ad

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট বিলের জন্য মাসিক ১,০০০ টাকা বরাদ্দ: নতুন নির্দেশনা জারি

Views



সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট বিলের জন্য মাসিক ১,০০০ টাকা বরাদ্দ: নতুন নির্দেশনা জারি

সংবাদ প্রতিবেদন:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০২৫-২৬ অর্থ বছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর ইন্টারনেট বিল পরিশোধের জন্য প্রতি বিদ্যালয়ে মাসিক ১,০০০ টাকা বরাদ্দের সিদ্ধান্ত জানিয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা কার্তিক ১৪৩২, নভেম্বর ২০২৫ তারিখে অধিদপ্তরের তথ্য ব্যবস্থাপনা বিভাগ (IMD) থেকে জারি করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর বাস্তবায়নাধীন “ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি)” প্রকল্পের আওতাভুক্ত ব্রডব্যান্ড সংযোগপ্রাপ্ত বিদ্যালয়গুলোর ইন্টারনেট বিল এই বরাদ্দ থেকে পরিশোধ করা যাবে।

বরাদ্দ ব্যয়ের নিয়মাবলি:

১. ইডিসি প্রকল্পের আওতায় ব্রডব্যান্ড সংযুক্ত সর্বশেষ ২৯,৭৮২টি বিদ্যালয়ের মাসিক বিল এই বরাদ্দ থেকে পরিশোধ করতে হবে।

২. সর্বশেষ সংযুক্ত ৭,৩৩৭টি বিদ্যালয়ে গ্রামীণফোনের সংযোগ ১ ডিসেম্বর ২০২৫ থেকে বিচ্ছিন্ন হবে।

৩. যেসব বিদ্যালয়ে এখনো গ্রামীণফোনের ইন্টারনেট ডাটা সার্ভিস চালু, সেসব বিদ্যালয়ের জন্য এই বরাদ্দ থেকে কোনো অর্থ ব্যয় করা যাবে না।

  • কারণ, গ্রামীণফোন প্রদত্ত ডাটা সংযোগের বিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরই সরাসরি পরিশোধ করে।

৪. যদি কোনো বিদ্যালয়ে ভুলবশত ইডিসি ও গ্রামীণফোন—উভয় সংযোগ সক্রিয় থাকে, তাহলে গ্রামীণফোন সংযোগ বিচ্ছিন্ন করার অনুরোধ জানিয়ে আইএমডি বিভাগে পত্র পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

৫. যেসব বিদ্যালয়ে কোনো সংযোগই নেই, তারা এই বরাদ্দ থেকে ট্যাক্স ও ভ্যাটসহ মাসিক ১,০০০ টাকা ব্যয়ে নতুন সংযোগ চালু করতে পারবে।

চিঠিতে আরও বলা হয়, উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা অফিসারদের বর্ণিত নির্দেশনা অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর মাসিক ইন্টারনেট বিল যথাযথভাবে পরিশোধ নিশ্চিত করতে হবে।

চিঠিতে স্বাক্ষর করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যুগ্মসচিব ও পরিচালক (তথ্য ব্যবস্থাপনা বিভাগ) মোহাম্মদ শহিদুল ইসলাম।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

 মিরপুর-২, ঢাকা-১২১৬ 

www.dpe.gov.bd

নং-৩৮.০১.০০০০.৯০০.১০.০০২.২৪-১৩২৮

তারিখ: কার্তিক ১৪৩২ নভেম্বর ২০২৫

বিষয়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন "ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি)" শীর্ষক প্রকল্পের আওতায় ব্রডবেন্ড ইন্টারনেট সংযোগকৃত সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাসিক ইন্টারেট বিল পরিশোধ সংক্রান্ত।

সূত্র: ৩৮.০১.০০০০.১৫২.০২০.৩৬৭.২০২৫-৫৯১, তারিখ: ২৮ অক্টোবর ২০২৫।

উপর্যুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ২০২৫-২৬ অর্থ বছরে সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট কোড (৩২১১১১৭)-এ মাসিক ১০০০/-(এক হাজার) টাকা হারে বরাদ্দ প্রদান করা হয়েছে। উক্ত বরাদ্দ নিম্নের শর্তানুসারে ব্যয় করা যাবে-

১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন "ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি)” শীর্ষক প্রকল্পের আওতায় ব্রডবেন্ড ইন্টারনেট সংযোগকৃত সর্বশেষ ২৯,৭৮২টি বিদ্যালয়ের জন্য এই খাত হতে মাসিক বিল পরিশোধ করা যাবে।

২. সর্বশেষ ইডিসি কর্তৃক সংযোগকৃত ৭,৩৩৭টি বিদ্যালয়ের গ্রামীনফোনের সংযোগ ১ ডিসেম্বর ২০২৫ তারিখ থেকে বিচ্ছিন্ন হবে।

৩. যে সকল বিদ্যালয়ে গ্রামীনফোনের ইন্টারনেট ডাটা কানেক্টিভিটি সার্ভিস চালু রয়েছে, সে সকল বিদ্যালয়ের জন্য এই খাত থেকে কোন অর্থ ব্যয় করা যাবে না। উল্লেখ্য, গ্রামীনফোন কর্তৃক ইন্টারনেট ডাটা কানেক্টিভিটি প্রদানকৃত বিদ্যালয়ের মাসিক বিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে প্রদান করা হয়।

৪. ভুলবশত কোন বিদ্যালয়ে ২টি সংযোগই চালু থাকলে, গ্রামীনফোনের সংযোগ বিচ্ছিন্ন করার জন্য বিষয়টি প্রাথমিক শিক্ষা অধিদপ্তের আইএমডি বিভাগ বরাবর পত্রের মাধ্যমে অবহতি করতে হবে।

৫. ইডিসি ও গ্রামীনফোনের সংযোগবিহীন বিদ্যালয়সমূহের জন্য উক্ত খাত হতে ইন্টারনেট সংযোগ বাবদ মাসিক ১০০০ (এক হাজার) টাকা ট্যাক্স ও ভ্যাটসহ নির্বাহ করা যাবে।

২। এমতাবস্থায়, "উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসার-গণকে বর্ণিত নির্দেশনা মেনে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাসিক ইন্টারেট বিল পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

স্বাক্ষরিত

(মোহাম্মদ শহিদুল ইসলাম) 

যুগ্মসচিব 

পরিচালক (তথ্য ব্যবস্থাপনা বিভাগ)


No comments

Your opinion here...

Theme images by fpm. Powered by Blogger.