১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মসূচি ঘোষণা
১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মসূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক:
১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে জাতীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এ লক্ষ্যে ৮ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক জনাব আবু নূর মোঃ শামসুজ্জামান।
সভায় বিভাগীয়, জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ অধীনস্থ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ
১. শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা
১৪ ডিসেম্বর ২০২৫ তারিখে শহিদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে এক বিশেষ আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
এই আলোচনা সভা ঢাকা পিটিআই–তে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ইউনিট, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এবং শিশু কল্যাণ ট্রাস্টের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
বাস্তবায়নকারী কর্তৃপক্ষ: পরিচালক (প্রশাসন)।
২. মহান বিজয় দিবসে জাতীয় পতাকা উত্তোলন
১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের মতো প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে সঠিক নিয়মে জাতীয় পতাকা উত্তোলন করার নির্দেশ দেওয়া হয়েছে।
এর মধ্যে রয়েছে—বিভাগীয়, জেলা ও উপজেলা শিক্ষা কার্যালয়, সকল পিটিআই, সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান।
বাস্তবায়নকারী কর্তৃপক্ষ: সংশ্লিষ্ট দপ্তর/প্রতিষ্ঠান।
৩. জেলা-উপজেলায় কুচকাওয়াজ, জাতীয় সঙ্গীত ও ডিসপ্লে
মহান বিজয় দিবসে জেলা ও উপজেলা পর্যায়ে আয়োজিত কর্মসূচিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।
জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনীতে ছাত্র-ছাত্রীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে প্রধান শিক্ষক, উপজেলা ও জেলা শিক্ষা কর্মকর্তাদের ভূমিকা রাখতে বলা হয়েছে।
বাস্তবায়নকারী কর্তৃপক্ষ: প্রধান শিক্ষক/উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার/জেলা প্রাথমিক শিক্ষা অফিসার।
৪. মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, আবৃত্তি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
জেলা ও উপজেলা পর্যায়ে শিশুদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ বাধ্যতামূলক করতে বলা হয়েছে।
বাস্তবায়নকারী কর্তৃপক্ষ: প্রধান শিক্ষক/উপজেলা ও জেলা শিক্ষা অফিসার।
৫. কক্সবাজার লিডারশীপ ট্রেনিং সেন্টারে আলোকসজ্জার জন্য বাজেট
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কক্সবাজার লিডারশীপ ট্রেনিং সেন্টার ভবন আলোকসজ্জার জন্য ৫০,০০০ টাকা বরাদ্দ অনুমোদন করা হয়েছে।
বাস্তবায়নকারী কর্তৃপক্ষ: পরিচালক (অর্থ)।
সকল কর্মকর্তা-কর্মচারীকে নির্দেশনা
সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ যথাযথভাবে বাস্তবায়নের জন্য অধিদপ্তর ও অধীনস্থ অফিসসমূহের সকল কর্মকর্তা-কর্মচারীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
সভাপতি জনাব আবু নূর মোঃ শামসুজ্জামান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সেকশন-২, মিরপুর, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd
বিষয়: ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে জাতীয় কর্মসূচির সাথে সংগতি রেখে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত সভার কার্যবিবরণী:
সভাপতিঃ জনাব আবু নূর মোঃ শামসুজ্জামান মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
স্থান : কনফারেন্স কক্ষ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
তারিখ : ০৮ ডিসেম্বর ২০২৫ খ্রি: তারিখ
সময় : বেলা ১২.০০ ঘটিকা
সভায় উপস্থিতি: পরিশিষ্ট 'ক'
সভায় উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে সভার কার্যক্রম শুরু করা হয়। ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে জাতীয় কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সভা অনুষ্ঠিত হয়। উল্লিখিত সভাসমূহে গৃহীত সিদ্ধান্তের সাথে সঙ্গতি রেখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরাধীন দপ্তরসমূহের জন্য কর্মসূচি নির্ধারণ ও বাস্তবায়ন করা হবে। যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৫ উদ্যাপন এবং শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালনের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করা হয়।
০২। অতঃপর ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে মন্ত্রণালয় কর্তৃক গৃহীত জাতীয় কর্মসূচি সভায় উপস্থাপন করা হয়। সভায় বিস্তারিত আলোচনান্তে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও আওতাধীন দপ্তর ও প্রতিষ্ঠানসমূহে মহান বিজয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন উপলক্ষ্যে নিম্নরূপ সিদ্ধান্ত গহীত হয়:
১) জাতীয় কর্মসূচি (খসড়া)ঃ ১৪.১২.২০২৪ তারিখে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষ্যে দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভার আয়োজন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিদ্ধান্তঃ ১৪.১২.২০২৫ তারিখে শহিদ বুদ্ধিজীবী দিবসটির তাৎপর্য তুলে ধরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর/ বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ইউনিট/ উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো/ শিশু কল্যাণ ট্রাস্ট এর প্রতিনিধিদের উপস্থিতিতে ঢাকা পিটিআই সকাল ১০:০০ ঘটিকায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বাস্তবায়নকারী কর্তৃপক্ষঃ পরিচালক (প্রশাসন)
২) জাতীয় কর্মসূচি (খসড়া)ঃ ১৬.১২.২০২৫ তারিখে পতাকা বিধি অনুযায়ী সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিদ্ধান্তঃ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন দপ্তরসমূহ যথা বিভাগীয়, জেলা, উপজেলা শিক্ষা কার্যালয়, সকল পিটিআই, প্রাথমিক বিদ্যালয় ও সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখ মহান বিজয় দিবসে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা (বিধি মোতাবেক সঠিক মাপ ও রংয়ের) উত্তোলন করতে হবে।
বাস্তবায়নকারী কর্তৃপক্ষঃ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরাধীন সকল দপ্তর/প্রতিষ্ঠান।
৩) জাতীয় কর্মসূচি (খসড়া)ঃ ১৬.১২.২০২৫ তারিখে দেশের সকল জেলা এবং উপজেলা পর্যায়ে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিদ্ধান্তঃ স্থানীয় প্রশাসন কর্তৃক আয়োজিত কর্মসূচির সাথে সম্পৃক্ত থেকে জেলা/উপজেলা পর্যায়ের স্টেডিয়াম/ সুবিধাজনক স্থানে অনুষ্ঠেয় জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, কুজকাওয়াজ ডিসপ্লে প্রদর্শন অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সম্বলিত দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
বাস্তবায়নকারী কর্তৃপক্ষঃ প্রধান শিক্ষক/উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার/জেলা প্রাথমিক শিক্ষা অফিসার।
৪) জাতীয় কর্মসূচি (খসড়া)ঃ জেলা ও উপজেলা পর্যায়ে শিশুদের অংশগ্রহণে (সুবিধাজনক সময়ে) মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিদ্ধান্তঃ জেলা ও উপজেলা পর্যায়ে শিশুদের অংশগ্রহণে (সুবিধাজনক সময়ে) মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
বাস্তবায়নকারী কর্তৃপক্ষঃ প্রধান শিক্ষক/উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার/জেলা প্রাথমিক শিক্ষা অফিসার।
৫) জাতীয় কর্মসূচি (খসড়া)ঃ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ উদযাপনে অর্থ বরাদ্দ।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সিদ্ধান্তঃ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষ্যে কক্সবাজার লিডারশীপ ট্রেনিং সেন্টার ভবন আলোক সজ্জাকরণের জন্য ৫০,০০০/ অর্থ বরাদ্দের সিদ্ধান্ত হয়।
বাস্তবায়নকারী কর্তৃপক্ষঃ পরিচালক (অর্থ)।
০৩। ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৫ যথাযথভাবে উদ্যাপনের লক্ষ্যে গৃহীত কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও অধীনস্থ অফিসসমূহের সকল কর্মকর্তা-কর্মচারীকে অনুরোধ করা হলো।
সভায় আর কোন আলোচ্য বিষয় না থাকায় সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
স্বাক্ষরিত
আবু নূর মোঃ শামসুজ্জামান
মহাপরিচালক।




No comments
Your opinion here...