ad

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জন্য নেপ-এ ১৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রশিক্ষণ আয়োজন

Views



সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জন্য নেপ-এ ১৫ দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রশিক্ষণ আয়োজন

নিজস্ব প্রতিবেদক:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জন্য জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ), ময়মনসিংহ আগামী ১৫ থেকে ২৯ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ১৫ দিনব্যাপী দুটি ব্যাচে ‘ওরিয়েন্টেশন প্রশিক্ষণ’ আয়োজন করছে। মঙ্গলবার (২০ নভেম্বর ২০২৫) নেপের মহাপরিচালক ফরিদ আহমদ স্বাক্ষরিত স্মারক নং ৩৮.০৪.০০০০.৪০৮.২৫.১৬৭.২০-১২৯ নম্বর চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০২৫-২০২৬ অর্থবছরের প্রশিক্ষণ ক্যালেন্ডার অনুযায়ী বিসিএস নন-ক্যাডার থেকে নিয়োগপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণকে নিয়ে ১৭তম ও ১৮তম ব্যাচে এই প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ দুটি ব্যাচে অনুষ্ঠিত হবে—প্রথমটি ১৭তম ব্যাচ এবং দ্বিতীয়টি ১৮তম ব্যাচ।

নেপের পক্ষ থেকে জানানো হয়, প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রধান শিক্ষকগণের তালিকা সংযুক্ত করা হয়েছে, যা মোট ০৪ পৃষ্ঠাজুড়ে রয়েছে। এসব প্রধান শিক্ষককে নিজ নিজ কর্মস্থল থেকে অবমুক্ত করে নির্ধারিত সময়ের মধ্যে নেপে প্রেরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠিতে অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, প্রধান শিক্ষকদের এই ওরিয়েন্টেশন কোর্সটি তাদের প্রশাসনিক দক্ষতা, নেতৃত্বগুণ, বিদ্যালয় ব্যবস্থাপনা এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে নতুন দায়িত্বপ্রাপ্তদের জন্য এই প্রশিক্ষণকে নেপ অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখে থাকে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা বিদ্যালয় পরিচালনা, একাডেমিক সুপারভিশন, শিক্ষার্থী ব্যবস্থাপনা এবং স্কুল-ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে আরও সক্ষম হবেন বলে আশা করা হচ্ছে।

সংযুক্ত নথিতে মনোনীত প্রধান শিক্ষকগণের তালিকা প্রকাশ করা হয়েছে, যা সংশ্লিষ্ট উপজেলা এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসে প্রেরণ করা হয়েছে।

জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)

ময়মনসিংহ

www.nape.gov.bd

স্মারক নং: ৩৮.০৪.০০০০.৪০৮.২৫.১৬৭.২০-১২৯

তারিখ: ০৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ২০ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ

বিষয়: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের জন্য জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)-এ অনুষ্ঠেয় ১৭ তম ও ১৮তম 'ওরিয়েন্টেশন প্রশিক্ষণ' কোর্সে অংশগ্রহণকারী মনোনয়ন সংক্রান্ত।

উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) কর্তৃক ২০২৫-২০২৬ অর্থবছরের প্রশিক্ষণ ক্যালেন্ডার অনুযায়ী রাজস্বখাতে বিসিএস নন-ক্যাডার থেকে নিয়োগপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের অংশগ্রহণে আগামী ১৫-২৯ ডিসেম্বর ২০২৫ খ্রি. তারিখ পর্যন্ত ১৫ (পনের) দিনব্যাপী ০২ (দুই) টি ব্যাচে (১৭ তম ও ১৮তম) 'ওরিয়েন্টেশন প্রশিক্ষণ' কোর্স জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)-এ আয়োজন করা হয়েছে।

২। এমতাবস্থায়, বর্ণিত প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য বিসিএস নন-ক্যাডার থেকে নিয়োগপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণকে (তালিকা সংযুক্ত) অবমুক্ত করে এ কার্যালয়ে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সবিনয় অনুরোধ করা হলো।

সংযুক্তি: প্রশিক্ষণার্থী তালিকা ০৪ (চার) পাতা

স্বাক্ষরিত

ফরিদ আহমদ 

মহাপরিচালক







No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.