ডাকঘর সঞ্চয়পত্রের বিভিন্ন সুবিধাসমুহ।
 Views
                 
ডাকঘর সঞ্চয়পত্রে প্রতি লাখে বিনিয়োগে মাসিক প্রাপ্য মুনাফা।
ডাকঘর সঞ্চয়পত্রে বিনিয়োগ নিরাপদ বিনিয়োগ। যদিও আয়কর বৃদ্ধি করা হয়েছে তবু আপনি নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারেন ডাকঘর সঞ্চয়পত্রে। নিম্নে ডাকঘর সঞ্চয়ের বিভিন্ন সুবিধা সম্পর্কে আলোচনা করা হলো।
বাংলাদেশ ডাক বিভাগ
প্রধান ডাকঘর-৫৮০০
জাতীয় সঞ্চয় স্কীমের মুনাফার হার যা ০১-০৭-২০১৯ ইং থেকে কার্যকর (১০% উৎসে আয়কর সহ)
০১। পরিবার সঞ্চয়পত্র ০৫ বছর মেয়াদী-মুনাফার হার ১১.৫২%, উৎসে আয়কর দিতে হবে ১০% তাহলে ভ্যাটসহ মাসিক মুনাফা প্রতি লাখে ৯৬০ টাকা, উৎসে আয়কর ৯৬ টাকা, নীট মুনাফা ক্যাশ হিসাবে হাতে পাওয়া যাবে ৮৬৪/- মাসিক।
০২। ০৩ মাস মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র-মুনাফার হার ১১.০৪%, উৎসে আয়কর দিতে হবে ১০% তাহলে ভ্যাটসহ ত্রৈমাসিক মুনাফা প্রতি লাখে ২,৭৬০ টাকা, উৎসে আয়কর ২৭৬ টাকা, নীট মুনাফা ক্যাশ হিসাবে হাতে পাওয়া যাবে ২,৪৮৪/- ত্রৈমাসিক।
০৩। পেনশনার সঞ্চয়পত্র-মুনাফার হার ১১.৭৬%, উৎসে আয়কর দিতে হবে ১০% তাহলে ভ্যাটসহ ত্রৈমাসিক মুনাফা প্রতি লাখে ২,৯৪০ টাকা, উৎসে আয়কর ২৯৪ টাকা, নীট মুনাফা ক্যাশ হিসাবে হাতে পাওয়া যাবে ২,৬৪৬/- ত্রৈমাসিক।
০৪। বাংলাদেশ সঞ্চয়পত্র-মুনাফার হার ১১.২৮%, উৎসে আয়কর দিতে হবে ১০% তাহলে ভ্যাটসহ ৫ বছর পর মুনাফা প্রতি লাখে ৫৬,৪০০ টাকা, উৎসে আয়কর ৫,৬৪০ টাকা, নীট মুনাফা ক্যাশ হিসাবে হাতে পাওয়া যাবে ৫০,৭৬০/- পাঁচ বছর মেয়াদান্তে।
০৫। মেয়াদী হিসাব-মুনাফার হার ১১.২৮%, উৎসে আয়কর দিতে হবে ১০% তাহলে ভ্যাটসহ ০৩ বছর পর মুনাফা প্রতি লাখে ৩৩,৮৪০ টাকা, উৎসে আয়কর ৩,৩৮৪ টাকা, নীট মুনাফা ক্যাশ হিসাবে হাতে পাওয়া যাবে ৮৬৪/- ০৩ বছর মেয়াদান্তে। ।
০৬। সাধারণ হিসাব-মুনাফার হার ৭.৫০%, উৎসে আয়কর দিতে হবে ১০% ।


 
 
 
 
 
 
 
 
 
%20%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A3%20%E0%A6%86%E0%A7%9F%E0%A7%8B%E0%A6%9C%E0%A6%A8%20%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87%20%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%85%20%E0%A6%8F%E0%A6%B0%20%E0%A6%AA%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A5%A4.jpg) 
 

 
 
 .png) 
