষয়ে আমরা এই পাঠে জানব। আসুন আমরা এই ভিডিওটি দেখি এবং নিজে নিজে অনুশীলন করি।

****

16)  ছবি এবং ভিডিও এডিটিং করা
শিক্ষামূলক কনটেন্ট তৈরি করতে আমরা অনেক সময় ইন্টারনেট থেকে ছবি এবং ভিডিও সংগ্রহ করে ব্যবহার করি। ইন্টারনেট থেকে প্রাপ্ত ছবির ইংরেজি ক্যপশন পরিবর্তন করে বাংলায় ক্যাপশন দেয়ার দক্ষতা আমরা শিখব প্রথম ভিডিওটি থেকে। দ্বিতীয় ভিডিওটি থেকে আমরা দেখবো কিভাবে ইন্টারনেট থেকে পাওয়া কোন ভিডিওকে নিজের প্রয়োজনমতো কাটা যায়, আবার কাটা অংশগুলো প্রয়োজনমতো জোড়া দিয়ে একটি ভিডিও ক্লিপ প্রস্তুত করা যায়। আসুন আমরা নিচের ভিডিওগুলো দেখি এবং এই দক্ষতাগুলো নিজে নিজে অনুশীলন করি।


১। ছবির ক্যাপশন পরিবর্তন করা

***

17)  অভ্র ডাউনলোড ও ইন্সটল করা
বাংলায় লেখার জন্য বিভিন্ন সফটওয়্যার পাওয়া যায়। এই পর্বে আমরা বিনামূল্যে পাওয়া যায় এমন একটি ইউনিকোড সফটওয়্যার, অভ্র (Avro), ডাউনলোড করা এবং তা কম্পিউটারে ইন্সটল করা দেখব। আপনার কম্পিউটারে যদি বাংলায় লেখার জন্য কোন ইউনিকোড সফটওয়্যার না থাকে, তবে এই ভিডিওটি দেখে আপনি একটি ইউনিকোড বাংলা সফটওয়্যার (অভ্র) ডাউনলোড এবং ইন্সটল করতে পারবেন।

***

18)  এটিউব ক্যাচার ডাউনলোড ও ইন্সটল করা
ইন্টারনেট থেকে ভিডিও ক্লিপ ডাউনলোড করা এবং তা প্রয়োজনমতো এডিট করা (যেমন: অংশ বিশেষ কাটা, একাধিক ভিডিও জোড়া দেয়া, ভিডিও কনভার্ট করা ইত্যাদি) কাজ করার জন্য বিনামূল্যা প্রাপ্য একটি সহজ সফটওয়্যার হলো এটিউবক্যাচার (aTubeCatcher)। এই পর্বে আমরা দেখবে কিভাবে এটিউবক্যাচার সফটওয়্যারটি ডাউনলোড করা যায় এবং তা কম্পিউটারে ইনস্টল করা যায়।

***


1. এটিউব ক্যাচার ইন্সটল

***


19)  এডোব ফ্ল্যাশ প্লেয়ার ডাউনলোড ও ইন্সটল করা

ইন্টারনেটে কোন ওয়েবসাইটে ভিডিও দেখার জন্য এডোব ফ্ল্যাশ প্লেয়ার এর প্রয়োজন। কম্পিউটারে এই সফটওয়্যারটি না থাকলে ইন্টারনেট থেকে ডাউনলোড করে ইন্সটল করে নিলেই বিভিন্ন ওয়েবসাইটের ভিডিওগুলো দেখা যাবে। ইন্টারনেট থেকে এডোব ফ্ল্যাশ প্লেয়ার কিভাবে ডাউনলোড করতে হয় এবং কিভাবে কম্পিউটারে ইন্সটল করতে হয় তা এই টিউটোরিয়ালে আলোচনা করা হয়েছে। আসুন আমরা এ সম্পর্কিত ভিডিও দুটি দেখে নেই।

***

২. এডোব ফ্ল্যাশ প্লেয়ার ইন্সটল করা

***



20)  ভিএলসি মিডিয়া প্লেয়ার ডাউনলোড ও ইন্সটল করা
কম্পিউটারে কোন ভিডিও ফাইল প্লে করার জন্য যেকোন ভিডিও প্লেয়ার সফটওয়্যার প্রয়োজন হয়। ভিএলসি মিডিয়া প্লেয়ার এরূপ একটি ভিডিও প্লেয়ার সফটওয়্যার। এটি দিয়ে অডিও ও ভিডিও উভয় ধরণের মিডিয়া ফাইলই প্লে করা যায়। কম্পিউটারে এই সফটওয়্যারটি না থাকলে ইন্টারনেট থেকে ডাউনলোড করে ইন্সটল করে নিলেই এটি ব্যবহার করা যাবে। ইন্টারনেট থেকে ভিএলসি মিডিয়া প্লেয়ার সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করার পদ্ধতিটি এই টিউটোরিয়ালে আলোচনা করা হয়েছে। আসুন আমরা এ সম্পর্কিত দুটি ভিডিও দেখে নেই।

***


২. ভিএলসি মিডিয়া প্লেয়ার ইন্সটল

***


21)  মাল্টিমিডিয়া প্রজেক্টরের কানেকশন ও অপারেশন
মাল্টিমিডিয়া প্রোজেক্টরের মাধ্যমে কম্পিউটারে তৈরিকৃত মাল্টিমিডিয়া কনটেন্ট শ্রেণিকক্ষে প্রদর্শন করতে হয়। তাই মাল্টিমিডিয়া প্রোজেক্টরের সাথে কম্পিউটারের সংযোগ দেয়ার কৌশল জানা থাকা আবশ্যক। এই টিউটোরিয়ালে মাল্টিমিডিয়া প্রোজেক্টরের সাথে কম্পিউটারের সংযোগ দেয়ার কৌশল আলোচনা করা হয়েছে। আসুন আমরা এ সম্পর্কিত একটি ভিডিও দেখে নেই।

****


22)  এন্ট্রেন্স (Entrance) এনিমেশন দেয়া
১. এন্ট্রেন্স এনিমেশন দেয়া :
পাওয়ারপয়েন্ট স্লাইডের কোন অবজেক্ট উপস্থাপনের সময় কিভাবে স্লাইডে প্রবেশ (enter)করবে, তা এন্ট্রেন্স এনিমেশন দিয়ে ঠিক করা হয়। আসুন আমরা ভিডিওটি দেখি এবং এন্ট্রেন্স এনিমেশনের দক্ষতাটি নিজে নিজে অনুশীলন করি।

****


23)  এক্সিট (Exit) এনিমেশন দেয়া
২. এক্সিট (Exit)এনিমেশন দেয়া :
পাওয়ারপয়েন্টের স্লাইড থেকে কোন অবজেক্ট কিভাবে বের হয়ে যাবে, তা ঠিক করা হয় এক্সিট এনিমেশন দিয়ে। আসুন আমরা এই ভিডিওটি দেখি এবং এক্সিট এনিমেশনের দক্ষতা নিজে নিজে অনুশীলন করি।

****


24)  মোশনপাথ (Motionpath) এনিমেশন দেয়া
৩. মোশনপাথ (Motionpath) এনিমেশন দেয়া :
পাওয়ারপয়েন্টে স্লাইডের কোন অবজেক্ট-কে একটি স্থান থেকে অন্য স্থানে স্থানন্তর করার জন্য মোশনপাথ (Motionpath) এনিমেশন প্রয়োগ করা হয়। মোশনপাথ এনিমেশন বিভিন্ন রকম হয়। এখানে আমরা তিন ধরণের মোশনপাথ এনিমেশন দেয়ার দক্ষতা অনুশীলন করব আসুন আমরা ভিডিওগুলো দেখে মোশনপাথ এনিমেশনের দক্ষতা অনুশীলন করি।

****


২। বৃত্তাকার (Circular) মোশনপাথ

***



৩। ফ্রি-ফর্ম (Free-form) মোশনপাথ\


***


25)   ট্রিগার (Trigger) এনিমেশন দেয়া
৪. ট্রিগার (Trigger) এনিমেশন দেয়া :
কোন একটি অবজেক্ট-কে ক্লিক করলে অন্য একটি অবজেক্ট এনিমেট করবে -এই ধরণের এনিমেশন দিতে আমরা ট্রিগার এনিমেশন ব্যবহার করি। ট্রিগার এনিমেশনের সুবিধা কী এবং তা কিভাবে দেয়া যায় তা আমরা এই পাঠে জানব। আসুন আমরা ভিডিওটি দেখি এবং নিজে নিজে অনুশীলন করি।


****





পিডিএফ গাইডলাইন ডাউনলোড ‍লিঙ্ক 

































































































No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.