যেভাবে সাধারণ ভবিষ্য তহবিলের হিসাব করবেন
 Views
                 
সাধারণ ভবিষ্য তহবিলের হিসাব করুন নিজেই।
চাকরি ০২ বছর অতিবাহিত হওয়ার পর জিপিএ বা সাধারণ ভবিষ্য তহবিলে অর্থ কর্তন বাধ্যতামূলক। বছর শেষে জিপিএফ স্লিপ এ দেখানো জমাকৃত অর্থ ও সুদের পরিমাণ যাচাই করুন নিজেই।
১। প্রারম্ভিক জের (বিগত বছরে ৩০ জুন পর্যন্ত মোট স্থিতি)
২। বৎসরের সুদ (প্রতি মাসে কর্তন*১২)
৩। বৎসরের সুদ (সুদের হার ১৩%) তাহলে প্রারম্ভিক জের*০.১৩ +মাসিক কর্তন*০.৮৪৫ = যোগফল
৪। প্রত্যাহার (অগ্রিম উত্তোলন)
৫। জের (১+২+৩) -৪ = ৫
উদাহরণ: মতিন সাহেবের পূর্বে স্থিতি ৪৯,৯৭৮ টাকা, মাসিক কর্তন ১,৫০০ টাকা, অগ্রিম উত্তোলন নাই। বছরান্তে তার হিসাব নিম্নরূপ:
১। প্রারম্ভিক জমা = ৪৯,৯৭৮ /- টাকা মাত্র।
২। বৎসরের জমা ১,৫০০*১২ = ১৮,০০০/- টাকা।
৩। বৎসরের সুদ ৪৯,৯৭৮*০.১৩ = ৬,৪৯৭.১৪ টাকা এবং ১,৫০০*০.৮৪৫ =১,২৬৭.৫০ টাকা, তাহলে সর্বমোট ৭,৭৬৪.৬৪ টাকা মাত্র।
৪। প্রত্যাহার – প্রযোজ্য নয়।
৫। ৪৯,৯৭৮ টাকা +১৮,০০০ টাকা +৭,৭৬৪.৬৪ টাকা = ৭৫,৭৪২.৬৪ টাকা সর্বোমোট জমা মাত্র।


 
 
 
 
 
 
 
 
%20%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A3%20%E0%A6%86%E0%A7%9F%E0%A7%8B%E0%A6%9C%E0%A6%A8%20%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87%20%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%85%20%E0%A6%8F%E0%A6%B0%20%E0%A6%AA%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A5%A4.jpg) 
 
 

 
 
 .png) 
