ad

সময়মতো শেষ না হওয়া প্রান্তিক মূল্যায়ন দ্রুত সম্পন্নের নির্দেশনা জারি

Views

 


সময়মতো শেষ না হওয়া প্রান্তিক মূল্যায়ন দ্রুত সম্পন্নের নির্দেশনা জারি

👉নির্ধারিত সময়ে শেষ না হওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় প্রান্তিক মূল্যায়ন ১৫ ডিসেম্বরের মধ্যে সম্পন্নের নির্দেশ

সংবাদ প্রতিবেদন:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, সেকশন-২, মিরপুর, ঢাকা থেকে জারিকৃত এক গুরুত্বপূর্ণ নির্দেশনায় সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অসম্পন্ন থাকা ৩য় প্রান্তিক মূল্যায়ন-২০২৫ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

২০২৫ সালের ৩০ নভেম্বর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জারি করা নির্দেশ অনুযায়ী ১ থেকে ১০ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন সম্পন্ন করার কথা থাকলেও, দেশের বেশ কিছু বিদ্যালয় নির্ধারিত সময়ে মূল্যায়ন কার্যক্রম শেষ করতে পারেনি।

এ পরিস্থিতিতে ৭ ডিসেম্বর ২০২৫ তারিখে অধিদপ্তরের স্মারক নম্বর ৩৮.০১.০০০০.৪০০.৯৯.০০১.২৩.২৯৩৮ এর মাধ্যমে জানানো হয় যে, যেসব বিদ্যালয় এখনও মূল্যায়ন শেষ করতে পারেনি, তারা অবশ্যই ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন করবে। প্রয়োজনে বিদ্যালয়গুলোকে নতুন প্রশ্নপত্র প্রণয়ন করেও এই মূল্যায়ন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

এই নির্দেশনাটি স্বাক্ষর করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি অ্যান্ড অপারেশন) ও যুগ্মসচিব এ.কে. মোহম্মদ সামছুল আহসান

নির্দেশনায় আরও বলা হয়, শিক্ষার্থীদের ধারাবাহিক মূল্যায়ন প্রক্রিয়া সঠিক সময়ে সম্পন্ন হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নির্ধারিত সময়সীমার মধ্যেই সব বিদ্যালয়কে কার্যক্রম শেষ করে প্রতিবেদন দাখিল করতে হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আশা করছে, এই নির্দেশনার মাধ্যমে সারাদেশের বিদ্যালয়গুলো দ্রুতই বাকি থাকা মূল্যায়ন কার্যক্রম শেষ করবে এবং শিক্ষার্থীদের শিখন অগ্রগতি সঠিকভাবে মূল্যায়ন সম্ভব হবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

 সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬

 www.dpe.gov.bd

তারিখ: ২২ অগ্রহায় ৯৪৩২ ০৭ ডিসেম্বর ২০২৫

স্মারক নম্বর: ৩৮.০১.০০০০.৪০০.৯৯.০০১.২৩.২৯৩৮

বিষয়: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩য় প্রান্তিক মূল্যায়ন-২০২৫ সমাপ্তকরণ।

সূত্র: প্রাথমিক শিক্ষা অধিদপ্তররের স্মারক নম্বর ৩৮.০১.০০০০,৪০০.৯৯.০০১.২৩,

তারিখ: ৩০/১১/২০২৫খ্রি:।

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, সারাদেশে ০১ থেকে ১০ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩য় প্রান্তিক মূল্যায়ন-২০২৫ সম্পন্ন করার নির্দেশ দেয়া হয়েছে। কিছু সংখ্যক বিদ্যালয়ে নির্ধারিত সময়ে ৩য় প্রান্তিক মূল্যায়ন- ২০২৫ কার্যক্রম সম্পন্ন হয়নি।

০২। বর্ণিতাবস্থায়, যে সকল বিদ্যালয়ে মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়নি সে সকল বিদ্যালয়ে আগামী ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে, প্রয়োজনে নতুন প্রশ্নপত্র প্রণয়নপূর্বক, ৩য় প্রান্তিক মূল্যায়ন- ২০২৫ এর কার্যক্রম সমাপ্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

স্বাক্ষরিত

এ.কে. মোহম্মদ সামছুল আহসান 

যুগ্মসচিব 

পরিচালক (পলিসি এন্ড অপারেশন)



No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.