TWTMS সফটওয়্যারের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের বার্ষিক চাঁদা প্রদানের নির্দেশ
TWTMS সফটওয়্যারের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের বার্ষিক চাঁদা প্রদানের নির্দেশ
ঢাকা, ২২ ডিসেম্বর ২০২৫:
সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আরও স্বচ্ছ, দ্রুত ও আধুনিক করার লক্ষ্যে Primary School Teacher's Welfare Trust Management System (TWTMS) সফটওয়্যারের মাধ্যমে শিক্ষকদের বার্ষিক চাঁদা প্রদানের নির্দেশনা জারি করা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট সূত্রে জানা গেছে, ট্রাস্টের বার্ষিক চাঁদা আদায়, শিক্ষকদের আর্থিক অনুদান প্রদানসহ অন্যান্য কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য TWTMS সফটওয়্যারে প্রয়োজনীয় সংশোধন ও সংযোজন কার্যক্রম সম্পন্ন হয়েছে।
এর আলোকে সংশ্লিষ্ট জেলাসমূহের উপজেলা/থানা পর্যায়ে আগামী ২৩ ডিসেম্বর ২০২৫ থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকের বার্ষিক চাঁদা TWTMS সফটওয়্যারের মাধ্যমে প্রদান নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
ব্যাংক ড্রাফট সংক্রান্ত নির্দেশনা
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, কোনো উপজেলা বা থানার ক্ষেত্রে ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে যেকোনো বছরের বার্ষিক চাঁদা যদি পূর্বে ব্যাংক ড্রাফটের মাধ্যমে প্রেরণ করা হয়ে থাকে, তাহলে সেসব ক্ষেত্রে সফটওয়্যারের মাধ্যমে পুনরায় চাঁদা প্রদান করার প্রয়োজন নেই। তবে সে ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক প্রেরিত শিক্ষকদের নামের তালিকার পিডিএফ কপি এবং নির্ধারিত ছক অনুসরণ করে প্রস্তুতকৃত এক্সেল শিট ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে।
নির্ধারিত ই-মেইল ঠিকানা হলো: kallantrust.1985@gmail.com। বিষয়টি অতীব জরুরি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
প্রেরণযোগ্য তথ্যের ছক
এক্সেল শিটে নিম্নোক্ত তথ্যসমূহ অন্তর্ভুক্ত করতে হবে—
ক্রমিক নম্বর
জেলার নাম
উপজেলার নাম
বিদ্যালয়ের নাম
শিক্ষকের নাম
মোবাইল নম্বর
চাঁদার পরিমাণ
আওতাভুক্ত জেলা
এই নির্দেশনা কার্যকর হবে নিম্নোক্ত জেলাসমূহে—
রংপুর, চাঁপাইনবাবগঞ্জ, রাঙামাটি, কুমিল্লা, যশোর, টাঙ্গাইল, শরিয়তপুর, ময়মনসিংহ, হবিগঞ্জ, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, দিনাজপুর, নাটোর, রাজশাহী ও গাজীপুর।
বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেছেন আলেয়া ফেরদৌসী শিখা, সদস্য সচিব, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট এবং উপপরিচালক (প্রশাসন), প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
সংশ্লিষ্ট সকল জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের যথাযথভাবে নির্দেশনা বাস্তবায়নের জন্য অনুরোধ জানানো হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট
সেকশন ২, মিরপুর, ঢাকা ১২১৬
তারিখঃ ৬ পৌষ ১৪৩২ ২২ ডিসেম্বর ২০২৫
স্মারক নং-স/প্রা/বি/ক/ট্রাস্ট-২০২৫-১০০৪
বিষয়: Primary School Teacher's Welfare Trust Management System (TWTMS) সফটওয়্যার এর
মাধ্যমে বার্ষিক চাঁদা প্রদান প্রসঙ্গে।
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্টের বার্ষিক চাঁদা আদায়, শিক্ষকদের আর্থিক অনুদান প্রদানসহ বিভিন্ন কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন করার নিমিত্ত Primary School Teacher's Welfare Trust Management System (TWTMS) সফটওয়্যারটির প্রয়োজনীয় সংশোধন ও সংযোজন কার্যক্রম সম্পন্ন হয়েছে। সে আলোকে আপনার জেলার উপজেলা/থানা সমূহে আগামী ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখ থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বার্ষিক চাঁদা সফটওয়্যারের মাধ্যমে প্রদান নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
উল্লেখ্য যে, কোন উপজেলা/থানার ২০২৩ থেকে ২০২৫ এর যে কোন সালের বার্ষিক চাঁদা পূর্বের ন্যায় ব্যাংক ড্রাফটের মাধ্যমে প্রেরণ করলে তাদের সফটওয়্যারের মাধ্যমে পূনরায় প্রদান করার প্রয়োজন নেই, তবে উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক প্রেরিত নামের তালিকার পিডিএফসহ নিম্নের ছক অনুসরণ করে এক্সেল সিটে kallantrust.1985@gmail.com এ মেইলে প্রেরণ করতে হবে। বিষয়টি অতীব জরুরী।
ছক
নং
জেলাঃ
উপজেলাঃ
বিদ্যালয়ের নামঃ
শিক্ষকের নামঃ
মোবাইল নংঃ
চাঁদার পরিমাণঃ
স্বাক্ষরিত
আলেয়া ফেরদৌসী শিখা
সদস্য সচিব, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট
ও
উপপরিচালক (প্রশাসন), প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
আওতাভুক্ত জেলাসমুহঃ
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার
রংপুর/ চাঁপাইনবাবগঞ্জ/ রাংগামাটি/কুমিল্লা/যশোর/ টাংগাইল/ শরিয়তপুর/ ময়মনসিংহ/ হবিগঞ্জ/ চট্টগ্রাম/ বরিশাল/খুলনা/দিনাজপুর/ নাটোর/ রাজশাহী/গাজীপুর।



No comments
Your opinion here...