জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫: ৩১ ডিসেম্বরের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি
জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫: ৩১ ডিসেম্বরের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি
সংবাদ প্রতিবেদন:
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত সাধারণ ছুটির কারণে জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর একটি দিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢাকা শিক্ষা বোর্ডের জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ (বুধবার) সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ প্রেক্ষিতে চলমান জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ৩১ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থগিতকৃত পরীক্ষাটি আগামী ৫ জানুয়ারি ২০২৬ (সোমবার) যথাসময়ে ও পূর্বনির্ধারিত কেন্দ্রগুলোতে অনুষ্ঠিত হবে। পরীক্ষার অন্যান্য দিন ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।
ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকল পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং কেন্দ্র সচিবদের বিষয়টি যথাযথভাবে অবগত হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে। বিষয়টি অতীব জরুরি হওয়ায় দ্রুততম সময়ে এ সিদ্ধান্ত জানানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার, পরীক্ষা নিয়ন্ত্রক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এবং সদস্য সচিব ও নির্বাহী কমিটি, জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।
www.dhakaeducationboard.gov.bd
১৩-১৪ জয়নাগ রোড, বকশীবাজার, ঢাকা- ১২১১
পত্র নং: বৃত্তি/২০২৫/৪৫
তারিখ: ৩০/১২/২০২৫ খ্রি-
বিষয়: জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ৩১/১২/২০২৫ খ্রি. তারিখের পরীক্ষা স্থগিত প্রসঙ্গে।
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আগামী ৩১/১২/২০২৫ তারিখ বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছেন। এমতাবস্থায়, চলমান জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর সময়সূচি অনুযায়ী আগামী ৩১/১২/২০২৫ তারিখের নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হলো। স্থগিতকৃত পরীক্ষা আগামী ০৫/০১/২০২৬ তারিখ সোমবার যথাসময়ে অনুষ্ঠিত হবে।
বিষয়টি অতীব জরুরি।
স্বাক্ষরিত
প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার
পরীক্ষা নিয়ন্ত্রক মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা সদস্য সচিব
ও
নির্বাহী কমিটি, জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫।



No comments
Your opinion here...