সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫,৫০২ প্রধান শিক্ষকের বেতন ১১ থেকে ১০ম গ্রেডে উন্নীতের সুপারিশ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫,৫০২ প্রধান শিক্ষকের বেতন ১১ থেকে ১০ম গ্রেডে উন্নীতের সুপারিশ
স্টাফ রিপোর্টার:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। অবশেষে ৬৫,৫০২টি প্রধান শিক্ষক পদের বেতন স্কেল ১১ গ্রেড থেকে ১০ গ্রেডে উন্নীতকরণের সুপারিশ করেছে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা স্মারক নম্বর ০৪.০০.০০০০.০০০.৭১১.০৬.০০১৭.২৫.২৮৭, তারিখ ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ / ১০ ডিসেম্বর ২০২৫ খ্রি., এ তথ্য জানা যায়।
মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে ৩ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত ৮ম সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় উপস্থাপিত প্রস্তাবটি বিস্তারিত পর্যালোচনার পর চূড়ান্তভাবে অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।
৪৫ জন প্রধান শিক্ষকের রায়ের ধারাবাহিকতায় সারাদেশের বেতন উন্নীতকরণ
সভায় জানানো হয়, রিট পিটিশন নম্বর ৩২১৪/২০১৮ অনুযায়ী ইতোমধ্যে ৪৫ জন প্রধান শিক্ষককে ১১ গ্রেড থেকে ১০ গ্রেডে উন্নীত করে সরকারি আদেশ জারি করা হয়েছে।
উক্ত রায়ের আলোকে সারাদেশের ৬৫,৫০২টি প্রধান শিক্ষক পদের বেতন স্কেলও একইভাবে উন্নীত করার প্রস্তাব দিলে—
জনপ্রশাসন মন্ত্রণালয় প্রস্তাবে সম্মতি প্রদান করে,
-
অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ সম্মতি জানায় এবং
-
অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ পদের বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারণ করে।
সচিব কমিটির সিদ্ধান্ত
সভায় বিস্তারিত আলোচনার পর নিম্নোক্ত সিদ্ধান্ত গৃহীত হয়—
▶ ৬৫,৫০২টি প্রধান শিক্ষক পদের বেতন স্কেল ১১ গ্রেড থেকে ১০ গ্রেডে উন্নীত করার সুপারিশ করা হলো।
এ ছাড়া বলা হয়—
জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগ কর্তৃক আরোপিত সব শর্ত প্রতিপালন করতে হবে,
-
এবং প্রয়োজনীয় সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।
প্রধান শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি পূরণের পথে বড় অগ্রগতি
প্রাথমিক শিক্ষার অগ্রগতিতে যারা নেতৃত্ব দিচ্ছেন, সেই প্রধান শিক্ষকদের বহু বছরের দাবি ছিল বেতন স্কেল উন্নীতকরণ। সচিব কমিটির এই সিদ্ধান্ত প্রাথমিক শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
চিঠিতে স্বাক্ষর করেছেন—
জি. এম. সরফরাজ,
উপসচিব, মন্ত্রিপরিষদ বিভাগ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
মন্ত্রিপরিষদ বিভাগ
প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয়-১ অধিশাখা
www.cabinet.gov.bd
তারিখ: ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ১০ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
স্মারক নম্বর: ০৪.০০.০০০০.০০০.৭১১.০৬.০০১৭.২৫.২৮৭
বিষয়: প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির ২০২৫-২৬ অর্থবছরের ৮ম সভার কার্যবিবরণী।
১৮ অগ্রহায়ণ ১৪৩২/ ৩ ডিসেম্বর ২০২৫ বুধবার মন্ত্রিপরিষদ সচিব মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিম্নোক্ত বিষয়ের উপর গৃহীত আলোচনা ও সিদ্ধান্ত নির্দেশক্রমে প্রেরণ হলো।
আলোচ্য বিষয়-৭: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫,৫০২টি প্রধান শিক্ষকের পদের বেতন স্কেল ১১ গ্রেড হতে ১০ গ্রেডে উন্নীতকরণ।
আলোচনা:
৭.১। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫,৫০২টি প্রধান শিক্ষকের পদের বেতন স্কেল ১১ গ্রেড হতে ১০ গ্রেডে উন্নীতকরণের প্রস্তাব সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় উপস্থাপন করেন।
৭.২। সভাকে অবহিত করা হয় যে, রিট পিটিশন নম্বর ৩২১৪/২০১৮ অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন স্কেল গ্রেড-১১ থেকে গ্রেড-১০ এ উন্নীতকরণ করে সরকারি আদেশ জারি করা হয়েছে। উক্ত ৪৫ জন প্রধান শিক্ষকের ধারাবাহিকতায় অবশিষ্ট ৬৫,৫০২টি প্রধান শিক্ষক পদের বেতন স্কেল গ্রেড-১১ থেকে গ্রেড-১০ এ উন্নীতকরণের প্রস্তাব করা হলে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্মতি প্রদান করেছে। অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ সম্মতি প্রদান করেছে। অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ উক্ত ৬৫,৫০২টি পদের বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারণ করেছে।
৭.৩। বিস্তারিত পর্যালোচনাপূর্বক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫,৫০২টি প্রধান শিক্ষকের পদের বেতন স্কেল ১১ গ্রেড হতে ১০ গ্রেডে উন্নীতকরণের সুপারিশ করা যেতে পারে মর্মে সভায় ঐকমত্য প্রকাশ করা হয়।
সিদ্ধান্ত:
৭.৪। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬৫,৫০২টি প্রধান শিক্ষকের পদের বেতন গ্রেড-১১ থেকে গ্রেড-১০ এ উন্নীতকরণের সুপারিশ করা হলো;
ক) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগ কর্তৃক আরোপিত শর্তাদি (প্রযোজ্য ক্ষেত্রে) প্রতিপালন এবং অন্যান্য প্রয়োজনীয় সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।
স্বাক্ষরিত
জি. এম. সরফরাজ
উপসচিব।



No comments
Your opinion here...