ad

১ জানুয়ারি ২০২৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ, সব ধরনের আনুষ্ঠানিকতা পরিহারের নির্দেশ

Views


১ জানুয়ারি ২০২৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ, সব ধরনের আনুষ্ঠানিকতা পরিহারের নির্দেশ

প্রতিবেদন:

প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের হাতে ২০২৬ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ করা হবে আগামী ১ জানুয়ারি ২০২৬ তারিখে। এ উপলক্ষে সব ধরনের আনুষ্ঠানিকতা পরিহার করার জন্য সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সেকশন-২, মিরপুর, ঢাকা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সারাদেশের প্রাক-প্রাথমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নির্ধারিত দিনে পাঠ্যপুস্তক তুলে দেওয়া হবে। বই বিতরণ কার্যক্রম চলাকালে কোনো ধরনের অনুষ্ঠান, ব্যানার, ফেস্টুন বা আনুষ্ঠানিক আয়োজন না করার জন্য বিশেষভাবে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পূর্বে জারি করা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি পত্র এতদ্বারা বাতিল করা হলো। নতুন নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে স্বাক্ষর করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোঃ মাসুদ হোসেন। নির্দেশনাটি ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, আনুষ্ঠানিকতা পরিহার করে সরাসরি শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়ার মাধ্যমে সময় ও ব্যয় সাশ্রয় হবে এবং শিক্ষাবর্ষের প্রথম দিন থেকেই শিক্ষার্থীরা পাঠ্যবই নিয়ে শ্রেণিকক্ষে অংশ নিতে পারবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

সেকশন ২, মিরপুর, ঢাকা-১২১৬

স্মারক নম্বর: ৩৮.০১.০০০০,৩০০,২১.০৬২.২২--.০১.০০০০.৩০০.২১.০৬২.২২-২৩৮/৫৮৬

তারিখ:  ১৫ পৌষ ১৪৩২ ৩০ ডিসেম্বর ২০২৫

বিষয়ঃ শিক্ষার্থীদের হাতে ২০২৬ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ

সূত্রঃ ৩৮.০১.০০০০,৩০০.২১.০৬২.২২-২৩৬/৫৮৬; তারিখঃ ২৮ ডিসেম্বর ২০২৫

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ০১ জানুয়ারি ২০২৬ তারিখ শিক্ষার্থীদের হাতে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ করা হবে। উক্ত পাঠ্যপুস্তক বিতরণকালে সকল ধরণের আনুষ্ঠানিকতা পরিহার করতে হবে।

২। এমতাবস্থায়, সকল ধরণের আনুষ্ঠানিকতা পরিহারপূর্বক ০১ জানুয়ারি ২০২৬ তারিখ শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক বিতরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

০৩। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সূত্রোক্ত পত্রটি এতদ্বারা বাতিল করা হলো।

স্বাক্ষরিত

মোঃ মাসুদ হোসেন

পরিচালক (প্রশাসন)



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.