ad

প্রজেক্টর ব্যবহারের নিয়ম ও সতর্কতা।

Views

প্রজেক্টর ব্যবহারের নিয়ম ও সতর্কতা।
=======================
১। প্রজেক্টর চালু করার পর কখনও সরাসরি বিদ্যুতের কানেকশন বন্ধ করবেন না।
২। বন্ধ করারর সময় প্রজেক্টরের পাওয়ার বাটন প্রেস করে বন্ধ করবেন এবং কখনই সাথে সাথে পাওয়ার কড খুলে নেবেন না।লক্ষ্য করলে দেখতে পাবেন প্রজেক্শান বন্ধ হবার পরও একটি লাল বাতি টিপ টিপ করে জ্বলছে। এটা স্থির হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন,তারপর পাওয়ার কড খুলবেন।
৩। বন্ধ করে সাথে সাথেই প্রজেক্টর ব্যাগে বা বন্ধ কোন বাক্সে বা আলমিরাতে রাখবেন না।কারন প্রজেক্টর কিছুক্ষন চললে প্রচন্ড গরম হয়ে যায়, তাই ব্যাগে বা বন্ধ বাক্সে রাখলে ঘেমে গিয়ে প্রিজম অথবা লেন্স নষ্ট হতে পারে যা প্রায় মেরামত অযোগ্য। তাই অন্তত ৩০ মিনিট খোলা জায়গায় রাখবেন।
৪। প্রজেক্টর বা ল্যাপটপ কেনার পর দেখবেন এর বাক্সে একটি ছোট্ট কাগজের প্যাকেট দেয়া থাকে, যার মধ্যে কিছু পাউডার জাতীয় পদার্থ থাকে, এটা কখনই ফেলবেন না। এটা আসলে সিলিকা জেল পাউডার যা পানি শোষন করে।এটা ঘাম হতে প্রজেক্টরকে রক্ষা করবে। একই জাতীয় পদার্থ গুড়ো দুধের কৌটাতেও থাকে আপনার টা হারিয়ে গেলে আপনি সেটাও ব্যবহার করতে পারেন।
৫। নরবরে টেবিলে প্রজেক্টর রেখে চালাবেন না।

৬। চালু অবস্থায় এক স্থান হতে অন্য স্থানে কখনই সরাবেন না।
৭। চালু অবস্থায় আমরা অনেক সময় প্রজেক্শান ঢেকে দেবার জন্য বই বা এ জাতীয় কিছু ব্যবহার করি। এটা কখনই করবেন না। এতে লেন্সের মারাক্তক ক্ষতি করে।
৮। লো ভোল্টেজে চালাবেন না।
৯।লুজ কানেকশন আছে এমন পয়েন্টে প্রজেক্টর চালাবেন না।
১০। প্রজেক্টর ভাল কাজ পেতে চাইলে VGA ক্যাবলের পরিবর্তে HDMI ক্যাবল ব্যবহার করবেন। যার দাম মাত্র ৩৫০/৪০০ টাকা।
১১। ধুলো বালি যাতে না জমে সেদিকে লক্ষ্য রাখতে হবে। সম্ভব হলে ব্লোয়ার মেসিন( জোরে বাতাস দেবার একধরনের মেসিন) দ্বারা বাতাস প্রবাহের মাধ্যমে পরিস্কার করবেন। (আইসিটি  ইন এডুকেশন  সমস্যা সমাধান হতে সংগৃহীত।)
Theme images by fpm. Powered by Blogger.