ad

সরকারি প্রাথমিক বিদ্যালয়–শিক্ষার্থী মেধা যাচাই ২০২৫: ফি নির্ধারণ, সময়সূচি ও OMR শিটের নমুনা প্রকাশ

Views



সরকারি প্রাথমিক বিদ্যালয়–শিক্ষার্থী মেধা যাচাই ২০২৫: ফি নির্ধারণ, সময়সূচি ও OMR শিটের নমুনা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক:

সরকারি প্রাথমিক বিদ্যালয়–শিক্ষার্থী মেধা যাচাই ২০২৫ আয়োজনকে সামনে রেখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তিনটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে। পরীক্ষার ফি আদায়, সময়সূচি প্রকাশ এবং OMR শিটের নমুনা বিতরণের বিষয়ে এসব নির্দেশনা মাঠ প্রশাসনকে ইতোমধ্যেই পাঠানো হয়েছে।

মেধা যাচাই পরীক্ষার ফি নির্ধারণ ও জমাদানের নির্দেশনা

(স্মারক নং: ৩৮.০১.০০০০.১০৭.৩৩.০০১.২০২৫-২৩৮২)

২০২৫ সালের মেধা যাচাই পরীক্ষার ফি ১০০ (একশত) টাকা নির্ধারণ করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির ২১ আগস্ট ২০২৫ তারিখের সভার সিদ্ধান্ত অনুযায়ী এ ফি নির্ধারিত হয়।

ফি আদায় ও জমাদানের প্রক্রিয়া

  1. উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসাররা নির্ধারিত ফি আদায় করবেন।

  2. আদায়কৃত সমুদয় অর্থ কোড নং ১৪২২৩২৬ (পরীক্ষার ফি খাত) অনুযায়ী ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিতে হবে।

  3. জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের তাদের জেলার আওতাধীন প্রতিটি উপজেলা/থানা থেকে সঠিকভাবে জমাদানের বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

  4. জমাকৃত অর্থের ট্রেজারি চালানের ছায়ালিপি ও তথ্য ছকসহ ৩০ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে adgeneraldpe@gmail.com ঠিকানায় পাঠাতে হবে।

ফি মওকুফের সুযোগ

অতি দরিদ্র শিক্ষার্থীরা প্রধান শিক্ষক বরাবর আবেদন করলে উপজেলা কমিটি আবেদন পর্যালোচনা করে ফি মওকুফের সিদ্ধান্ত নেবে।

OMR শিটের নমুনা সরবরাহ

(স্মারক নং: ৩৮.০১.০০০০.১০৭.৩৩.০০১.২০২৫-২৩৮৬)

২০২৫ সালের মেধা যাচাই পরীক্ষা এবার OMR শিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের অনুশীলন ও সংশ্লিষ্টদের অবহিত করার লক্ষ্যে OMR শিটের নমুনা কপি মাঠ পর্যায়ে পাঠানো হয়েছে।

নির্দেশনায় জানানো হয়েছে, এই পরীক্ষা ২১ ডিসেম্বর ২০২৫ তারিখ থেকে সারাদেশে একযোগে শুরু হবে।

পরীক্ষার সময়সূচি প্রকাশ

(স্মারক নং: ৩৮.০১.০০০০.১০৭.৩৩.০০১.২০২৫-২৩৮৭)

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০২৫ সালের মেধা যাচাই পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। চার দিনব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১–২৪ ডিসেম্বর ২০২৫।

সময়সূচি এক নজরে

তারিখ বার সময় বিষয় বিষয় কোড
২১/১২/২০২৫ রবিবার সকাল ১০টা – দুপুর ১২.৩০ বাংলা
২২/১২/২০২৫ সোমবার সকাল ১০টা – দুপুর ১২.৩০ ইংরেজি
২৩/১২/২০২৫ মঙ্গলবার সকাল ১০টা – দুপুর ১২.৩০ প্রাথমিক গণিত
২৪/১২/২০২৫ বুধবার সকাল ১০টা – দুপুর ১২.৩০ বাংলাদেশ ও বিশ্বপরিচয় + প্রাথমিক বিজ্ঞান

বিশেষ সুবিধা

  1. বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা অতিরিক্ত ২০ মিনিট সময় পাবেন।

নির্দেশনা

মাঠ পর্যায়ের সব শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয়সমূহকে সময়সূচি যথাযথভাবে জানিয়ে প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

উপসংহার

মেধা যাচাই ২০২৫ পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে ফি নির্ধারণ থেকে শুরু করে সময়সূচি ও পরীক্ষা পদ্ধতি–সবগুলো বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। এতে পরীক্ষার স্বচ্ছতা ও মানোন্নয়ন নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।

পত্রঃ ০১

 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

 মিরপুর-২, ঢাকা-১২১৬

www.dpe.gov.bd

স্মারক নং- ৩৮.০১.০০০০.১০৭.৩৩.০০১.২০২৫-২৩৮২

তারিখ: ০৪ অগ্রহায়ণ ১৪৩২ ১৯ নভেম্বর ২০২৫

বিষয়: সরকারি প্রাথমিক বিদ্যালয়-শিক্ষার্থী মেধা যাচাই ২০২৫ এর ফি আদায় এবং সরকারি কোষাগারে জমাদান।

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির বিগত ২১ আগষ্ট ২০২৫ তারিখের সভার ২.০ নং ক্রমিকের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়-শিক্ষার্থী মেধা যাচাই ২০২৫ এর পরীক্ষার ফি ১০০ (একশত) টাকা নির্ধারণ করা হয়েছে।

০২। উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসারগণ নির্ধারিত হারে সরকারি প্রাথমিক বিদ্যালয়-শিক্ষার্থী মেধা যাচাই ২০২৫ এর পরীক্ষার ফি আদায় করে সমূদয় অর্থ কোড নং-১৪২২৩২৬ পরীক্ষার ফি খাতে ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা প্রদান করেবেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসারগণকে তার জেলার আওতাধীন সকল উপজেলা/থানার আদায়কৃত অর্থ জমা প্রদানের বিষয়টি নিশ্চিত করতে হবে এবং জমাকৃত অর্থের ট্রেজারি চালানের ছায়ালিপিসহ নিম্নোক্ত ছক পূরণকরত তথ্য adgeneraldpe@gmail.com মেইলে আগামী ৩০ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

'ছক'

উপজেলা/থানাঃ

পরীক্ষার নামঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়-শিক্ষার্থী মেধা যাচাই ২০২৫

ডিআরভুক্ত পরীক্ষার্থীর সংখ্যাঃ

ট্রেজারি চালানে জমাকৃত টাকার পরিমাণঃ

ট্রেজারি চালান নম্বর ও তারিখঃ

০৩। অতি দরিদ্র শিক্ষার্থীর ফি মওকুফের জন্য প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে হবে এবং উপজেলা কমিটি আবেদন, পর্যালোচনা করে ফি মওকুফের বিষয়টি নিশ্চিত করবে।

স্বাক্ষরিত

মোহাম্মদ নজরুল ইসলাম

সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

পত্রঃ ০২
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
 মিরপুর-২, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd

স্মারক নং- ৩৮.০১.০০০০.১০৭.৩৩.০০১.২০২৫-২৩৮ه

তারিখ: ০৪ অগ্রহায়ণ ১৪৩২ ১৯ নভেম্বর ২০২৫

বিষয়: সরকারি প্রাথমিক বিদ্যালয়-শিক্ষার্থী মেধা যাচাই ২০২৫ এর OMR Sheet এর নমুনা কপি প্রেরণ।

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, সরকারি প্রাথমিক বিদ্যালয়-শিক্ষার্থী মেধা যাচাই ২০২৫ আগামী ২১ ডিসেম্বর ২০২৫ তারিখ থেকে সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে এবং OMR Sheet এর মাধ্যমে উক্ত পরীক্ষা গ্রহণ করা হবে।

০২। এমতাবস্থায়, পরীক্ষার্থীদের অনুশীলনসহ সংশ্লিষ্ট সকলকে অবহিত করার জন্য OMR Sheet এর নমুনা কপি প্রেরণ করা হলো।

সংযুক্তি: বর্ণনা মোতাবেক।

স্বাক্ষরিত

মোহাম্মদ নজরুল ইসলাম
সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন)
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

পত্রঃ ০৩ 
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
 মিরপুর-২, ঢাকা-১২১৬
www.dpe.gov.bd

স্মারক নং-৩৮.০১.০০০০.১০৭.৩৩.০০১.২০২৫-২৩৮७

তারিখ: ০৪ অগ্রহায়ণ ১৪৩২  ১১ নভেম্বর ২০২৫

বিষয়: সরকারি প্রাথমিক বিদ্যালয়-শিক্ষার্থী মেধা যাচাই ২০২৫ এর সময়সূচি।

তারিখ, বার, সময়, বিষয়সনুহ ও বিষয়কোডঃ 

২১/১২/২০২৫, রবিবার, সকাল ১০.০০- দুপুর ১২.৩০ মি. বাংলা বিষয়কোডঃ ১
২২/১২/২০২৫, সোমবার, সকাল ১০.০০- দুপুর ১২.৩০ মি. ইংরেজী  বিষয়কোডঃ ২
২৩/১২/২০২৫, মঙ্গলবার, সকাল ১০.০০- দুপুর ১২.৩০ মি. প্রাথমিক গণিত বিষয়কোডঃ ৩
২৪/১২/২০২৫, বুধবার সকাল ১০.০০- দুপুর ১২.৩০ মি. বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান 
বিষয়কোডঃ ৪

২। বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার সময় অতিরিক্ত ২০ (বিশ) মিনিট বরাদ্দ থাকবে।

০২।  উক্ত সময়সূচি সংশ্লিষ্ট সকলকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

০৩।  এমতাবস্থায়, সরকারি প্রাথমিক বিদ্যালয়-শিক্ষার্থী মেধা যাচাই ২০২৫ পরীক্ষার সময়সূচি মাঠ পর্যায়ে নির্দেশক্রমে প্রেরণ

স্বাক্ষরিত
মোহাম্মদ নজরুল ইসলাম 
সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) 
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। 










No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.