সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক ডিজিটাল হাজিরা মেশিন স্থাপনের লক্ষ্যে টেকনিক্যাল স্পেসিফিকেশন চূড়ান্তকরণ সংক্রান্ত প্রাগম এর চিঠি। (13/10/2019)
Views
সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক ডিজিটাল হাজিরা মেশিন স্থাপনের লক্ষ্যে টেকনিক্যাল স্পেসিফিকেশন চূড়ান্তকরণ সংক্রান্ত প্রাগম এর চিঠি। (13/10/2019)
1. তিন বছরের ওয়ারেন্টি থাকতে হবে
2. কমপক্ষে পাঁচ হাজার ব্যক্তির নাম এন্ট্রি করা যাবে
3. চার ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ থাকতে হবে
4. কমপক্ষে 2 লক্ষ বার হাজিরার ধারণ ক্ষমতা থাকতে হবে
5. ইউএসবি /ওয়াইফাই /অন্যান্য মাধ্যমে সংযোগ ঘটানো যাবে
6. একটি সেন্ট্রাল সার্ভার থাকবে । শিক্ষক হাজিরা দেওয়ার সাথে সাথে সেন্ট্রাল সার্ভারে চলে যাবে । উপজেলা শিক্ষা অফিসার ,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বিভাগীয় উপ পরিচালক ,প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় শিক্ষকদের উপস্থিতি পর্যবেক্ষণ করতে পারবেন ।
No comments
Your opinion here...