ad

জানুয়ারি-অক্টোবর ২০২৬ সেশনে পরিমার্জিত ডিপিএড (BTPT) কোর্সে রেজিস্ট্রেশন শুরু: নেপ-এর নির্দেশনা জারি

Views



জানুয়ারি-অক্টোবর ২০২৬ সেশনে পরিমার্জিত ডিপিএড (BTPT) কোর্সে রেজিস্ট্রেশন শুরু: নেপ-এর নির্দেশনা জারি

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ), ময়মনসিংহ জানুয়ারি–অক্টোবর, ২০২৬ সেশনে পরিমার্জিত ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড)—প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ (BTPT)–কোর্সে রেজিস্ট্রেশন কার্যক্রম চালুর জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে। ১৭ নভেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত স্মারক নং- ৩৮.০৪.০০০০.৪১৮.১৮.১৪৬.২৫-১৮১ অনুযায়ী সারাদেশের জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা ও জেলা পর্যায়ে আসন বণ্টন

নির্দেশনায় বলা হয়েছে, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের ২৫ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে সংযুক্ত তালিকা অনুসারে সংশ্লিষ্ট পিটিআইভিত্তিক (পুরুষ ও মহিলা) আসন সংখ্যা বরাদ্দ করে উপজেলা শিক্ষা অফিসারদের অবহিত করতে হবে। যেসব উপজেলা অন্য জেলার পিটিআই–এর আওতায় ক্যাচমেন্ট এরিয়ায় রয়েছে, সংশ্লিষ্ট জেলা অফিসারকে তালিকাভুক্ত জেলা অফিসারের সাথে যোগাযোগ করে ডেপুটেশনের ব্যবস্থা নিতে হবে।

৪ ডিসেম্বরের মধ্যে শিক্ষকদের ডেপুটেশন

উপজেলা শিক্ষা অফিসারগণকে ০৪ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে প্রশিক্ষণবিহীন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ডেপুটেশন আদেশ প্রদান করতে নির্দেশ দেওয়া হয়েছে।

  1. জ্যেষ্ঠতা তালিকা অনুসরণ বাধ্যতামূলক,

  2. তবে যুক্তিসঙ্গত কারণে জ্যেষ্ঠ শিক্ষক অনাগ্রহী হলে পরবর্তী যোগ্য শিক্ষককে ডেপুটেশন দেওয়া যাবে।
    ডেপুটেশন আদেশের অনুলিপি নেপ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, বিভাগীয় উপপরিচালক ও জেলা শিক্ষা অফিসারদের কাছে পাঠাতে হবে।

রেজিস্ট্রেশন হবে সম্পূর্ণ অনলাইনে

ডেপুটেশনপ্রাপ্ত শিক্ষকগণকে ২০ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
নেপের ওয়েবসাইট **www.nape.gov.bd**–এ ‘ডিপিএড/BTPT’ মেনুর BTPT Registration সাবমেনুতে গিয়ে নির্ধারিত ফরম পূরণ করতে হবে।
গুরুত্বপূর্ণ বিষয়:

  1. ০৪–২০ ডিসেম্বরের আগে বা পরে ফরম দৃশ্যমান থাকবে না

  2. পাসপোর্ট সাইজের ছবি আপলোড বাধ্যতামূলক

  3. নাম ও জন্মতারিখে এসএসসি/সমমান সনদ অনুসরণ করতে হবে

  4. ফরমের সাথে একটি User Guide যুক্ত থাকবে

আন্ত:পিটিআই বদলির সুযোগ নেই

নির্দেশনায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, আসনসীমা অনুযায়ী ক্যাচমেন্ট এরিয়ার তালিকাভুক্ত পিটিআই–তেই রেজিস্ট্রেশন করতে হবে। কোনো আন্ত:পিটিআই বদলি অনুমোদিত নয়।

বিশেষ ক্যাটাগরির শিক্ষকদের সুযোগ

  1. প্রাক-প্রাথমিক নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকগণ এই কোর্সে রেজিস্ট্রেশন করতে পারবেন।

  2. শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত বিদ্যালয়ের প্রশিক্ষণবিহীন শিক্ষকদের ক্ষেত্রেও অনুমোদন সাপেক্ষে ডেপুটেশনের সুযোগ থাকবে।

  3. চা বাগান শ্রমিক শিক্ষা ট্রাস্ট পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য মৌলভীবাজার পিটিআই–এ বিশেষভাবে ৫টি আসন সংরক্ষিত

রেজিস্ট্রেশন–সংক্রান্ত সমস্যায় যোগাযোগ

অনলাইন রেজিস্ট্রেশনে সমস্যা হলে সংশ্লিষ্টরা যোগাযোগ করতে পারবেন—

  1. মোঃ মোস্তাফিজুর রহমান, প্রোগ্রামার, নেপ — ০১৭৩৭৮১৮০৯৯ (সকাল ৯টা–৪টা)

  2. জনাব সামির আসিফ শুভ — ০১৬৮৫৯৫৬৮৯৮ (সকাল ৯টা–৪টা)

রিপোর্টিং ও ক্লাস শুরুর তারিখ

রেজিস্ট্রেশনের পর শিক্ষকগণ ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সংশ্লিষ্ট পিটিআই–এ রিপোর্ট করবেন।
পরবর্তী দিন অর্থাৎ ১ জানুয়ারি ২০২৬ থেকে পরিমার্জিত ডিপিএড (BTPT) কোর্সের শ্রেণি কার্যক্রম শুরু হবে।
কোর্স শুরু হওয়া পর্যন্ত শিক্ষকগণ নিজ নিজ বিদ্যালয়ে দায়িত্ব পালন করবেন।

চিঠিতে নির্দেশনাটি স্বাক্ষর করেছেন—
এ কে এম মনিরুল হাসান,
উপপরিচালক (মূল্যায়ন) ও সচিব, ডিপিএড বোর্ড, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)।

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)

 ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) বোর্ড

 ময়মনসিংহ

www.nape.gov.bd

স্মারক নং- ৩৮.০৪.০০০০.৪১৮.১৮.১৪৬.২৫-১৮১

তারিখ:০২ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ ১৭ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বিষয়: জানুয়ারি-অক্টোবর, ২০২৬ সেশনে পরিমার্জিত ডিপিএড (প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ-BTPT) কোর্সে রেজিস্ট্রেশন সংক্রান্ত।

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানুয়ারি-অক্টোবর, ২০২৬ সেশনে পরিমার্জিত ডিপিএড (প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ-BTPT) কোর্সে রেজিস্ট্রেশন সম্পন্ন করার নিমিত্তে নিম্নবর্ণিত নির্দেশাবলি অনুসরণপূর্বক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণকে ডেপুটেশন প্রদান করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

১. জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ২৫ নভেম্বর, ২০২৫ খ্রি. তারিখের মধ্যে সংযুক্ত তালিকা মোতাবেক সংশ্লিষ্ট পিটিআই-এর জন্য নির্ধারিত আসন সংখ্যা (পুরুষ ও মহিলা) অনুযায়ী উপজেলাভিত্তিক কোটা নির্ধারণ করে পত্র মারফত সংশ্লিষ্ট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারগণকে অবহিত করবেন। এক্ষেত্রে যে সকল জেলার কোনো কোনো উপজেলা অন্য কোনো জেলার পিটিআই-এর সাথে সংযুক্ত করে ক্যাচমেন্ট এরিয়া নির্ধারণ করা হয়েছে সেসকল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাঁর আওতাধীন (অন্য জেলার সাথে সংযুক্ত) উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে তালিকায় (ক্যাচমেন্ট এরিয়ার) বর্ণিত জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে যোগাযোগপূর্বক সংশ্লিষ্ট পিটিআই-এ শিক্ষক ডেপুটেশনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অবহিত করবেন।

২. উপজেলা শিক্ষা অফিসারগণ ০৪ ডিসেম্বর, ২০২৫ খ্রি. তারিখের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের প্রশিক্ষণবিহীন শিক্ষকগণকে ডেপুটেশন আদেশ প্রদান করবেন। এক্ষেত্রে জ্যেষ্ঠতা তালিকা অনুসরণ করতে হবে, তবে কোনো জ্যেষ্ঠ শিক্ষক যুক্তিসঙ্গত কারণে ডেপুটেশন নিতে অনাগ্রহ প্রকাশ করলে সেক্ষেত্রে আগ্রহী পরবর্তী জ্যেষ্ঠ শিক্ষককে ডেপুটেশন দেয়া যাবে। ডেপুটেশন আদেশের অনুলিপি মহাপরিচালক, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ), পরিচালক (প্রশিক্ষণ), প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, বিভাগীয় উপপরিচালক প্রাথমিক শিক্ষা, সংশ্লিষ্ট বিভাগ এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট প্রেরণ করতে হবে।

৩. পরিমার্জিত ডিপিএড (প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ-BTPT) কার্যক্রমের লক্ষ্যে ক্যাচমেন্ট এরিয়ার তালিকার আসন সংখ্যা অনুযায়ী প্রশিক্ষণার্থী রেজিস্ট্রেশনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে হবে। আন্ত:পিটিআই বদলীর কোনো সুযোগ থাকবেনা।

৪. ডেপুটেশনপ্রাপ্ত শিক্ষকগণ ২০ ডিসেম্বর, ২০২৫ খ্রি. তারিখের মধ্যে অনলাইনে ফরম পূরণ করে সংশ্লিষ্ট পিটিআই-এ রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন। নেপ-এর ওয়েবসাইটের হোম পেজ-এ www.nape.gov.bd 'ডিপিএড/BTPT' মেনুতে ক্লিক করলে কয়েকটি সাবমেনু পাওয়া যাবে, অতঃপর 'বিটিপিটি রেজিস্ট্রেশন' (BTPT Registration) সাবমেনুতে ক্লিক করলে রেজিস্ট্রেশন ফরম দৃশ্যমান হবে। উল্লেখ্য যে, ০৪-২০ ডিসেম্বর, ২০২৫ খ্রি. তারিখের পূর্বে বা পরে রেজিস্ট্রেশন ফরম দৃশ্যমান হবে না।

৫. ফরমের ২য় অংশটি আবেদনকারীর ব্যক্তিগত তথ্য (নির্ভুল তথ্য) দিয়ে যথাযথভাবে পূরণ করতে হবে। আবেদনকারীর এক কপি পাসপোর্ট সাইজের ছবি ফরমের নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ফরমের সাথে একটি ব্যবহার বিধি (User Guide) যুক্ত থাকবে। নামের বানান ও জন্ম তারিখের ক্ষেত্রে এস.এস.সি বা সমমান পরীক্ষা পাশের সনদ অনুসরণ করতে হবে।

৬. অনলাইনে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হলে জনাব মো: মোস্তাফিজুর রহমান, প্রোগ্রামার, নেপ, মোবাইল নম্বর: ০১৭৩৭৮১৮০৯৯, সকাল ৯:০০-বিকাল ৪:০০ পর্যন্ত) এবং জনাব সামির আসিফ শুভ, মোবাইল নম্বর ০১৬৮৫৯৫৬৮৯৮-এর সাথে (সকাল ০৯:০০ টা হতে বিকাল ০৪:০০ টা পর্যন্ত) যোগাযোগ করা যেতে পারে।

৭. প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য নিয়োগকৃত সহকারী শিক্ষকগণকে পরিমার্জিত ডিপিএড (প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ-BTPT) কোর্সে রেজিস্ট্রেশনের জন্য ডেপুটেশন প্রদান করা যাবে।

৮. শিশু কল্যাণ ট্রাস্ট কর্তৃক পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের প্রশিক্ষণবিহীন শিক্ষকদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে বিটিপিটি কোর্সে রেজিস্ট্রেশনের জন্য ডেপুটেশন প্রদান করা যাবে।

৯. চা বাগান শ্রমিক শিক্ষা ট্রাস্ট কর্তৃক পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত প্রশিক্ষণবিহীন শিক্ষকগণ মৌলভীবাজার পিটিআই-এ সংরক্ষিত ০৫টি আসনের বিপরীতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন।

১০. রেজিস্ট্রেশনকৃত শিক্ষকগণ কোর্সের শ্রেণি কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত স্ব স্ব বিদ্যালয়ে কর্মরত থাকবেন।

১১. আগামী ৩১/১২/২০২৫ খ্রি. তারিখ অপরাহ্নে প্রশিক্ষণার্থীগণকে সংশ্লিষ্ট পিটিআই-এ রিপোর্ট করতে হবে। ০১/০১/২০২৬ খ্রি. তারিখ হতে পরিমার্জিত ডিপিএড (প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ-BTPT) কোর্সের শ্রেণি কার্যক্রম শুরু হবে।

স্বাক্ষরিত

এ কে এম মনিরুল হাসান 

উপপরিচালক (মূল্যায়ন)

সচিব, ডিপিএড বোর্ড।





পিডিএফ ডাউনলোড

No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.